মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেলগ কলেজের প্রেসিডেন্ট প্রফেসরের কাছে চিঠি গেল চিকিৎসকদের। রিপোর্ট অনুযায়ী, আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তনীদের একাংশ এই চিঠি লিখেছিলেন। এদিকে এই চিঠির কথা সামনে আসতেই আবার ‘দেশ বাঁচাও গণমঞ্চ’ নামক সংগঠনের পক্ষ থেকে পালটা চিঠি পাঠানো হয় কেলগ কলেজের প্রেসিডেন্ট প্রফেসর জোনাথান মিচিকে। জানা গিয়েছে, আরজি করের ঘটনার উল্লেখ করে কেলগ কলেজকে চিঠি লিখে লন্ডন নিবাসী আরজি করের প্রাক্তনীরা মমতার আমন্ত্রণ প্রসঙ্গে হতাশা ব্যক্ত করেছেন। এর আগে মমতার কাছে লন্ডন থেকে আমন্ত্রণ আসায় কেলগ কলেজকে ধন্যবাদ পত্র পাঠিয়েছিল যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের পড়ুয়াদের একাংশ।
উল্লেখ্য, স্থানীয় সময় ২৩ মার্চ সকালে লন্ডনে পৌঁছান মমতা। তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি করেছে সরকার। এদিকে সরকার আরও দাবি করেছিল, মমতাকে বিলেতের মাটিতে হেয় প্রতিপন্ন করার পরিকল্পনা করেছে 'অশুভ শক্তি'। সেই সংক্রান্ত ইমেল এবং হোয়াটসঅ্যাপ চ্যাট নাকি সরকারের হাতে এসেছিল। তবে মমতা লন্ডনে নেমে কোনও বিক্ষোভের মুখে পড়েননি। (আরও পড়ুন: একনাথকে নিয়ে রসিকতা কুণাল কামরার, হোটেলে তাণ্ডব শিবসেনার, কী এমন বলেন কমেডিয়ান?)
আরও পড়ুন: বাংলাদেশ আছে বাংলাদেশেই, ষষ্ঠ শ্রেণির ত্রিপুরা কিশোরীকে ধর্ষণ করে খুন হোস্টেলে
এদিকে আজ মুখ্যমন্ত্রী যোগ দেবেন ভারতীয় হাই কমিশনের একটি অনুষ্ঠানে। এদিকে ২৫ এবং ২৬ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাণিজ্য বৈঠক করার কথা। জানা গিয়েছে, লন্ডনে বাকিংহাম প্যালেসের খুব কাছেই অবস্থিত সেন্ট জেমস কোর্ট হোটেলে উঠেছেন মমতা। আগামী ২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কেলগ কলেজের আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। (আরও পড়ুন: পরকীয়ার সন্দেহে স্ত্রীকে গুলি, ৩ সন্তানকে খুন, গ্রেফতার উত্তরপ্রদেশের BJP কর্মী)
আরও পড়ুন: নয়াদিল্লি স্টেশনে 'প্রচণ্ড ভিড়', কুম্ভকালে পদপিষ্টের দুঃস্বপ্নে ঘুম ভাঙল রেলের
প্রসঙ্গত, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী লন্ডনে না পৌঁছলেও মমতার সফরসূচিতে বড় রকমের কোনও কাটছাঁট হয়েছে বলে জানা যায়নি। উল্লেখ্য, বিপর্যয়ের আবহে লন্ডনের হিথরো বিমানবন্দর পুরোপুরি বন্ধ ছিল প্রায় ১৮ ঘণ্টা। এর জেরে এয়ার ইন্ডিয়া সহ বিশ্বের একাধিক উড়ান সংস্থার ১৩৫০টি উড়ান বাতিল হয়েছে। এই বিপর্যয়ের জেরে পিছিয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন যাত্রাও। যেখানে ২২ মার্চ সকালেই লন্ডনের উদ্দেশে যাত্রা শুরুর কথা ছিল মমতার, সেখানে তিনি সেদিন সন্ধ্যায় উড়ানে বসেন। (আরও পড়ুন: কাঠুয়ায় এনকাউন্টারে জখম নাবালিকা, পুঞ্চে বড়সড় হামলার ছক বানচাল করল সেনা)
এদিকে মমতার এই লন্ডন সফর ঘিরে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক তরজায় উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলা। ১৭ মার্চ মুখপাত্র গণশক্তিতে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। তাতে দাবি করা হয়, মুখ্যমন্ত্রী যে আগামী ২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন তার কোনও তথ্যই নেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এলিজাবেথ ব্রটরাইটের কাছে। পরে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়, শুধুমাত্র অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় শুধু নয়, আরও একধিক ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠান আমন্ত্রণ জানিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্য সরকারের তরফ থেকে দাবি করা হয়, ব্রিটেনের মোট তিনটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের তরফে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বক্তৃতা দেওয়ার জন্যে। সরকারের দাবি অনুযায়ী, লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অফ ইকনমিক্সের প্রাক্তন পড়ুয়া এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজ আমন্ত্রণ জানিয়েছে মমতাকে। এদিকে সরকার জানিয়েছে, শুধু রাজনীতিবিদ হিসেবে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে লেখিকা হিসেবে।
জানা যায়, ফেব্রুয়ারিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর বাংলার উন্নয়নের মডেলের জন্য প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই আবহে তাঁর অভিজ্ঞতার বিষয়ে কেলগ কলেজে বক্তৃতা রাখার জন্যে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন অক্সফোর্ডের প্রো-ভাইস চ্যান্সেলর। মার্চের প্রথমদিকে আবার লন্ডন স্কুল অফ ইকনমিক্সের প্রাক্তন পড়ুয়াদের তরফে দীপ্তেন্দু রায়ও আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। এছাড়া লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের মাইল এন্ড ইনস্টিটিউট-এর ডিরেক্টর সোফিয়া কোল্লিগননের তরফ থেকেও চ্যাথাম হাউসে অনুষ্ঠিত হতে চলা আলোচনা সভায় আমন্ত্রণ জানানো হয় মুখ্যমন্ত্রীকে।