অনেকেরই সাধ থাকে মহাকুম্ভে স্নান করার। তবে ইচ্ছা থাকলেই কী সব কিছু হয়? সাধ পূরণ হয় না। অনেকেরই সাধ হয় তো সাধ্যে কুলোয় না, অনেকের আবার শারীরিক কারণে কুম্ভে যাওয়া হয়ে ওঠে না। সেই কুম্ভেই ধরা পড়েছে অনেক ছবি। সেই ছবির সঙ্গে মিশে আছে জীবনের নানা দিক। তেমনই এক পূণ্যার্থী মহাকুম্ভে স্নান করলেন তাঁর মৃত মায়ের ছবি নিয়ে। মহাকুম্ভে স্নান করেছেন তিনি। সেই সঙ্গেই তিনি মায়ের ছবিটাও সঙ্গে করে নিয়ে এসেছিলেন। মৃত মায়ের ছবিটাকেও স্নান করিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে সেই ছবি। সেই ছবির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
সেই এক্স হ্যান্ডেলের পোস্ট অনুসারে জানা গিয়েছে, বাবা সম্প্রতি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় গিয়েছিলেন। ত্রিবেণী সঙ্গমে তিনি স্নান করেছিলেন। বাবা স্নান করার সময় মৃত মায়ের ছবিকেও স্নান করিয়েছেন।
এই ছবি দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে মায়ের কথা। যে মা হয়তো কোনওদিন তীর্থযাত্রায় যেতে পারেননি। সারা জীবন কেটে গিয়েছে বাড়িতেই। তবে মায়ের প্রতি পূত্রের এই ভালোবাসায় চোখে জল এসেছে অনেকের। আবেগতাড়িত অনেকেই।
একজন নেটিজেন লিখেছেন, মায়ের আত্মাকে শান্তি দিন ঈশ্বর। আপনার বাবাকে প্রচুর সাধুবাদ জানাচ্ছি। এমন শ্রদ্ধা ও বিশ্বাস যেন অটুট থাকে।
ছবির ক্যাপশানে লেখা হয়েছে, এটাকেই বলে আসল ভালোবাসা। এই ছবি দেখে আবেগতাড়িত হয়েছেন অনেকেই। অনেকেরই মনে পড়ে যাচ্ছে মায়ের কথা, যে মায়েরা কোনও দিন যেতে পারলেন না কুম্ভে। যে মায়েরা কোনও দিন যেতে পারলেন না গঙ্গাসাগরে।
এবার অগণিত ভক্ত স্নান করেছেন মহাকুম্ভে। কড়া নিরাপত্তা ছিল গোটা এলাকায়। প্রচুর সাধু, সন্ন্যাসীরাও এসেছেন প্রয়াগে। প্রয়াগ যেন মিনি বিশ্ব। এই প্রয়াগকে ঘিরে উঠে আসছে নানা অবাক করা ছবি। সেই ছবি দেখে আবেগে ভাসছে গোটা দেশ। তেমনই ছবি হল মৃত মায়ের ছবি নিয়ে স্নান করলেন পুত্র।
এই ছবি দেখে একজন লিখেছেন, আমিও দাদুকে কথা দিয়েছিলাম, বৈজনাথ ধামে নিয়ে যাব। কিন্তু তার আগে তিনি মারা যান। এরপর আমি তাঁর ছবি নিয়ে সেখানে গিয়েছিলাম। কারণ আমি কথা দিয়েছিলাম তাঁকে সেখানে নিয়ে যাব। আবার অপর এক নেটিজেন লিখেছেন, এমন পুত্র যেন সকলের হয়। কার্যত চোখে জল নেটপাড়ার।