বাংলা নিউজ > ঘরে বাইরে > Man gets passport with youtube help: সরকারি 'চক্রব্যূহ'-এ আটকে ৬ বছর, ইউটিউব দেখে পাসপোর্ট পেলেন ক্লাস এইট পাশ বিশাল

Man gets passport with youtube help: সরকারি 'চক্রব্যূহ'-এ আটকে ৬ বছর, ইউটিউব দেখে পাসপোর্ট পেলেন ক্লাস এইট পাশ বিশাল

পাসপোর্ট হাতে বিশাল মৃদুল মণ্ডল।  (ছবি সৌজন্যে, টুইটার @vishalmridul)

Man gets passport with youtube help: ১৯৯৮ সালে দিল্লি থেকে অনাথ আশ্রমে নিয়ে যাওয়া হয়েছিল বিশাল মৃদুল মণ্ডলকে। যিনি আদতে দক্ষিণ ২৪ পরগনার ছেলে। ২০১৬ সাল থেকে তিনি পাসপোর্টের জন্য আবেদন করছিলেন।

দীর্ঘ ছয় বছর ধরে লড়াই চালাচ্ছিলেন। অবশেষে ইউটিউব দেখে পুলিশ ও প্রশাসনের লাল ফিতের জট কাটিয়ে পাসপোর্ট পেলেন বিশাল মৃদুল মণ্ডল (২৯)। যিনি অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, ১৯৯৮ সালে দিল্লির হজরত নিজামুদ্দিন থেকে বিশালকে অনাথ আশ্রমে নিয়ে এসেছিল। ২০১৪ সালে মুম্বইয়ে চলে আসেন। সেখানে মুম্বই সেন্ট্রাল স্টেশনের উলটোদিকে একটি স্বেচ্ছাবেসী সংস্থায় থাকতেন। দিনে ওই স্বেচ্ছাসেবী সংস্থার 'চাইল্ড হেল্পলাইন' নম্বরে কাজ করতেন। তারপর একটি প্রথমসারির হোটেলে হাউসকিপিংয়ের কাজ করতেন বিশাল। সেইসময় বিশাল জানতে পেরেছিলেন যে তাঁর এক বন্ধু একটি ক্রুজে কাজ করছেন এবং বিদেশে যাচ্ছেন। তারপর বিশাল ভেবেছিলেন যে ‘আমিও যেতে পারব।’

সেইমতো পাসপোর্ট তৈরির জন্য হত্যে হয়ে পড়ে থাকেন বিশাল। ২০১৬ সালে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। ওই প্রতিবেদন অনুযায়ী, বিশাল বলেন যে তাঁর নথিপত্রে অনুমোদন দিয়েছিল পাসপোর্ট অফিস। কিন্তু বিপত্তি বাধে পুলিশের যাচাই পর্বের সময়। সরকারি আবাসনকে বিশালের বাড়ির ঠিকানা (মুম্বইয়ের ওই স্বেচ্ছাসেবী সংস্থার ঠিকানা দিয়েছিলেন) হিসেবে বিবেচনা করা যাবে না বলে জানিয়েছিল পুলিশ। 

আরও পড়ুন: Pak Airlines Underwear Memo: ‘ঠিকভাবে অন্তর্বাস পরুন’, বিমানকর্মীদের ‘আজব’ নির্দেশিকা পাকিস্তানি এয়ারলাইন্সের

বিশাল অথৈ জলে পড়লেও পাশে দাঁড়ায় ওই প্রথমসারির হোটেল। যে হোটেলে কাজ করতেন বিশাল। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিশাল জানিয়েছেন যে ওই হোটেলের বেসমেন্টে থাকতে দেওয়া হয়েছিল। সেইমতো আধার কার্ড, ভোটার কার্ডে ঠিকানা পরিবর্তন করেছিলেন। কিন্তু ফের পুলিশি যাচাই পর্বে আটকে গিয়েছিল বিশালের পাসপোর্ট স্বপ্ন। বিশাল বলেছেন, 'যখন কেউ চা-জলের কথা বলেছেন, আমি হাতজোড় করে বলেছি যে আমি দুঃখিত। আমি অনাথ আশ্রমে বড় হয়েছি। আমায় সৎ পথে এগিয়ে যাওয়ার শিক্ষা দেওয়া হয়েছে।'

তারইমধ্যে ২০১৮ সালে দিল্লিতে ফিরে আসেন বিশাল। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তুঘলকাবাদের একটি শিশু সুরক্ষা কেন্দ্রে থাকছিলেন। সেই ঠিকানায় পাসপোর্টের আবেদন করেছিলেন বিশাল। যিনি ১৮ বছর হওয়ার পর জানতে পারেন যে তাঁর কোথায় জন্ম হয়েছে, তাঁর বাবা ও মায়ের পরিচয়। কিন্তু দিল্লিতেও পুলিশি যাচাই পর্বে আটকে গিয়েছিল বিশালের স্বপ্ন।

ওই প্রতিবেদন অনুযায়ী, বিশাল জানিয়েছেন যে করোনাভাইরাস মহামারীর সময় চাকরি হারিয়েছিলেন। সেইসময় পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় মাসির বাড়িতে চলে এসেছিলেন। ফের পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। কিন্তু জন্ম সংক্রান্ত তথ্য অস্পষ্ট থাকার কারণ দর্শিয়ে ফের বিশালের পাসপোর্টের আবেদন বাতিল করে দেওয়া হয়েছিল। সেইসঙ্গে তাঁকে দিল্লিতে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন পুলিশকর্মীরা।

তবে দমে যাননি বিশাল। পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের একাধিক আমলাকে ইমেল করেন। গত বছর অভিযোগ দায়ের করেন। ওই প্রতিবেদন অনুযায়ী, তারপরই তড়িঘড়ি ময়দানে নামেন পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা। কিন্তু তাতেও পাসপোর্ট মেলেনি। শেষপর্যন্ত দিল্লিতে শিক্ষা কল্যাণ কমিটির দ্বারস্থ হন। উত্তর দিল্লি পুরনিগম এবং শিক্ষা কল্যাণ কমিটির দড়ি টানাটানির পর জন্মের শংসাপত্র পান বিশাল। কিন্তু তাতে পদবির উল্লেখ ছিল না। আবারও আবেদন করেন বিশাল। সেই ভুল শুধরে দেওয়া হয়।

আরও পড়ুন: PETA calls for Sex Strike: 'পুরুষরা মাংস খেলে সেক্স নয়, ভেগান হলে তবেই..', মহিলাদের পরামর্শ PETA-র

তারপর গত বছর জীবনতলার ঠিকানায় ফের পাসপোর্টের আবেদন করেন। ওই প্রতিবেদন অনুযায়ী, বিশাল ভারতীয় নাকি বাংলাদেশি - সেই প্রশ্নও শুনতে হয়েছিল। সেই পরিস্থিতিতে ইউটিউব ঘাঁটতে শুরু করেন বিশাল। কীভাবে আবেদন মামলা করতে হয়, তা নিয়ে ভিডিয়ো দেখেন। জুভেনাইল জাস্টিস আইন এবং পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নিয়ম নিয়ে পড়াশোনা করেন। কিন্তু বাংলায় কোনও সহায়তা না মেনে দিল্লি ফিরে আসেন বিশাল। তারপর নতুন করে দিল্লির শিশুকল্যাণ কমিটিতে বিষয়টি ওঠে। অবশেষে চলতি বছরের এপ্রিলে তাঁকে অনাথ শংসাপত্র দেয় দিল্লির শিশু কল্যাণ কমিটি। অবশেষে ২২ সেপ্টেম্বর পাসপোর্ট। যিনি আপাতত গুরুগ্রামে এক বেলজিয়ান পরিবারে কাজ করছেন এবং কানাডায় যাওয়ার স্বপ্ন দেখছেন।

ঘরে বাইরে খবর

Latest News

এয়ারপোর্টে ছেলের মুখ দেখালেন অনুষ্কা, রইল শর্ত! ভামিকা-অকায়কে নিয়ে দেশে ফিরলেন ‘শারীরিক সম্পর্কের সুখ’ আগেই ছেড়েছেন! বৈশাখীর দাবি, ‘শোভনই আমায় সভ্য করেছে…’ অসম-মেঘালয়ের ৫টি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল, জিততে পারবে মমতার দল? একাধিক নেতাকে ধমক দিলেন অভিষেক, কোন্দল মিটিয়ে শুভেন্দু গড়ের আসন জেতার নির্দেশ রাম নবমীতে শ্রী রামকে নিবেদন করুন এই বিশেষ ৫ রকমের ভোগ, পূর্ণ হবে সব মনস্কামনা একদা বামমনস্ক থেকে যাদবপুরের তৃণমূল প্রার্থী,সায়নী বললেন ‘লাল কাপড়টা এখন শুধু…' SRH-এর ২৮৭ নিয়ে হইচই, T20-তে এক ইনিংসে ৩০০-র বেশি রান তোলার নজির আছে জানেন কি? বর্ষায় স্বাভাবিকের বেশি বৃষ্টি, তার আগে বৈশাখে ভাজাভাজা হবে বাংলা: IMD বউকে পাশে নিয়ে কেক কাটলেন নীলাঞ্জন, বরকে জন্মদিনে কী সারপ্রাইজ দিলেন ইমন রামনবমী বন্ধ করার সব ষড়যন্ত্র করেছিল TMC, মমতার আর্জির পরই বালুরঘাটে দাবি মোদীর

Latest IPL News

এয়ারপোর্টে ছেলের মুখ দেখালেন অনুষ্কা, রইল শর্ত! ভামিকা-অকায়কে নিয়ে দেশে ফিরলেন SRH-এর ২৮৭ নিয়ে হইচই, T20-তে এক ইনিংসে ৩০০-র বেশি রান তোলার নজির আছে জানেন কি? ‘সব দোষ একা হার্দিকের নয়’,ডাগ আউটে কোচ বাউচারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মনোজ ১০ বলের বিধ্বংসী ইনিংসে ইতিহাসের পাতায় আবদুল সামাদ, ভারতীয়দের মধ্যে সবার সেরা ‘স্কোরের সামনে ৩ বসালে’…সানরাইজার্স হায়দরাবাদকে নতুন টার্গেট দিলেন হেড ধরমশালায় নতুনভাবে পাতা 'হাইব্রিড' উইকেটেই খেলা হবে চলতি আইপিএলের ম্যাচ একদিনের ব্যবধানে ম্যাচ, তার উপর গরম, বদলাবে KKR-এর একাদশ? বাটলার ফিরবেন RR দলে? 'MI ম্যাচে টসে কীভাবে কারচুপি হয়, দেখালেন ফ্যাফ, হতবাক কামিন্স', আগুনে পড়ল ঘি আমি গিয়ে ফ্যাফকে বলি..মানসিক,শারীরিকভাবে ফিট হতে আইপিএল থেকে বিরতি ম্যাক্সওয়েলের ১০৮ মিটারের বিশাল ছক্কা কার্তিকের, চোখ কপালে তুললেন কামিন্স, হল রেকর্ডও- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.