বিমান যখন মাঝ আকাশে, তখনই ঘটে যায় কাণ্ডটি! এবার ঘটনা আমেরিকার বুকে। এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর সহযাত্রীর গায়ে মূত্রত্যাগের অভিযোগ ওঠে। এক ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানে তিনি স্যান ফ্রান্সিসকো থেকে যাচ্ছিলেন ফিলিপিন্স। ইউএ ফ্লাই ১৮৯ বিমানটি সেদিন স্যান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছিল। ঘটনা গতমাসের। চার ঘণ্টার বিমান সফরে সহযাত্রী জেরোম গুয়েতেরেজের গায়ে প্রস্রাব করার অভিযোগ ওঠে ব্যক্তির বিরুদ্ধে। এর জেরে তাঁকে ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানে চড়ার ক্ষেত্রে নিষিদ্ধ করা হয়।
জানা যায়, বিমানে ঘুমিয়ে পড়েছিলেন জেরোম গুয়েতেরেজ। সেই সময়ই অভিযুক্ত ওই বিমানযাত্রী জেরোমের গায়ে মূত্রত্যাগ করেন বলে অভিযোগ। ঘটনাটি বিজনেস ক্লাসে ঘটেছে বলে খবর। জেরোম গুয়েতেরেজের সঙ্গে ছিলেন তাঁর সৎমেয়ে নিকোল কোর্নেল। তিনি নিউ ইয়র্ক টাইমসকে বলেন,' তিনি ঘুমাচ্ছিলেন এবং আঁতকে উঠলেন… অবাক হয়ে গেলেন, যখন তিনি ওনার দিকে তাকিয়ে দেখলেন.. ভাবলেন তিনি মনে হয় স্বপ্ন দেখছেন।'
( 32 Years Without Bath: মহাকুম্ভে ভাইরাল ছোটু বাবা! ৩২ বছর স্নান করেননি কেন? প্রশ্ন শুনেই বললেন...)
জেরোমের পরিবারেক তরফে তাঁর সৎকন্যা বলছেন, যখন ঘটনা ঘটে, তখনই খানিক বাদে তিনি বুঝতে থাকেন, যে তিনি ভিজছেন। আর জলীয় পদার্থটি আসছে অন্য কারোর মূত্রত্যাগের জেরে। চমকে ওঠেন জেরোম। তখনই ছুটে আসেন ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা। তাঁরা জেরোমকে আটকে দেন, যাতে তিনি কিছু না বলেন, তাতে দু'পক্ষের মধ্যে তীব্রতর হতে পারে সংঘাত। এমনটা ভেবে জেরোমকে আটকে দেওয়া হয় বলে জানা যাচ্ছে।
জেরোমের পরিবারের তরফে তাঁর সৎকন্যা বলেন, ‘ইউনাইটেড এয়ারলাইনস যেভাবে এটি পরিচালনা করেছে তাতে আমি খুব বিরক্ত এবং হতবাক!’ তিনি একই সঙ্গে বলেন,'এটি একটি বায়োহাজার্ড, এবং এই সমস্যাটির সমাধান করার জন্য বিমান সংস্থার ঘুরে দাঁড়ানো উচিত ছিল।' এয়ারলাইন্সের তরফে বলা হয়েছে,' ২৮ ডিসেম্বর আমরা আমাদের ফ্লাইটটি ম্যানিলায় পৌঁছালে যাত্রীদের ঝামেলার ইস্যুতে পুলিশকে দেখা করতে বলা হয়েছিল। আমরা এই যাত্রীকে নিষিদ্ধ করেছি।'
এমন ঘটনা বিমানে প্রথম নয়। ২০২২ সালে নভেম্বর মাসে এয়ার ইন্ডিয়ার বিমানে এক বর্ষীয়ান মহিলা সহযাত্রীর ওপর মূত্রত্যাগের অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার কিছু পরে, ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাঁকে ৩০ দিনের জন্য বিমান সংস্থাটি নিষিদ্ধ ঘোষণা করে।