বাংলা নিউজ > ঘরে বাইরে > ওয়ারেন বাফেটের সঙ্গে মধ্যাহ্নভোজ, ১৪৮ কোটি টাকা দিলেন এক ব্যক্তি

ওয়ারেন বাফেটের সঙ্গে মধ্যাহ্নভোজ, ১৪৮ কোটি টাকা দিলেন এক ব্যক্তি

 ফাইল ছবি, সৌজন্য রয়টার্স  (Reuters)

পুরো টাকাটাই দান করা হবে দাতব্য কাজে। এখনও পর্যন্ত বিশ্বজুড়ে দারিদ্র্য, ক্ষুধা মোকাবিলায় এই দাতব্য অনুষ্ঠানে ৫৩ মিলিয়ন ডলারেরও বেশি সংগ্রহ করা হয়েছে।

কিংবদন্তি বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের সঙ্গে স্টেক লাঞ্চ। আর তার জন্য একজন ১৯ মিলিয়ন ডলার বা, ১৪৮ কোটি টাকা দিলেন এক ব্যক্তি।

সান ফ্রান্সিসকোর স্বেচ্ছাসেবী সংস্থা গ্লাইড ফাউন্ডেশন এবং ইবের আয়োজিত ২১তম নিলামের গ্র্যান্ড ফিনালেতে এই রেকর্ড-ব্রেকিং বিড করা হয়।

পুরো টাকাটাই দান করা হবে দাতব্য কাজে। এখনও পর্যন্ত বিশ্বজুড়ে দারিদ্র্য, ক্ষুধা মোকাবিলায় এই দাতব্য অনুষ্ঠানে ৫৩ মিলিয়ন ডলারেরও বেশি সংগ্রহ করা হয়েছে।

দরদাতা নিজের নাম প্রকাশ করেননি। তিনি নিউ ইয়র্ক সিটির বিখ্যাত স্মিথ অ্যান্ড ওলোনস্কি স্টেকহাউসে ওয়ারেন বাফেট এবং অন্যান্য সাত অতিথিদের সঙ্গে লাঞ্চ করবেন।

ইবের প্রেস রিলিজে মধ্যাহ্নভোজের বিষয়ে ওয়ারেন বাফেট বলেন, 'খুবই ভালো ব্যাপার। আমার সারা বিশ্বের বহু আকর্ষণীয় মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। এর সবচেয়ে ভালো দিক একটাই, তাঁরা অর্থের সঠিক ব্যবহার করছেন।'

দাতব্য মধ্যাহ্নভোজের বিড গত ১২ জুন শুরু হয়। প্রথমে দাম ছিল ১৯ লক্ষ টাকা। ১৭ জুন ১৪৮ কোটি টাকায় শেষ হয়।

ফোর্বসের বিলিয়নেয়ারদের তালিকা অনুযায়ী, বর্তমানে বিশ্বের পঞ্চম ধনীতম ব্যক্তি ওয়ারেন বুফেট। এক সাধারণ পরিবারের ছেলে হয়েও বুদ্ধিদীপ্ত বিনিয়োগ ও ধৈর্য্যের জেরে এই স্থানে পৌঁছেছেন তিনি। তবে এত ধনী হয়েও অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন। সেই কারণে গোটা বিশ্বের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের কাছে আইকন তিনি।

বন্ধ করুন