আমেরিকায় বিখ্যাত ফুড চেইন সংস্থা ম্যাকডোনাল্ডসের বার্গার খেয়ে মৃত্যু হল একজনের। এছাড়াও, অসুস্থ হয়ে পড়েছেন কমপক্ষে ৪৯ জন। কয়েক ডজনের বেশি মানুষ হাসপাতালে ভর্তি। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, ম্যাকডোনাল্ডের বার্গার কোয়ার্টার পাউন্ডার হ্যামবার্গারের সঙ্গে যুক্ত ই কোলাই ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে এই সমস্ত ঘটনাগুলি ঘটেছে। আমেরিকার কমপক্ষে ১০ টি প্রদেশে এই বার্গার খাওয়ার ফলে সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। এরপরেই সতর্কতা জারি করেছে স্বাস্থ্য সংস্থা।
আরও পড়ুন: রেস্তোরাঁয় শিশুর প্যান্টে ঢুকে কামড় বিশালাকার ইঁদুরের, ভাইরাল হাড়হিম ভিডিয়ো
মিডিয়া রিপোর্ট অনুসারে, বার্গার খাওয়ার পরে লোকেদের অসুস্থ হওয়ার ঘটনা সেপ্টেম্বরের শেষের দিকে শুরু হয়েছিল। আমেরিকার ১০টি প্রদেশে বার্গার খেয়ে সংক্রমিত হওয়ার ঘটনার খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি কলোরাডো এবং নেব্রাস্কা প্রদেশে পাওয়া গিয়েছে। বার্গার খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ার ঘটনা সামনে আসতেই ম্যাকডোনাল্ডের বিক্রি ব্যাপকভাবে কমে গিয়েছে। যার ফলে চরম ক্ষতি হয়েছে ব্যবসায়। আমেরিকার স্বাস্থ্য সংস্থার মতে, ই কোলাই সংক্রমণের কারণে অন্তত ১০ জন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, বার্গার খাওয়ার পর সংক্রমণে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরীক্ষা করে দেখা গিয়েছে, ই কোলাই সংক্রামিত ব্যক্তিদের মধ্যে একটি বিশেষ মিল খুঁজে পাওয়া গিয়েছে। সেটা হল এই সংক্রমণের আগে তারা সকলেই ম্যাকডোনাল্ডসের কোয়ার্টার পাউন্ডার হ্যামবার্গার খেয়েছিলেন।
আমেরিকার স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই প্রাদুর্ভাবের ফলে শিশুটি গুরুতর কিডনির সমস্যার সম্মুখীন হয়েছে। এই দুটি প্রদেশ ছাড়াও কানসাস, মিসৌরি, মন্টানা, ওরেগন, উটাহ, উইসকনসিন, আইওয়া এবং ওয়াইমিং-এও এই সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে। এদিকে এই বিষয়টি সামনে আসতেই বহু প্রদেশ থেকে কোয়ার্টার পাউন্ডার হামবার্গার বিক্রি বন্ধ করে দিয়েছে ম্যাকডোনাল্ডস। একটি ভিডিয়ো বার্তায় ম্যাকডোনাল্ডসের আমেরিকার প্রেসিডেন্ট জো এর্লিংগার বলেন, ‘খাদ্য নিরাপত্তা আমার এবং ম্যাকডোনাল্ডসের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সংশ্লিষ্ট প্রদেশগুলির আমাদের আউটলেট থেকে অস্থায়ীভাবে কোয়ার্টার পাউন্ডার বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।’