বাংলা নিউজ > ঘরে বাইরে > Mamata Banerjee: আপাতত ইউটিউব থেকেই মেঘালয়ের তিন ভাষা শিখবেন মমতা

Mamata Banerjee: আপাতত ইউটিউব থেকেই মেঘালয়ের তিন ভাষা শিখবেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়. (ANI Photo) (ANI)

মমতা মেঘালয়ের জনসভায় বলেন, ওই তিন ভাষার কোনওটাই তিনি জানেন না। তবে পরের বার আসার আগে কিছুটা শিখে ফেলবেন। ইউটিউব থেকে। বাকি শিখবেন মেঘালয়বাসীদের কাছে।

ভিন রাজ্যে প্রচারে গেলে সে রাজ্যের ভাষায় কথা বলটা জনসংযোগকে আরও নিবিড় করা একটা পদ্ধতি। রাজনীতিকরা চেষ্টা করেন ভিন রাজ্যের প্রচারের সময় সেই রাজ্যের ভাষা বলার। পুরো বক্তৃতা না হলেও বক্তৃতার মাঝে নিদেন পক্ষে দু-এক লাইন। মমতা বন্দ্যোপাধায়ের ক্ষেত্রেও তার অন্যথা হয় না। কিন্তু মেঘালয় ক্ষেত্রেই ছন্দ পতন হয়েছে। মেঘালয়ে একাধিকবার প্রচারে গেলেও এখনও শিখে উঠতে পারেননি খাসি, গারো, পাঁর-- মেঘালয়ের এই তিন ভাষা। বুধবার মেঘালয়ের এক জনসভায় তা স্বীকারও করে নিয়েছেন তৃণমূলের প্রধান নেত্রী। 

মমতা মেঘালয়ের জনসভায় বলেন, ওই তিন ভাষার কোনওটাই তিনি জানেন না। তবে পরের বার আসার আগে কিছুটা শিখে ফেলবেন। ইউটিউব থেকে। বাকি শিখবেন মেঘালয়বাসীদের কাছে। তাঁর কথায়, ‘পরের বার যখন আসব আপনাদের এলাকায়স আপনাদের ভাষা শিখুতে চাই। আমায় শেখান প্লিজ! এর মধ্যে আমি ইউটিউব থেকে শিখতে আরম্ভ করব।’

তবে ভাষা শেখার আগ্রহ মমতার বরাবরের। তিনি নিজেও জানিয়েছেন, যেখানেই যান সেখানকার ভাষা শেখার চেষ্টা করেন। যখন তিনি ভিয়েতনামে গিয়েছিলেন ভিয়েতনামি ভাষা শিখেছিলেন। রাশিয়ার গিয়ে রাশিয়ান ভাষা শিখেছেন। এছাড়া তাঁর জানা ভাষার তালিকায় রয়েছে, গুজরাটি, আসমিজ়, মণিপুরী, ওড়িয়া, পঞ্জাবি, মারাঠি, বাংলা, হিন্দি, গোর্খা, নেপালি। এবার সেই তালিকায় ঢুকবে খাসি, গারো, পাঁর ভাষা। 

তবে ভিন রাজ্য গিয়ে সেখানার ভাষা তিনি সাবলীল ভাবে বলার চেষ্টা করেন তৃণমূল নেত্রী। সে কথাও জানিয়েছেন একাধিকবার একাধিক সভায়। এ নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে রাজ্য প্রচারে এসে বহুবার ভাষণ শুরু করেছেন বাংলা দিয়ে। একে কটাক্ষ করে মমতা বলেন, ‘গুজরাটি হরফে বাংলা লিখে টেলিপ্রম্পটার দেখে পড়লেই বাঙালি হওয়া যায় না।’

আপতত ইউটিউব ভরসা হলেও তিনি মেঘালয়ের মানুষের কাছ তাঁদের ভাষা শিখতে পারলেই সবচেয়ে খুশি হবেন। তিনি বলেন, ‘আমি খুশি হব, আপনাদের কাছ থেকে আপনাদের ভাষা শিখলেই।’ সূত্রের খবর, ইতিমধ্যেই মেঘালয়ের তৃণমূল নেতা মুকুল সাংমার থেকে তাঁদের ভাষা অনেকটা শিখে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বার দলের নেত্রীর পালা। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন