বহু আবাসনেই দেখা যায়, দরজার বাইরে জুতো রাখার ব়্যাক রয়েছে। সেখানে জুতো খুলেই ভিতরে প্রবেশ করতে অভ্যস্ত থাকেন বাড়ির সদস্যরা। বেঙ্গালুরুর বহু আবাসনেই দেখা যায়, বাড়ির বাইরে থাকা শু ব়্যাকে জুতো ছেড়ে ভিতরে প্রবেশ করছেন সদস্যরা। সেরকমই একটি ভবনে, বাড়ির দরজার সামনে রাখা জুতোর ব়্যাক থেকে জুতো তুলে নিয়ে গেল চোর। গোটা ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়।
প্রযুক্তি নগরী বেঙ্গালুরু কার্যত সর্বদাই ব্যস্ত। এই ব্যস্ত শহরের এক বাড়িতে ঘটে গেল নাকের ডগা দিয়ে চুরি! এক ভাইরাল ভিডিয়ো ক্লিপে দেখা যায়, এক ব্যক্তি একটি বিল্ডিং এ ঘোরাঘুরি করছে। খানিক সময় যেতেই সে পরিস্থিতি বুঝে, ওই বাড়ির সামনে থাকা শু ব়্যাক থেকে জুতো তুলে নিয়ে যায়। একটি, দুটি নয়। মোট চারটি স্নিকার বাগিয়ে পালায় সে। এই সাহসী চুরি বেঙ্গালুরুর মতো জায়গায় ঘটেছে। এমন এক জায়গা থেকে ওই যুবক জুতোগুলি তুলেছে, যেখানে যখন তখন কেউ আসতে পারত। যুবকের সাহস দেখে হতবাক নেটপাড়া। সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা যায়, বেঙ্গালুরুর ব্রুকফিল্ডে এই চুরির ঘটনা ঘটেছে। সেখানের এইসিএস লেআউটে এই নিয়ে ৬ মাসে দ্বিতীয় চুরির ঘটনা ঘটল। যেখানে আগের বারের চুরিটিও জুতোই হয়েছিল বলে দাবি এক নেটিজেনের।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, ওই চোর প্রথমে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করে। তারপর দুটি জুতো জোড়া অন্য জায়গা থেকে আনে। চোরের এই ছান্ডা মাথার কার্যকলাপ এখানেই শেষ নয়। শু ব়্যাক থেকে এক জোড়া জুতো বের করে, তার মোজাটি আবার রেখে দিয়ে শুধু জুতো নিয়ে নেয় চোর। তার মাঝে একবার এদিক, ওদিক দেখেও নেয় সে। কেউ তাকে দেখছে কি না, সেদিকে নজর করে নেয় ধূর্ত ওই চোর। ধীরে সুস্থে বেছে বেছে জুতো তুলে নেয় সে। এরপর দূরে রাখা বস্তায় সব কয়টি জুতো ভরে ফেলে সে। নেটিজেনরা মশকরা করে অনেকে বলছেন, এই জুতো চুরি যেন, চুরি কম শপিং বেশি মনে হচ্ছে।