বাংলা নিউজ > ঘরে বাইরে > দিঘায় ‘সমুদ্রের নিচে' সুড়ঙ্গ গড়বে পশ্চিমবঙ্গ সরকার, পর্যটক টানতে নয়া উদ্যোগ

দিঘায় ‘সমুদ্রের নিচে' সুড়ঙ্গ গড়বে পশ্চিমবঙ্গ সরকার, পর্যটক টানতে নয়া উদ্যোগ

ঠিক এমনভাবেই গড়ে তোলা হবে সমুদ্রের নিচের সুড়ঙ্গ।(ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)

সুড়ঙ্গটি অ্যাক্রালিকের নির্মিত হবে। ভিতরে টিকিট কেটে প্রবেশ করতে পারবেন পর্যটকরা। আশেপাশে ও উপর দিয়ে সামুদ্রিক প্রাণীকূলের চলাফেরা লক্ষ্য করা যাবে। তাছাড়া সমুদ্রের তলদেশ ঠিক কেমন হয়, তাও অনুভব করা যাবে।

দিঘায় নয়া আন্ডারওয়াটার পার্ক গড়ে তুলবে পশ্চিমবঙ্গ সরকার। প্রস্তাবিত সাবমেরিন মিউজিয়ামের সংলগ্ন স্থানেই তা গড়ে তোলা হবে। জলের তলা দিয়ে থাকবে অ্যাক্রালিকের সুড়ঙ্গ। তাই দিয়ে সমুদ্রের নিচের দৃশ্যের সাক্ষী হতে পারবেন পর্যটকরা।

হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কর্পোরেশন(HIDCO) ইতিমধ্যেই এই প্রকল্পের নকশা ও পরিকল্পনার জন্য ভারতীয় তথা আন্তর্জাতিক সংস্থাগুলিকে আহ্বান জানিয়েছে। বর্তমানে পুরনো দিঘার কাছে একটি মেরিন অ্যাকোয়ারিয়াম ও রিজিওনাল সেন্টার অবস্থিত। তবে সেখানে অ্যাকোয়ারিয়ামের মান বিশ্বমানের নয়। ফলে সেটি পর্যটকদের মধ্যে তেমন জনপ্রিয়তা পায়নি। আরও পড়ুন:  Digha: মমতার উদ্বোধনের কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে গেল ১৭০ কোটির মেরিন ড্রাইভ

তবে নতুন আন্ডারওয়াটার পার্কটি একেবারে আলাদা হতে চলেছে। সরকারি আধিকারিকদের দাবি, অনেকটা সিঙ্গাপুরের ধাঁচে এটি গড়ে তোলার পরিকল্পনা। যদিও পুরোটাই একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। দিঘার জগন্নাথ মন্দিরের প্রকল্পটি নিয়ে পুরোদমে তোরজোড় চলছে। সাবমেরিন মিউজিয়াম নিয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। এরপরে সেখান থেকেই এই নয়া নিমজ্জিত সুড়ঙ্গের ভাবনা। রাজ্য সরকারের মতে, এই সুড়ঙ্গের ফলে আরও বেশি করে পর্যটকদের আকর্ষণ হয়ে উঠবে দিঘা।

সুড়ঙ্গটি অ্যাক্রালিকের নির্মিত হবে। ভিতরে টিকিট কেটে প্রবেশ করতে পারবেন পর্যটকরা। আশেপাশে ও উপর দিয়ে সামুদ্রিক প্রাণীকূলের চলাফেরা লক্ষ্য করা যাবে। তাছাড়া সমুদ্রের তলদেশ ঠিক কেমন হয়, তাও অনুভব করা যাবে। এর মাধ্যমে সামুদ্রিক জীবকূলের প্রতি আমজনতার আগ্রহ বাড়বে। এই একই সূত্র ধরে পরিবেশ সচেতনতাও বৃদ্ধি করা যাবে। 

তবে পুরোটাই অত্যন্ত পেশাদারভাবে গড়ে তুলতে হবে। এই জাতীয় সুড়ঙ্গ সাধারণত সরাসরি সমুদ্রের তলায় হয় না। বরং সৈকতের নিকটবর্তী কোনও স্থানে সমুদ্রের জল প্রবেশ করানো হয়। দিঘা সংলগ্ন বঙ্গোপসাগরে পলি অত্যন্ত বেশি। ফলে জল যাতে স্বচ্ছ হয়, সেই ব্যবস্থাও করা হবে। এছাড়া সেই নির্দিষ্ট স্থানে সামুদ্রিক বাস্তুতন্ত্রের একটি ছোট রূপ গড়ে তুলতে হবে। ফলে বিষয়টি স্থাপত্য, পরিবেশ এবং জীববিদ্যার দিক দিয়ে যথেষ্ট জটিল। তবে বৃহদাকার মেরিন অ্যাকোয়ারিয়াম তৈরির তুলনায় কম খরচসাপেক্ষ। আরও পড়ুন:  Digha Seacoast: সিত্রাংয়ের প্রভাবে উত্তাল দিঘার সমুদ্র সৈকত, নন্দীগ্রামে নামল ব্লক মৎস্য দফতর

হিডকো এর জন্য কোনও আন্তর্জাতিক সংস্থাকে পর্যালোচনার দায়িত্ব দিতে চাইছে। প্রাথমিক নকশা তৈরি করবে সেই সংস্থা। একইসঙ্গে পরিবেশগত ঝুঁকির বিষয়গুলিও খতিয়ে দেখতে হবে। সিঙ্গাপুর চেম্বার অফ কমার্সেও হিডকো এই প্রকল্পের ভাবনা পাঠাচ্ছে।

বন্ধ করুন