বাংলা নিউজ > ঘরে বাইরে > Man Allegedly Rapes Dog: ব্যক্তির কুকুরকে ধর্ষণের ছবি ক্যামেরাবন্দি! পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব নেটপাড়া

Man Allegedly Rapes Dog: ব্যক্তির কুকুরকে ধর্ষণের ছবি ক্যামেরাবন্দি! পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব নেটপাড়া

ক্যামেরা বন্দি হল ব্যক্তির কুকুরকে ধর্ষণের দৃশ্য। (Agencies/Representative use) (HT_PRINT)

সোশ্যাল মিডিয়ায় ওই ফুটেজ আসতেই তা নিয়ে সরব হন অনেকেই। অনেকেই অভিযোগ ঘিরে সরব হন। বিশেষত পোষ্যপ্রেমীরা এই ঘটনা ঘিরে সোচ্চার হয়েছেন। উল্লেখ্য, এই ঘটনা ক্যামেরা বন্দি হতেই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অনেকে। একটি ভাইরাল হোয়াটসঅ্যাপ চ্যাটে দেখা যাচ্ছে, পুলিশ এই ঘটনার কোনও রকমের অভিযোগ নেয়নি। হোয়াটসঅ্যাপ চ্যাটে দেখা যাচ্ছে, পুলিশ বলছে, যদি ওই ব্যক্তি ২-৩ দিন বাদে পের আসেন, তাহলে তাঁরা এই ঘটনার অভিযোগ দায়ের করবেন। কার্যত গোটা ইন্টারনেট এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে।

রাজধানী দিল্লির বুকে আরও এক ভয়ঙ্কর অভিযোগ ঘিরে চাঞ্চল্য। একটি ভিডিয়োয় (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা যাচ্ছে, একটি কুকুরকে এক ব্যক্তি ধর্ষণ করছেন। আর সেই ভিডিয়ো ঘিরেই তোলপাড়। সমাজকর্মীদের অভিযোগ, ভিডিয়ো থাকা সত্ত্বেও কোনওভাবে এফআইআর গ্রহণ করছে পুলিশ।

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় ওই ফুটেজ আসতেই তা নিয়ে সরব হন অনেকেই। অনেকেই অভিযোগ ঘিরে সরব হন। বিশেষত পোষ্যপ্রেমীরা এই ঘটনা ঘিরে সোচ্চার হয়েছেন। উল্লেখ্য, এই ঘটনা ক্যামেরা বন্দি হতেই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অনেকে। একটি ভাইরাল হোয়াটসঅ্যাপ চ্যাটে দেখা যাচ্ছে, পুলিশ এই ঘটনার কোনও রকমের অভিযোগ নেয়নি। হোয়াটসঅ্যাপ চ্যাটে দেখা যাচ্ছে, পুলিশ বলছে, যদি ওই ব্যক্তি ২-৩ দিন বাদে পের আসেন, তাহলে তাঁরা এই ঘটনার অভিযোগ দায়ের করবেন। কার্যত গোটা ইন্টারনেট এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে। নেটিজেনরা এই নিয়ে পুলিশি উদাসীনতার বিরুদ্ধে অভিযোগ তুলছেন। অনেকেই এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে টুইট করেন দিল্লি পুলিশকে। সেখানে তাঁরা অভিযোগ জানান যে, এখনও যদি এই ‘দানব’কে অভিযুক্তকে পাকড়াও না করা যায়, তাহলে তা বিপদ ডেকে আনবে। তাঁদের সকলের অভিযোগ এসএইচও হরিনগরের বিরুদ্ধে। ( ফের আক্রান্ত বন্দেভারত এক্সপ্রেস! পাথর বর্ষণে ভাঙল জানলার কাচ, চাঞ্চল্য এলাকায়

 

অনেকে বলছেন, এই ঘটনার পরও অভিযুক্ত যদি কোনওভাবে শাস্তি না পায়, তার জন্য সকলেই প্রশাসন দায়ী থাকবে বলে অনেকেই বলছেন। জানা গিয়েছে, এই ঘটনা গত ২৪ ফেব্রুয়ারির। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়ের পরই, দিল্লিপুলিশ এই নিয়ে পাল্টা বার্তা দেয়। তারা জানায়, আপাতত বিষয়টিকে তারা বিবেচনা করছে। নির্দিষ্ট অফিসারদের এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে, বলে পাল্টা বক্তব্যে জানানো হয়েছে দিল্লি পুলিশের তরফে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন