বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মূর্তির মাথার উপরে প্রস্রাব করছে এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়ে গেল। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে যে বঙ্গবন্ধুর মূর্তির উপরে উঠে গিয়েছে এক ব্যক্তি। সেইসময় একজন আবার বঙ্গবন্ধুর মূর্তির কাঁধে উঠে দাঁড়িয়ে লাফাচ্ছে। কয়েকজন আবার মূর্তির হাত বেয়ে উঠছে। ওই ব্যক্তি যেখানে প্রস্রাব করছিল, সেখান দিয়েই উঠছিল এক ব্যক্তি। আর নীচে প্রচুর লোকজন দাঁড়িয়েছিল। বাংলাদেশের পতাকাও উড়তে দেখা গিয়েছে। যদিও ওই ভিডিয়োটি কবে তোলা হয়েছে, তা স্পষ্ট নয়। দাবি করা হয়েছে যে ভিডিয়োটি ঢাকার কোথাও তোলা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে বাংলাদেশ প্রশাসনের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
রোষের মুখে বঙ্গবন্ধু
এমনিতে সোমবার থেকে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বঙ্গবন্ধুর মূর্তি, ম্যুরাল, স্মৃতিভবনের উপরে রোষ এসে পড়েছে বাংলাদেশের জনতার একাংশের। কোথাও ‘হীরক রাজার দেশ’-র হীরক রাজার ঢঙে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলা হয়েছে। কোথাও বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর মূর্তি এবং ম্যুরাল। শুধু তাই নয়, ধানমণ্ডি ৩২-তে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর’-এ হামলা চালানো হয়। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই বাড়ি। যে বাড়ি বাংলাদেশের স্বাধীনতার সাক্ষী ছিল, সেটিকে কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে।
বঙ্গবন্ধুর অসম্মানে বিরক্ত অনেকেই
আর যে মানুষটার হাত ধরে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল, সেই বঙ্গবন্ধুকে এভাবে অসম্মান করা হওয়ায় উষ্মাপ্রকাশ করেছেন অনেকেই। কলকাতায় থাকা এক বাংলাদেশি যেমন দাবি করেছেন যে পড়ুয়ারা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙছেন না। জামাতের লোকজনরা সেই কাজটা করছে বলে অভিযোগ করেছেন তিনি। একজন আবার দাবি করেছেন যে বঙ্গবন্ধুর হয়ত অনেক দোষ-ত্রুটি থাকতে পারে। কিন্তু সেই মানুষটার জন্যই স্বাধীনতা লাভ করেছিল বাংলাদেশ, তা ভুলে গেলে চলবে না।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাথায় কে থাকবেন?
আপাতত অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ঢাকায় রাষ্ট্রপতি ভবনে বৈঠক শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। সেই বৈঠকে আছেন বাহিনীর প্রধানরা। তারইমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসকে নিয়োগ করার দাবি তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।
আর সেই দায়িত্বভার গ্রহণ করতে রাজি আছেন বলে জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, ইউনুস বলেছেন যে 'যদি বাংলাদশে কোনও পদক্ষেপের প্রয়োজন হয়, তাহলে আমার দেশ এবং আমার দেশের মানুষদের সাহসিকতার জন্য আমি সেই দায়িত্বভার গ্রহণ করব।'
আরও পড়ুন: Sheikh Hasina: গত মে মাসে বিরাট বিদেশি চক্রান্তের ইঙ্গিত দিয়েছিলেন হাসিনা, কলকাঠি নাড়ল কারা?