বাংলা নিউজ > ঘরে বাইরে > পড়ুয়াদের প্রস্রাব বইতে বলা হত সাফাইকর্মীকে, কলেজ স্টাফকে বিরাট জরিমানা

পড়ুয়াদের প্রস্রাব বইতে বলা হত সাফাইকর্মীকে, কলেজ স্টাফকে বিরাট জরিমানা

সাফাইকর্মীকে অবমাননাকর কাজ করানোর অভিযোগ প্রতীকী ছবি (Photo by CHAIDEER MAHYUDDIN / AFP) (AFP)

ওই ব্যক্তি ছাম্বা জেলায় বানীখেতে সরকারি পলিটেকনিকে চাকরি করেন। তিনি আদালতকে জানিয়েছিলেন ২০১৭ সালের ৫ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ৫ জানুয়ারি পর্যন্ত ওই পলিটেকনিকে নতুন করে ভবন নির্মাণ করা হচ্ছিল। কিন্তু চারতলায় কোনও শৌচাগার ছিল না। এদিকে সেই ভবনেই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল।

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের এক আংশিক সময়ের সাফাইকর্মীকে দিয়ে পড়ুয়াদের প্রস্রাব বয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার হিমাচল প্রদেশ হাইকোর্ট এনিয়ে কড়া অবস্থান নিল। এই ঘটনায় ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।

ওই ব্য়ক্তি তফসিলি জাতিভুক্ত। তিনি এনিয়ে আদালতে গিয়েছিলেন। তিনি আদালতকে জানান আমি এই কাজ করতে চাইনি। কিন্তু আমাকে জোর করে এই কাজ করতে বলা হয়েছে। এই ধরনের অমানবিক কাজ করতে বাধ্য করা হয়েছিল।

এদিকে এনিয়ে কার্যত কড়া অবস্থান নিয়েছেন বিচারপতি। বিচারপতি সত্যেন বৈদ্যর বেঞ্চ জানিয়েছে, ওই ব্যক্তিকে যারা এই ধরনের কাজ করতে বাধ্য করেছিলেন তাদের বিরুদ্ধে আইন মেনে কড়া ব্যবস্থা নিতে হবে।

আদালতের পর্যবেক্ষণ, আবেদনকারীকে নানা দিক থেকে ভুগতে হয়েছে। তাঁকে অপমানিত হতে হয়েছে। তাঁকে চরম অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে। বিচারপতি জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্তদের শাস্তি পাবেন না এমনটা নয়। কারণ তারা শুধু আবেদনকারীর সঙ্গে অবিচার করেছেন সেটাই নয়, তারা আমাদের এগিয়ে চলার ক্ষেত্রে বাধা তৈরি করেছে।

ওই ব্যক্তি ছাম্বা জেলায় বানীখেতে সরকারি পলিটেকনিকে চাকরি করেন। তিনি আদালতকে জানিয়েছিলেন ২০১৭ সালের ৫ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ৫ জানুয়ারি পর্যন্ত ওই পলিটেকনিকে নতুন করে ভবন নির্মাণ করা হচ্ছিল। কিন্তু চারতলায় কোনও শৌচাগার ছিল না। এদিকে সেই ভবনেই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। এদিকে সেই পরীক্ষার হলের বাইরে একটি ড্রাম রাখা হয়েছিল। সেখানেই প্রস্রাব করেছিলেন ছাত্ররা।

তিনি বলেন, আমাকে বলা হত চারতলা থেকে সেই ড্রামটি বয়ে নিয়ে এসে একতলায় খালি করতে হবে। অনিচ্ছা সত্ত্বেও এটা আমাকে করতে বাধ্য করা হয়েছিল। একদিন সেটা করার সময় আমি সিঁড়িতে পড়ে যাই। সিঁড়িতে পড়ে গিয়ে আমি মারাত্মক চোট পাই।

তিনি জানিয়েছেন এই অপমানজনক আচরণের প্রতিবাদে আমি মুখ্যমন্ত্রীর কাছেও চিঠি দিয়েছিলাম। প্রধান বিচারপতির কাছেও আবেদন জানিয়েছিলাম। কিন্তু কোনও উত্তর পাইনি। শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছি।

এদিকে অপরপক্ষ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। বলা হয় তহশিলদার এনিয়ে তদন্ত করেছিল। কিন্তু দেখা গিয়েছে গোটা বিষয়টি ভিত্তিহীন।

পরে ওই ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়, ওই ব্যক্তি স্বেচ্ছায় ওই কাজ করেছিলেন। এজন্য তাকে প্রতি সিফ্টে অতিরিক্ত ৫৫ টাকা করে দেওয়া হয়েছিল।

 

ঘরে বাইরে খবর

Latest News

হাবাসের 'মিডাস টাচ'কে কৃতিত্ব পেত্রাতোসের, ট্রিপলের ভাবনায় ডুবে কামিন্স এবার ভোট প্রচারে মমতার মুখে 'ডিএ বাণী', রাজ্য সরকারি কর্মীদের দিলেন 'খুশির খবর' বলিউড অভিনেতা সলমন খানের বাড়ির সামনে গুলি, গ্রেফতার দুই ‘বন্দুকবাজ’ গঙ্গার নীচ দিয়ে হাওড়া-এসপ্ল্যানেড মেট্রোর ১ মাস পূর্তি,এখনও কতজন চড়েছেন জানেন? ভূটানিজ মডেলের সঙ্গে ৯ বছর প্রেম, শেষে খেলোয়াড়কে বিয়ে বলি নায়িকার, বলুন তো কে? SRH-এর ইনিংসে ২২টি ছক্কা, ১১ বছর আগের RCB-র নজির ভেঙে ইতিহাস হায়দরাবাদের মানসিক নিরাপত্তাহীনতা কাদের মধ্যে ফাটল ধরাতে পারে? দেখুন আজকের প্রেম রাশিফল টানা হার আত্মবিশ্বাসে ধাক্কা দেয়-দলের মানসিক চাপের কথা স্বীকার করলেন RCB অধিনায়ক প্রথমবার ভোটে জিতে মেয়র, শতবর্ষ আগে আজকের দিনে কলকাতার মহানাগরিক হন চিত্তরঞ্জন বেগুনি টুপির লড়াইয়ে বড় লাফ কামিন্সের, অরেঞ্জ ক্যাপের প্রথম দশে হল একাধিক রদবদল

Latest IPL News

টানা হার আত্মবিশ্বাসে ধাক্কা দেয়-দলের মানসিক চাপের কথা স্বীকার করলেন RCB অধিনায়ক IPL-এর দ্বিতীয় ইনিংসে ব্যাট করে সর্বনিম্ন এবং সর্বোচ্চ রানের নজিরের মালিক RCB-ই গত বছরও বিশ্বাস করতে পারতাম না, আমি এই জায়গায় থাকব- T20 WC-এর প্রসঙ্গে রিয়ান BCCI-এর উচিত RCB-কে অন্য মালিকের কাছে বেচে দেওয়া- ক্ষোভ উগরালেন ভূপতি ট্র্যাজিক হিরো কার্তিক, হেডের তাণ্ডবে ৫৪৯ রানের IPL ম্যাচে RCB-কে হারাল SRH ১০৬ মিটারের দৈত্যাকার ছক্কা ক্লাসেনের, বল চলে যায় স্টেডিয়ামের বাইরে- ভিডিয়ো ১-৪-৪-৬-৬-৪- ১৯তম ওভারে আব্দুল সামাদ SRH-কে রেকর্ড রানে পৌঁঁছানোর ভিত গড়ে দিলেন চার-ছয়ের ঝড়ে IPL-র ইতিহাসে সর্বোচ্চ দলগত ইনিংস, নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল SRH ‘ওদের ধোনি আছে উইকেটের পিছনে’,হার্দিকের কথায় অন্তর্কলহের গন্ধ পাচ্ছেন গিলক্রিস্ট সিনিয়র প্লেয়ারদের বলে যাচ্ছি নিশ্চিত করতে.নাইটদের ড্রেসিংরুমে কী বার্তা শাহরুখের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.