বাংলা নিউজ > ঘরে বাইরে > Man marries daughter in law: ২৮ বছর বয়সি পুত্রবধূকে বিয়ে ৭০ বছরের শ্বশুরের! ভাইরাল ছবি ঘিরে তোলপাড়

Man marries daughter in law: ২৮ বছর বয়সি পুত্রবধূকে বিয়ে ৭০ বছরের শ্বশুরের! ভাইরাল ছবি ঘিরে তোলপাড়

পুত্রবধূকে বিয়ে করলেন শ্বশুর।

গোরক্ষপুরের বড়হলগঞ্জ এলাকার বাসিন্দা ৭০ বছর বয়সী কৈলাস যাদব। একককালে এলাকায় বড়হলগঞ্জ থানার চৌকিদার হিসাবে কর্মরত ছিলেন তিনি। আর তিনিই সদ্য স্থানীয় মন্দিরে নিজের ছোট ছেলের স্ত্রীর সঙ্গে বিয়ে করেন। জানা গিয়েছে, ১২ বছর আগে কৈলাস যাদবের স্ত্রীর মৃত্যু হয়। তারপর থেকেই তিনি কার্যত নিঃসঙ্গ হয়ে পড়েন।

পুত্রবধূকে বিয়ে করলেন ৭০ বছর বয়সি শ্বশুরমশাই। এই ঘটনা উত্তরপ্রদেশের গোরক্ষপুরের। এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হতে শুর করেছে। জানা গিয়েছে, ওই মহিলার বয়য় ২৮ বছর। স্থানীয় এক মন্দিরে গিয়ে এই বিয়ে সম্পন্ন করেছেন তাঁরা। সূত্রের খবর দু'জনের সম্মতিতেই এই বিয়ে হয়েছে, কোনও অভিযোগ এই বিয়ে নিয়ে পুলিশের কাছে আসেনি।

জানা গিয়েছে, গোরক্ষপুরের বড়হলগঞ্জ এলাকার বাসিন্দা ৭০ বছর বয়সী কৈলাস যাদব। একককালে এলাকায় বড়হলগঞ্জ থানার চৌকিদার হিসাবে কর্মরত ছিলেন তিনি। আর তিনিই সদ্য স্থানীয় মন্দিরে নিজের ছোট ছেলের স্ত্রীর সঙ্গে বিয়ে করেন। জানা গিয়েছে, ১২ বছর আগে কৈলাস যাদবের স্ত্রীর মৃত্যু হয়। তারপর থেকেই তিনি কার্যত নিঃসঙ্গ হয়ে পড়েন। এদিকে, ছোট ছেলেও কয়েক বছর আগে মারা যান। তারপর থেকে ছেলের বিধবা স্ত্রী থাকতেন শ্বশুরবাড়িতে। সদ্য় কৈলাস যাদবের পুত্রবধূর অন্যত্র বিয়ের কথা চলছিল। তারপরই আচমকা তাঁকে বিয়ে করে নেন কৈলাস যাদব। ঘটনা নিয়ে পাড়াপড়শির মধ্যে যেমন আলোচনা রয়েছে, তেমনই বিয়ের ছবি সোশয়াল মিডিয়ায় বাইরাল হতে শুরু করে। (আয় আরও বাড়বে, টাকা আসবে বিভিন্ন উৎস থেকে! ফেব্রুয়ারিতে সৌভাগ্যের জোয়ার ৪ রাশিতে)

পরিজন বা প্রতিবেশীরা বলছেন, কাউকে কিছু না জানিয়েই পুত্রবধূকে বিয়ে করে নেন কৈলাস যাদব। অনেকেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই তাঁদের বিয়ে সম্পর্কে জানতে পারেন। ফলে এলাকা জুড়ে আলোচনা তুঙ্গে ওঠে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করা হবে। এর আগে ২০২১ সালে এমন এক ঘটনা সামনে আসে। যেখানে ব্যক্তি জানতে পারেন তাঁর প্রাক্তন স্ত্রী তাঁর বাবাকে বিয়ে করেছেন, এবং তাঁদের সন্তান অর্থাৎ তাঁর ‘ভাই’ও রয়েছে। ঘটনা ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

বন্ধ করুন