বাংলা নিউজ > ঘরে বাইরে > Mamata Banerjee: অভিষেকের পর ডিসেম্বরে মেঘালয়ে যেতে পারেন মমতা

Mamata Banerjee: অভিষেকের পর ডিসেম্বরে মেঘালয়ে যেতে পারেন মমতা

ডিসেম্বরে মেঘালয়ে জনসভা করতে পারনে মমতা বনদ্যোপাধ্যায় (পিটিআই)

তুরায় নুতন কার্যলয়ের উদ্বোধনের পাশাপাশি পশ্চিম গারো পাহাড়ে তিনি একটি জনসভাও করেছেন অভিষেক। জনসভা ভিড় দেখে দাবি উঠেছে দলের সর্বময় নেত্রী মেঘালয়ে এসে সভা করুন।

পাখির চোখ আগামী বছরের বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার দু’দিনের সফরে মেঘলায়ে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুরায় নুতন কার্যলয়ের উদ্বোধনের পাশাপাশি পশ্চিম গারো পাহাড়ে তিনি একটি জনসভাও করেছেন। জনসভা ভিড় দেখে দাবি উঠেছে দলের সর্বময় নেত্রী মেঘালয়ে এসে সভা করুন। মেঘালয় তৃণমূল সূত্রে খবর, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মেঘালয়ে যেতে পারেন মমতা বন্দ্যোধ্যায়।

জানা গিয়েছে, সেখানে একটি জনসভায় করবেন তিনি। তারিখ এখনও ঠিক হয়নি। তা নিয়ে চলেছে আলাপ-আলোচনা। তবে মেঘালয়ে যেতে পারেন ধরে নিয়েই সেখানে প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল।

১২জন কংগ্রেস বিধায়ক তৃণমূল যোগদান করায় মেঘালয় বিধানসভায় প্রধান বিরোধী দল তৃণমূল। একে সাফল্য হিসাবে দেখেই আগামী বছর বিধানসভা নির্বাচনের জন্য ঝাপিয়ে পড়েছে তৃণমূল। অভিষেক বার দুয়েক মেঘালয়ে গেলেন। সেখানে কর্মীদের আশ্বাস দিয়ে এসেছেন,‘মেঘালয়ের ভূমিপুত্রই হবেন মুখ্যমন্ত্রী। সরকার বা প্রশাসন চালাতে বাংলার কেউ মাথা গলাবে না।’এই নির্বাচনী লড়াইকে তিনি দিল্লির সঙ্গে মেঘালয়ের লড়াই বলেছেন। তাঁর কথায়.‘দিল্লি বা গুয়াহাটির আইভরি টাওয়ার থেকে কেউ মেঘালয় চালাবে না।’

শুক্রবারের জনসভায় এআরসি প্রসঙ্গেও সুর চড়া করেন অভিষেক। তিনি বলেন,‘এনআরসি আমরা হতে দেব না। মেঘালয়ের মানুষকে বোঝাতে হবে তাঁরা এখানকারই বাসিন্দা।’ তিনি আরও বলেন, ‘আমাদের প্রতীকে ফুলের তিনটি পাপড়ি, একটা গারো, একটা খাসি, একটা জয়ন্তীয়া।’ এই জনসভায় জনসমাগম আশা জুগিয়েছে মেঘালয় তৃণমূলকে। অভিষেক আশ্বাস দিয়ে এসেছেন চাইলে তিনি আরও একাধিকবার মেঘালয়ে আসবেন। স্থানীয় তৃণমূল নেতৃত্ব চাইছেন মমতাও আসুন একবার। সেই মেনে ডিসেম্বরে মেঘালয়ে যেতে পারেন তৃণমূল নেত্রী।

বন্ধ করুন