ইন্ডিয়া জোট নিয়ে দেশজুড়ে নানা চর্চা। সিপিএম, তৃণমূল, কংগ্রেস কীভাবে ঝগড়া ভুলে সব এক মঞ্চে চলে এলেন তা নিয়ে হতবাক গোটা দেশ। আর সেই সমণ্বয় কমিটিতে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তবে বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক নেতা নেত্রীর নামও ওই কমিটিতে রয়েছে। তবে তৃণমূলের তরফ থেকে কেবলমাত্র অভিষেকের নামই দেওয়া হয়েছে বলে খবর।
এদিকে পাটনায় আগাম বেরিয়ে গিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। বেঙ্গালুরুতে বেরিয়ে গিয়েছিলেন নীতীশ কুমার। আর মুম্বইতে ইন্ডিয়া জোটের মিটিং শেষ হওয়ার পরেই বেরিয়ে গেলেন বাংলার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠক পর্যন্ত অপেক্ষা করলেন না তাঁরা। বেরিয়ে চলে যান। এনিয়ে সাংবাদিক বৈঠকে আপ নেতা সঞ্জয় রাউত জানিয়েও দেন মমতা বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছেন। কিন্তু এখানেই প্রশ্ন কেন আর একটু অপেক্ষা করলেন না তিনি? রাহুল গান্ধী, লালু প্রসাদ যাদব সহ একাধিক নেতা পর পর বক্তব্য রাখেন। সাংবাদিক বৈঠকে একে একে বিরোধী শিবিরের নেতারা এসে বক্তব্য রাখতে থাকেন। কিন্তু তার আগেই চলে গিয়েছেন মমতা-অভিষেক?
এদিকে প্রথমবার যখন অরবিন্দ কেজরিওয়াল বেরিয়ে গিয়েছিলেন তখন তিনি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কংগ্রেসের সঙ্গে নিজেদের অবস্থান পরিষ্কার করেছিলেন। তবে এদিন তৃণমূলের তরফ থেকে এনিয়ে বিবৃতি দেওয়া হয়নি এখনও। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাংলায় সিপিএম ও কংগ্রেসের ভূমিকায় অত্যন্ত ক্ষুব্ধ মমতা।এদিন ধূপগুড়িতে যেভাবে মহম্মদ সেলিম অভিষেককে আক্রমণ করেছেন তাতে জোট কীভাবে সম্ভব তা নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে।
আবার এর ভিন্ন মতও রয়েছে। কারণ রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, আগে বাংলা তারপর দিল্লি। এটা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে তৃণমূল। কারণ জোট শেষ পর্যন্ত কতটা কী করতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে। সেক্ষেত্রে জোটের বৈঠকের পরে সাংবাদিক বৈঠকে ঠিক কী বিষয় নিয়ে তৃণমূল নেত্রী আলোকপাত করবেন সেটা নিয়ে যথেষ্ট সংশয় ছিল। সেকারণেই কি সাংবাদিক বৈঠক এড়িয়ে গেলেন মমতা অভিষেক?
তবে অনেকের মতে, আবার বিমান ধরার তাড়া থাকায় তাঁরা তাড়াহুড়ো করে বেরিয়ে যান।
তবে বাংলায় ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে বিরাট প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। কারণ যেভাবে কংগ্রেস-সিপিএম একযোগে তৃণমূলকে আক্রমণ করা শুরু করেছে সেক্ষেত্রে আসন সমঝোতা কীভাবে সম্ভব তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। এই জট কাটা সম্ভব নয় এটা আঁচ করেই কি বেরিয়ে এলেন মমতা-অভিষেক?