বাংলা নিউজ > ঘরে বাইরে > Mamata in Madrid: 'জগিং করতে স্পেনে গিয়েছেন মমতা,…বিশ্বরেকর্ড করেছে সরকার' খোঁচা দিলেন শুভেন্দু

Mamata in Madrid: 'জগিং করতে স্পেনে গিয়েছেন মমতা,…বিশ্বরেকর্ড করেছে সরকার' খোঁচা দিলেন শুভেন্দু

মাদ্রিদে মমতা বন্দ্যোপাধ্য়ায়। ছবি কুণাল ঘোষ( এক্স)

স্পেন থেকে বাংলার মুখ্যমন্ত্রী কতটা লগ্নি নিয়ে আসতে পারেন তা নিয়ে জোর চর্চা বিভিন্ন মহলে। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় ফের বাংলায় বিপুল বিনিয়োগ করতে চলেছেন বলে খবর। তবে এবার মমতার স্পেন সফর নিয়ে কটাক্ষ শুভেন্দুর।

লগ্নি টানতে স্পেনে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। স্পেনে একের পর এক শিল্পগোষ্ঠীর সঙ্গে তিনি বসেছেন বলে খবর। এমনকী জারার মতো প্রখ্যাত বস্ত্র শিল্প সংস্থাও বাংলায় তাদের উৎপাদন ইউনিট তৈরি করবে বলে দাবি করেছেন খোদ মুখ্য়মন্ত্রী। তবে সেই সঙ্গেই স্পেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জগিং ও অ্য়াকর্ডিয়ান বাজানোর ভিডিয়ো শোরগোল ফেলে দিয়েছে।

তবে এবার এই মউ স্বাক্ষর নিয়ে তীব্র কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেই সঙ্গেই তাঁর দাবি তিনি ছুটি কাটাতে, জগিং করতে স্পেনে গিয়েছেন।

তিনি এক্স প্লাটফর্মে লিখেছেন, 'স্প্যানিশ ভ্যাকেশনের এক ঝলক। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী জগিং করতে স্পেনে গিয়েছেন। অ্যাকর্ডিয়ান নামে বাদ্যযন্ত্র বাজিয়েছেন। পারিষদদের সঙ্গে নিয়ে মাদ্রিদের রাস্তায় ঘুরছেন।

 

কোনও সরকারি কাজ নেই এটা বুঝতে পেরেই একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছেন। কারণ এখানে ফিরে এটা দেখাতে হবে যে কত সরকারি কাজ হয়েছে।

লাল দিয়ে যেটা দাগ দিয়েছি সেটা দেখুন। ‘দুপক্ষই বাংলায় স্প্যানিশ শেখার সম্ভাব্য দিক নিয়ে আলোচনা করেছে।’

কিন্তু কলকাতায় স্প্যানিশ শেখার একাধিক কোর্স রয়েছে। গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার রয়েছে। সেখানে কয়েক দশক ধরে স্প্যানিশ শেখানো হয়।

মুখ্যমন্ত্রী ও তাঁর পারিষদরা স্পেনের রাজধানীতে ভালো সময় কাটাচ্ছেন। তারা ছুটি কাটাচ্ছেন। সেই সঙ্গেই তারা বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন যেন কত কাজ হয়ে যাচ্ছে।

মউ স্বাক্ষর নিয়ে কিছু শোরগোল হচ্ছে। কিন্তু রাজ্যে মানুষ জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উল্লেখযোগ্য একটা প্রাপ্তি হয়েছে। সেটা হল বাস্তবায়িত হয়নি এমন মউ স্বাক্ষরের নিরিখে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছে।

একবার বিষয়গুলি থিতিয়ে যাওয়ার পরে আমরা জানতে পারব কতগুলি মউ-এর শেষ পরিণতি হল ডাস্টবিনে। আর কতগুলি( সম্ভাবনা কম) পরের ধাপে যেতে পারল। ' লিখেছেন শুভেন্দু অধিকারী।

স্পেন থেকে বাংলার মুখ্যমন্ত্রী কতটা লগ্নি নিয়ে আসতে পারেন তা নিয়ে জোর চর্চা বিভিন্ন মহলে। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় ফের বাংলায় বিপুল বিনিয়োগ করতে চলেছেন বলে খবর। কিন্তু শেষ পর্যন্ত বিদেশি বিনিয়োগ কতটা হয় সেটাই দেখার। সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা।

 

বন্ধ করুন