বাংলা নিউজ > ঘরে বাইরে > উপরাষ্ট্রপতি ভোটে বিরত থাকছে তৃণমূল, শরদ পাওয়ারের প্রতি কি পুরানো রাগ রয়েছে?

উপরাষ্ট্রপতি ভোটে বিরত থাকছে তৃণমূল, শরদ পাওয়ারের প্রতি কি পুরানো রাগ রয়েছে?

মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী (ANI Photo) (Shyamal Maitra)

আসলে জাতীয় স্তরে বিরোধী জোটের সমস্ত সিদ্ধান্ত মমতা বন্দ্য়োপাধ্যায় নেবেন এমনটাই ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন তৃণমূল নেতৃত্ব। আর সেখানে পান থেকে চুন খসলেই বেঁকে বসছেন তাঁরা। এদিকে যে তৃণমূল বার বারই বিরোধী জোটকে ঐক্যবদ্ধ থাকার কথা বলছে কিন্তু বাস্তবে তাঁরা নিজেরাই জোটের সিদ্ধান্তের পাশে থাকছেন না।

উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকবে তৃণমূল। বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।এরপরই নানা গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, শরদ পাওয়ার অনেক দেরিতে ফোন করেছিলেন নেত্রীকে। তার জেরে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি তৃণমূল। কিন্তু বাস্তবে ঠিক কেন মার্গারেট আলভাকে সমর্থন জানাল না তৃণমূল?

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাষ্ট্রপতি নির্বাচেনের প্রার্থী বাছাইয়ের সময় থেকেই তৃণমূলের অন্দরে অসন্তোষ দানা বেঁধেছিল। আসলে প্রার্থী হিসাবে শরদ পাওয়ারের নাম প্রস্তাব করেছিল তৃণমূল। কিন্তু তিনি প্রার্থী হতে চাননি। এতে গোঁসা হয় তৃণমূল নেতৃত্বের। তবে পরে যশবন্ত সিনহা প্রার্থী হন। আর সেই নামটি প্রস্তাব করেছিলেন সিপিএম নেতৃত্ব। 

 অবশ্য বোঝানোর পরে কিছুটা আশ্বস্ত হয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। কিন্তু পরে তৃণমূল নেতৃত্ব জানিয়ে দিয়েছিলেন যশবন্ত তাঁদেরই পছন্দের প্রার্থী ছিলেন। এবার প্রশ্ন উঠছে তবে কি উপরাষ্ট্রপতি পদে শরদ পাওয়ারদের পছন্দ করা প্রার্থীকে সমর্থন না করে কার্যত আগের অসন্তোষের জবাব দিলেন তৃণমূল নেতৃত্ব?

আসলে জাতীয় স্তরে বিরোধী জোটের সমস্ত সিদ্ধান্ত মমতা বন্দ্য়োপাধ্যায় নেবেন এমনটাই ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন তৃণমূল নেতৃত্ব। আর সেখানে পান থেকে চুন খসলেই বেঁকে বসছেন তাঁরা। এদিকে জাতীয় স্তরে এখন প্রশ্ন উঠছে, যে তৃণমূল বার বারই বিরোধী জোটকে ঐক্যবদ্ধ থাকার কথা বলছে কিন্তু বাস্তবে তাঁরা নিজেরাই জোটের সিদ্ধান্তের পাশে থাকছেন না।

ঘরে বাইরে খবর

Latest News

প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.