সন্দীপ ভাস্কর
বিহারের পশ্চিম চম্পারণে ভয়াবহ ঘটনা। মঙ্গলবার রাতে কয়েকজন দুষ্কৃতী বাগানে ফল চুরি করতে এসেছিল। বারণ করলেও তারা কথা কানে নেয়নি। জোর করে তারা ফল চুরি করছিল বলে অভিযোগ। সেই সময় বাগানের এক পাহারাদার তাদের বাধা দিতে যায়। আর তাতেই একেবারে তুলকালাম করা ঘটনা। ওই ব্যক্তিকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ। মৃতের নাম লক্ষ্মণ পাসোয়ান। তিনি ওই বাগানের দেখাশোনা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই ব্যক্তির বাড়ি মির্জাপুরে। তিনি ওই বাগানে পাহারাও দিতেন। থানার স্টেশন হাউজ অফিসার অভয় কুমার জানিয়েছেন, মোটামুটি পারিপার্শ্বিক যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে রড ও ছুরি দিয়ে তাকে খুন করা হয়েছে। বিপুল পরিমাণ ফল পাড়া হয়েছিল বাগান থেকে। সেসবও পাওয়া গিয়েছে।
এদিকে স্থানীয়রাই প্রথমে ওই দেহটি পড়ে থাকতে দেখেন। এরপর এলাকায় ব্য়াপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। বেতিয়া, সারিসওয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা। এমনকী তারা দেহ তুলতেও অস্বীকার করেন। তাদের দাবি এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এরপর পুলিশ এসে অভিযুক্তদের গ্রেফতার করার আশ্বাস দেয়। এরপর অবরোধ ওঠে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি ফল পাড়তে বাধা দিয়েছিলেন. এরপরই দুষ্কৃতীরা তার উপর ঝাঁপিয়ে পড়ে। নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ গিয়ে কোনওরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে দেহটি ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup