কৌশাম্বীর শক্তিপীঠ কাদা ধামে নিজের জিভ কেটে দেবীকে নিবেদন করলেন ৪০ বছর বয়সি এক ব্যক্তি। শনিবার ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁর অবস্থা গুরুতর। পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তি পুরব শারিরা গ্রামের বাসিন্দা। তাঁর নাম সম্পাত। শনিবার সকালে তাঁর স্ত্রী বান্নো দেবীর সঙ্গে শক্তিপীঠ কাদা ধামে পৌঁছেছিলেন। সেখানে দম্পতি কুবরি ঘাটে গঙ্গায় ডুবও লাগিয়েছিলেন। এরপরই দেবীকে নিবেদন করতে নিজের জিভ কেটে ফেলেন। (আরও পড়ুন: রবিবার ফের শিরোনামে গার্ডেনরিচ, মৃত তৃণমূল কাউন্সিলর পুত্র, বাবার অফিসে মিলল দেহ)
কাদা ধাম কোতোয়ালির স্টেশন হাউস অফিসার (এসএইচও) অভিলাষ তিওয়ারি বলেছেন, ‘স্নান করে মন্দিরের মূল প্রাঙ্গণে পৌঁছান দম্পতি। তাঁরা দেবী শীতলা দেবীকে প্রণাম করেন। এরপর কেউ কিছু বুঝে ওঠার আগেই সম্পাত ছুরি ব্যবহার করে নিজের জিভ কেটে ফেলেন।’ তিনি আরও বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর অবস্থার অবনতি হয়। সেখানে উপস্থিত পান্ডা এবং অন্যান্য লোকজন পুলিশকে খবর দেয়। সেই ব্যক্তিকে তারপর ইসমাইলপুরের একটি কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাঁকে জেলা হাসপাতালে রেফার করেন। পুলিশ তাঁকে সেখানে নিয়ে যায়।’
এদিকে কৌশাম্বি জেলা হাসপাতালের চিফ মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডঃ দীপক শেঠ জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেন, ‘তাঁকে প্রয়াগরাজের এসআরএন হাসপাতালে রেফার করতে হতে পারে।’ এদিকে এই বিষয় নিয়ে সম্পাতের স্ত্রী বান্নো দেবী বলেন, ‘সে কেন এমনটা করেছে তা আমার জানা নেই। গত রাতে তিনি মন্দিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আমি তাঁর সঙ্গে ছিলাম। হঠাৎই এই কাণ্ড গঠান তিনি।’