গাড়ির নীচে আটকে থাকা মোটরবাইক আরোহীকে হিঁচড়ে ১২ কিমি রাস্তা গিয়েছিলেন। তার জেরে মৃত্যু হয় মোটরবাইক চালকের। সেই ঘটনার এক মাস পরে অবশেষে অভিযুক্ত গাড়িচালককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি গুজরাটের সুরাটের। যদিও ওই ব্যক্তির দাবি, তিনি বুঝতে পারেননি যে গাড়ির তলায় কেউ আটকে ছিলেন।
সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সুরাট গ্রামীণের ডেপুটি পুলিশ সুপার এস এন রাঠৌর জানিয়েছেন যে গত বছরের ১৮ ডিসেম্বর সুরাটের কাছে পালসানায় সেই ভয়ঙ্কর ঘটেছিল। গাড়ির তলায় আটকে যাওয়া মোটরবাইক চালক সাগর পাটিলকে হিঁচড়ে ১২ কিমি নিয়ে যাওয়া হয়েছিল। ১২ কিমি পর মোটরবাইক চালকের দেহ আলাদা হয়ে গিয়েছিল। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছিল। তবে শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় ওই মোটরবাইক চালকের।
পুলিশ জানিয়েছে, যে ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন, তাঁকে চিহ্নিত করা হয়েছিল। বীরেন লাদুমর আহির নামে ওই ব্যক্তি নির্মাণ ব্যবসায়ী এবং রেস্তোরাঁর মালিক। ওই ঘটনার পর নিজের গাড়ি রেখে মুম্বই পালিয়ে গিয়েছিলেন বীরেন। সেখান থেকে পালিয়ে রাজস্থানের সিরোহি জেলায় গিয়েছিলেন। তবে এক মোটরবাইক চালকের করা ভিডিয়োর সূত্র ধরে বীরেনের হদিশ মেলে। যিনি চোখের সামনে সেই নৃশংস ঘটনা দেখেছিলেন এবং ওই ঘটনার ভিডিয়ো করেছিলেন।
আরও পড়ুন: Shah Rukh Khan: দিল্লিকাণ্ডে নিহত তরুণীর পরিবারের পাশে শাহরুখ, নিলেন অঞ্জলির মায়ের চিকিৎসার ভার
সুরাট গ্রামীণের ডেপুটি পুলিশ সুপার জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার কামরেজ টোলপ্লাজা দিয়ে সুরাটে ঢোকেন বীরেন। তারপরই তাঁকে গ্রেফতার করা হয়েছে। জেরায় বীরেন জানিয়েছেন, সাগরের যে ওরকম ভয়ঙ্কর পরিণতি হয়েছে, তা জানতেন। কিন্তু দুর্ঘটনার ভয়ে পালিয়ে গিয়েছিলেন। সেইসঙ্গে সুরাটের পুলিশ সুপার হিতেশ জয়সার জানান, বীরেন দাবি করেন যে দুর্ঘটনার পর থেকে সাগরের দেহ তাঁর গাড়ির তলায় আটকে গিয়েছিল, তা বুঝতে পারেননি।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)