এগারো দিনের বিদেশ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরের প্রথম তিনি দুবাইয়ে গিয়েছেন। সেখান থেকে আজ বুধবার যাবেন স্পেন। স্পেনের যাওয়ার বিমান ধরার জন্য দুবাইয়ে মেট্রোয় সফর করলেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।
নিজের সফরসূচি বিস্তারিত ভাবে নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার কলকাতা থেকে দুবাই রওনা দিয়েছেন তিনি। মমতা জানিয়েছিলেন, মঙ্গলবার দুবাই থেকে স্পেনে যাওয়ার কোনও বিমান না থাকায় তাঁদের সেখানে তাঁদের থাকতে হয়। এর পর বুধবার সকালে বিমান ধরার জন্য রওনা দেন তিনি। মেট্রো করেই বিমানবন্দরে যান মুখ্যমন্ত্রী।
বিমানবন্দরে দেখা হয় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্ঘের সঙ্গে। লাউঞ্জে যখন ছিলেন মুখ্যমন্ত্রী তখন তাঁর সঙ্গে দেখা হয় শ্রীলঙ্কার প্রেসিডেন্টের। সেই মুহূর্তের কথা শেয়ার করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। নিজের এক্স–হ্যান্ডেলে সেই ছবি দিয়েছেন। আর শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে হওয়া কথোপকথন তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রী তাঁকে নিজের হাতে আঁকা একটি ছবিও উপহার দিয়েছেন।
(পড়তে পারেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে দেখা বাংলার মুখ্যমন্ত্রীর, দুবাই বিমানবন্দরে কী নিয়ে আলোচনা?)
(পড়তে পারেন। ইডি অফিসে হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশ্নপত্র নিয়ে প্রস্তুত অফিসাররা)
বুধবারই দুবাই থেকে মাদ্রিদে পৌঁছনোর কথা মমতার। সেখানে কয়েকটি শিল্প সম্মলনে যোগ দেবেন তিনি। তিনদিন মাদ্রিদে থেকে ট্রেনে চেপে সেখান থেকে যাবেন বার্সিলোনা। সেখানে ২ দিন থাকার পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর। স্পেন থেকে তিনি দুবাই ফিরবেন। দুবাইয়েও একটি শিল্প সম্মলনে যোগ দেবেন। আগামী ২৩ সেপ্টেম্বর কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী।
বিদেশ সফরে রওনা হাওয়ার আগে বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বলেন, 'প্রদীপের তেল জোগাড় করতেই তাঁর এই সফর।' অর্থাৎ রাজ্যে বিনিয়োগ টানতেই তিনি স্পেন এবং দুবাই গিয়েছেন। তাঁর কথায়, স্পেন একাধিকবার রাজ্যে এসেছে। বইমেলায় পার্টনার ছিল। সেখানে অনেক মেনুফ্যাকচারিং ও অন্য শিল্প রয়েছে। তাই তিনি ছোট দেশকে বেছে নিয়েছে বিনিয়োগ টানার জন্য। রাজ্যে বাণিজ্য সম্মলেন রয়েছে। তার আগে মুখ্যমন্ত্রী এই সফর তাৎপর্যপূর্ণ।