ভয়াবহ ঘটনা। স্বর্ণ মন্দিরে ঢুকে পবিত্র গুরু গ্রন্থ সাহিবের অবমাননা করা, অপবিত্র করার চেষ্টা। শনিবার স্বর্ণ মন্দির চত্বরে এই ঘটনায় একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ। পবিত্র পাঠের সময় এক ব্যক্তি ঘেরাটোপ টপকে গুরু গ্রন্থ সাহিবের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এমনকী পবিত্র ধর্মগ্রন্থের উপরে রাখা কৃপাণটি তুলে ফেলেন বলেও অভিযোগ। একটি টিভি চ্যানেলের লাইভ সম্প্রচার চলছিল সেই সময়।
অভিযুক্ত ব্যক্তি বাদামী রঙের কোট, প্যান্ট পরেছিলেন। গুরু গ্রন্থ সাহিব যেখানে রাখা রয়েছে সেখানকার "রুমালার"উপর তিনি পা দিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ। এটা দেখেই সেখানে নিয়োজিত সেবাদাররা তাকে এসজিপিসি সদর দফতরে নিয়ে যান। পাশাপাশি স্বর্ণ মন্দির চত্বরে ভক্তদের একাংশ ওই অভিযুক্তের উপর কার্যত ঝাঁপিয়ে পড়ে। এদিকে স্বর্ণ মন্দির চত্বরে থাকা এসজিপিসির অফিসে তাকে নিয়ে আসা হলে উত্তেজিত ভক্তরা সেখানে জড়ো হয়ে যান। তাকে তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে তারা সরব হন।
কিছুক্ষণের মধ্যে তার মৃতদেহ দেখতে পাওয়া যায়। পুলিশ ও স্বর্ণমন্দির কর্তৃপক্ষ ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে ছোট চুলের ২৪-২৫ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানা যায়নি। পুলিশের দাবি তলোয়ার দিয়ে পবিত্র ধর্মগ্রন্থ ওই যুবক ছিঁড়ে ফেলতে চেয়েছিল বলে অভিযোগ। এদিকে এভাবে পবিত্র গ্রন্থকে অবমাননার ঘটনা একেবারেই মানতে পারছেন না অনেকেই। তবে গুরুদ্বারে যুবককে পিটিয়ে মারার অভিযোগকে কেন্দ্র করেও বিতর্ক দানা বেঁধেছে বিভিন্ন মহলে।