বাংলা নিউজ > ঘরে বাইরে > Man pees on Bangabandhu's Statue: বাংলাদেশে বঙ্গবন্ধুর মূর্তির মাথায় প্রস্রাব, ঠিক নীচে দাঁড়িয়ে উচ্ছ্বাস লোকের!

Man pees on Bangabandhu's Statue: বাংলাদেশে বঙ্গবন্ধুর মূর্তির মাথায় প্রস্রাব, ঠিক নীচে দাঁড়িয়ে উচ্ছ্বাস লোকের!

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মূর্তির মাথার উপরে প্রস্রাব করার অভিযোগ উঠেছে। (ছবি সৌজন্যে, এক্স ভিডিয়ো)

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মূর্তির মাথার উপরে প্রস্রাব করার অভিযোগ উঠেছে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের আবহেই সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যা নিয়ে উষ্মাপ্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ।

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মূর্তির মাথার উপরে প্রস্রাব করছে এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়ে গেল। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে যে বঙ্গবন্ধুর মূর্তির উপরে উঠে গিয়েছে এক ব্যক্তি। সেইসময় একজন আবার বঙ্গবন্ধুর মূর্তির কাঁধে উঠে দাঁড়িয়ে লাফাচ্ছে। কয়েকজন আবার মূর্তির হাত বেয়ে উঠছে। ওই ব্যক্তি যেখানে প্রস্রাব করছিল, সেখান দিয়েই উঠছিল এক ব্যক্তি। আর নীচে প্রচুর লোকজন দাঁড়িয়েছিল। বাংলাদেশের পতাকাও উড়তে দেখা গিয়েছে। যদিও ওই ভিডিয়োটি কবে তোলা হয়েছে, তা স্পষ্ট নয়। দাবি করা হয়েছে যে ভিডিয়োটি ঢাকার কোথাও তোলা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে বাংলাদেশ প্রশাসনের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

রোষের মুখে বঙ্গবন্ধু

এমনিতে সোমবার থেকে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বঙ্গবন্ধুর মূর্তি, ম্যুরাল, স্মৃতিভবনের উপরে রোষ এসে পড়েছে বাংলাদেশের জনতার একাংশের। কোথাও ‘হীরক রাজার দেশ’-র হীরক রাজার ঢঙে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলা হয়েছে। কোথাও বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর মূর্তি এবং ম্যুরাল। শুধু তাই নয়, ধানমণ্ডি ৩২-তে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর’-এ হামলা চালানো হয়। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই বাড়ি। যে বাড়ি বাংলাদেশের স্বাধীনতার সাক্ষী ছিল, সেটিকে কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Nahid Islam behind Hasina's downfall: মুক্তিযোদ্ধা নয়, তিনি মুক্তিদাতা, হাসিনার পতনের ‘কারিগর’ নাহিদ ইসলাম কে? বয়স ২৬

বঙ্গবন্ধুর অসম্মানে বিরক্ত অনেকেই

আর যে মানুষটার হাত ধরে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল, সেই বঙ্গবন্ধুকে এভাবে অসম্মান করা হওয়ায় উষ্মাপ্রকাশ করেছেন অনেকেই। কলকাতায় থাকা এক বাংলাদেশি যেমন দাবি করেছেন যে পড়ুয়ারা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙছেন না। জামাতের লোকজনরা সেই কাজটা করছে বলে অভিযোগ করেছেন তিনি। একজন আবার দাবি করেছেন যে বঙ্গবন্ধুর হয়ত অনেক দোষ-ত্রুটি থাকতে পারে। কিন্তু সেই মানুষটার জন্যই স্বাধীনতা লাভ করেছিল বাংলাদেশ, তা ভুলে গেলে চলবে না।

আরও পড়ুন: Indian Fighter Jets following Hasina plane: হাসিনা ভারতে ঢুকতেই আকাশে উড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান! 'রেডি' ছিল সেনাও

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাথায় কে থাকবেন?

আপাতত অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ঢাকায় রাষ্ট্রপতি ভবনে বৈঠক শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। সেই বৈঠকে আছেন বাহিনীর প্রধানরা। তারইমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসকে নিয়োগ করার দাবি তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।

আর সেই দায়িত্বভার গ্রহণ করতে রাজি আছেন বলে জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, ইউনুস বলেছেন যে 'যদি বাংলাদশে কোনও পদক্ষেপের প্রয়োজন হয়, তাহলে আমার দেশ এবং আমার দেশের মানুষদের সাহসিকতার জন্য আমি সেই দায়িত্বভার গ্রহণ করব।'

আরও পড়ুন: Sheikh Hasina: গত মে মাসে বিরাট বিদেশি চক্রান্তের ইঙ্গিত দিয়েছিলেন হাসিনা, কলকাঠি নাড়ল কারা?

পরবর্তী খবর

Latest News

বিয়ে বাঁচাতে অমিতাভ-জয়ার থেকে আলাদা হবেন অভিষেক? জলসার কাছে কিনলেন নতুন সম্পত্তি ‘টলিউডের বি গ্রেড,সি গ্রেড সব শিল্পী..’, তৃণমূল সাংসদের কটাক্ষ,পালটা তুলিকা আন্তর্জাতিক ক্রিকেটে ৪৬টি দেশের বিরুদ্ধে জয়ের নজির আফগান মহম্মদ নবির... মাঠের মধ্যেই দড়ি দিয়ে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছেন! কোহলি-পন্তের এ কেমন মজা কাজে ফিরছেন জুনিয়র ডাক্তাররা! তবে সব পরিষেবা দেবেন না, দিলেন সরকারকে ‘ওয়ার্নিং’ হাসপাতালে স্পেশাল 'বাটন', রাতে পুলিশ, কমবে বেড যন্ত্রণা, কোন ১০ নির্দেশ জারি হল? ‘‌প্রতিবাদের পূর্ণ স্বাধীনতা আমারও থাকবে’‌, নিজেকে মুক্ত বলে পোস্ট জহরের ৩১ বছর পর প্রেক্ষাগৃহে ফের মুক্তি পেতে চলেছে ‘রামায়ণ…’, জেনে নিন দিনক্ষণ শেষ ৯ টেস্ট ইনিংসে ৩টি শতরান, ২টি অর্ধশতরান! গল টেস্টেও দুরন্ত ছন্দে উইলিয়ামসন… 'পৃথিবীর কোনও শক্তিই আর ৩৭০ ধারা ফেরাতে পারবে না', ভোট প্রচারে হুঙ্কার মোদীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.