বাংলা নিউজ > ঘরে বাইরে > Australia: ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভুলবশত ঢুকে পড়েছিল ৪ কোটি টাকা! খরচ করে ধৃত যুবক

Australia: ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভুলবশত ঢুকে পড়েছিল ৪ কোটি টাকা! খরচ করে ধৃত যুবক

ধৃত যুবক আবদেল ঘাদিয়া।

ওই যুবক সকালে ঘুম থেকে উঠে মোবাইলে এসএমএস দেখেই হতচকিয়ে যান। তিনি দেখেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে ৪ কোটি ৬০ লক্ষ টাকা। এতো টাকা দেখে লোভ সামলাতে পারেননি ওই যুবক। টাকা যাতে ব্যাঙ্ক থেকে ফিরিয়ে না নেওয়া হয় তার জন্য ওই যুবক টাকা কীভাবে খরচ করা যায় তা পরিকল্পনা করতে শুরু করে। 

এক যুবকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভুলবশত ঢুকে পড়েছিল ৪ কোটি ২৬ লক্ষ টাকা। কিন্তু বিষয়টি পুলিশকে না জানিয়েই সেই টাকা অধিকাংশই সোনার বাট কিনে এবং বাকি টাকা জামা কাপড়, মেকআপ করে খরচ করে ফেলল যুবক। যদিও শেষমেষ পুলিশ যুবকের কাছ থেকে কোনও টাকায় উদ্ধার করতে পারেনি। তবে এই ঘটনায় শেষ রক্ষা হয়নি যুবকের। তাকে ১৮ মাসের জেল দিয়েছে আদালত। ঘটনাটি অস্ট্রেলিয়ার সিডনির। অভিযুক্ত যুবকের নাম আবদেল ঘাদিয়া।

জানা গিয়েছে, ঘটনাটি গত বছরের। ওই যুবক সকালে ঘুম থেকে উঠে মোবাইলে এসএমএস দেখেই হতচকিয়ে যান। তিনি দেখেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে ৪ কোটি ৬০ লক্ষ টাকা। এত টাকা দেখে লোভ সামলাতে পারেননি ওই যুবক। টাকা যাতে ব্যাঙ্ক থেকে ফিরিয়ে না নেওয়া হয় তার জন্য ওই যুবক টাকা কীভাবে খরচ করা যায় তা পরিকল্পনা করতে শুরু করে। এরপর ওই যুবক অধিকাংশ টাকার সোনার বাট কিনে ফেলে এবং বাকি টাকা জামা কাপড়, পোশাকে খরচ করে ফেলে। পুলিশ জানিয়েছে পেশায় ওই যুবক একজন র‌্যাপার।

জানা গিয়েছে, এক দম্পতি সিডনির উত্তর সমুদ্র সৈকতে একটি বাড়ি কিনতে চেয়েছিলেন। এর জন্য তাঁরা টাকা ভুল করে আবদেলের অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন।দম্পতি ভেবেছিলেন যে তাঁরা তাঁদের দালাল অ্যাডাম ম্যাগ্রোকে এই টাকা পাঠিয়েছেন। কিন্তু, তাঁদের ইমেল আইডি হ্যাক করার ফলে ওই যুবকের অ্যাকাউন্টে চলে যায় টাকা। যদিও ইমেল হ্যাক করার সঙ্গে আবদেল জড়িত ছিল না বলেই জানতে পেরেছে পুলিশ। আবদেল পুলিশকে জানিয়েছে, ‘আমি সকালে ঘুম থেকে উঠে দেখি এতই পরিমাণ টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। আমি যাকে ভালোবাসি তাঁকে সোনা দিতে চেয়েছিলাম।’ তবে টাকা খরচ করে ফেলার অপরাধে তাকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

বন্ধ করুন