বাংলা নিউজ > ঘরে বাইরে > Mamata Banerjee: চেন্নাইয়ে রাজ্যপালের অনুষ্ঠানে মমতা-রজনীকান্ত সাক্ষাৎ, উঠল কি বিরোধী জোট প্রসঙ্গ

Mamata Banerjee: চেন্নাইয়ে রাজ্যপালের অনুষ্ঠানে মমতা-রজনীকান্ত সাক্ষাৎ, উঠল কি বিরোধী জোট প্রসঙ্গ

রজনীকান্ত-মমতা পরস্পরকে শুভেচ্ছা বিনিময় করছেন। (টুইটার)

বুধবার চেন্নাই পৌঁছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্ট্যালিনের বাড়িতে একটি বৈঠকও হয় তাঁদের মধ্যে। সূত্রের খবর, বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।

রাজ্যপাল লা গণেশনের আমন্ত্রণে চেন্নাই গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যপালের বাড়ির অনুষ্ঠানে তাঁর সঙ্গে দেখা হল দক্ষিণের সুপারস্টার তথা রাজনীতিক রজনীকান্তের। বেশ ক্ষাণিক ক্ষণ দু'জনকে কথা বলতে দেখা যায় সেখানে।

সূত্রের খবর, দেখা হওয়ার পর দু'জনেই পরস্পরের শারীরিক কুশল জানতে চান। সুপারস্টারকে কলকাতায় আসার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁদের এই সাক্ষাৎ ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে।

বুধবার চেন্নাই পৌঁছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্ট্যালিনের বাড়িতে একটি বৈঠকও হয় তাঁদের মধ্যে। সূত্রের খবর, বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। বৈঠক সেরে বেরিয়ে মমতা বলেন, 'দুই রাজনৈতিক ব্যক্তিত্ব বৈঠকে বসছে, তাঁদের মধ্যে রাজনীতির কথা হবে না?' এর পর জল্পনা শুরু হয় সেই 'রাজনৈতিক কথা' কি ২০২৪-এর আগে বিরোধী জোট প্রসঙ্গ?

রাজনীতির কারবারীদের বক্তব্য, মমতা ২০২৪ লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী জোট তৈরির সলতে পাকানো শুরু করলেন চেন্নাই থেকে। রাজ্যপালের আমন্ত্রণে চেন্নাই গেলেও তাঁর এই সফরকে পুরো মাত্রায় কাজে লাগাচ্ছেন তৃণমূলের সর্বময় নেত্রী। বৃহস্পতিবার তাই রজনীকান্তের সঙ্গে স্বল্প সময়ের সাক্ষাৎ হলেও, এই প্রেক্ষিতে তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবারও লা গণেশনের পারিবারিক অনুষ্ঠানে আবারও স্ট্যালিনের সঙ্গে দেখা হয় মমতার। তাঁরা পরস্পরকে শুভেচ্ছা বিনিময় করেন।

বন্ধ করুন