বাংলা নিউজ > ঘরে বাইরে > Mamata Banerjee: জোড়া বৈঠকে যোগ দিতে চলতি মাসেই দিল্লি যেতে পারেন মমতা

Mamata Banerjee: জোড়া বৈঠকে যোগ দিতে চলতি মাসেই দিল্লি যেতে পারেন মমতা

চলতি মাসের শেষে দিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যে পিটিআই)

কর্নাটক বিধানসভা ভোটের ফল প্রকাশের পর একটি বৈঠক করার পরিকল্পনাও করেছিলেন নীতীশ কুমার। সম্ভাব্য তারিখ হিসাবে ১৮ মে ঠিক করা হয়েছিল।

চলতি মাসের শেষে দিকে দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠক রয়েছে। সেই বৈঠকে যোগ দিতে রাজধানী যেতে পারেন তিনি। ওই সময়ই দিল্লিতে বিরোধী দলগুলির শীর্ষ নেতাদের বৈঠক ডাকা হতে পারে। সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন মমতা।

আনন্দবাজারের একটি প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৭ মে মমতার দিল্লি যাওয়ার সম্ভাবনা রয়েছে। নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার পরই তিনি বিরোধী দলগুলির শীর্ষনেতাদের বৈঠকে হাজির থাকতে পারেন। ২০২৪-এর লোকসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে গিয়ে বিরোধী দলগুলির নেতাদের সঙ্গে বৈঠক করছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার। নবান্নে এসেও মমতার সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। সঙ্গে ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। সেই সময় মমতা প্রস্তাব দেন পাটনায় বিরোধী দলের নেতাদের একটি বৈঠক ডাকার।

কর্নাটক বিধানসভা ভোটের ফল প্রকাশের পর এই বৈঠক করার পরিকল্পনাও করেছিলেন নীতীশ কুমার। সম্ভাব্য তারিখ হিসাবে ১৮ মে ঠিক করা হয়েছিল। যেহেতু নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠকে যোগ দেওয়ার জন্য অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা রাজধানী আসছেন, তাই রাজধাীতেই বৈঠক সেরে ফেলতে চাইছেন নীতীশ কুমার। 

(পড়তে পারেন। ‘দিদির উৎসাহই প্রেরণা’! নবজোয়ার যাত্রার ‘সাফল্য’ নিয়ে মমতার প্রশংসার জবাবে অভিষেক )

মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার ছাড়া বৈঠকে উপস্থিত থাকতে পারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। সূত্রের খবর, বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকেও মল্লিকার্জুন খাড়গে উপস্থিত থাকতে পারেন।

তবে এই বৈঠক নিয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সবাই তাকিয়ে রয়েছে কর্নাটকের ফলের দিকে। সেখানে কংগ্রেস জিতলে অক্সিজেন পাবে বিরোধী শিবির।

(পড়তে পারেন। পিছিয়ে দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী, কর্ণাটকের হেভিওয়েটরা কেমন ফল করলেন?)

পরবর্তী খবর

Latest News

কাল ঘুড়ি ওড়ানোর দিন, বিশ্বকর্মা পুজোর সঙ্গে এই দিনটি জুড়ে গেল কীভাবে ইঁদুরের নাম ‘শতরূপ’ রাখলেন কুণাল, খাঁচাবন্দী খোরগোশকে ‘কুণাল’ বলে ডাকলেন শতরূপ ভারতে এসে ফেসবুকে ভারত ভাগের হুমকি, ঘাড় ধরে বাংলাদেশিকে ফেরত পাঠাল মোদী সরকার মৌসুমীকে আক্রমণ কুণাল-দেবাংশুর, তথাগত লিখলেন, ‘পার্থক্য কোথায় রগড়ে দেব পার্টি..' সাউন্ডটা কমাবে? গণেশ পুজোয় তারস্বরে গান, সহ্য করতে না পেরে নিজেকে শেষ করলেন রোগী এবার টালা থানার ওসির স্ত্রীকে তলব করল সিবিআই, আজ দুপুরেই জিজ্ঞাসাবাদ শুরু ভালবাসায় মোড়া হৃদয়! চমকে দিয়ে বিয়ের পিঁড়িতে অদিতি-সিদ্ধার্থ, সাজে অপরূপ বর-কনে ভাদ্রে বিশ্বকর্মাপুজো ২০২৪র আবহে সংক্রান্তির তিথি দেখে নিন ‘এরপরও বলবেন মুখ্যমন্ত্রী আলোচনা নিয়ে…’ কালীঘাট-বৈঠক নিয়ে ভিডিয়ো পোস্ট TMC নেতার ICU-তে ভর্তি সৌদি আরবের জাতীয় দলের ফুটবলার! অ্যাপার্টমেন্টে থেকে পড়ে আহত ফাহাদ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.