জিপের চারপাশটা খোলা। সেই জিপের ঠিক পাশেই বসে আছে একটি সিংহ। আর জিপের মধ্যে হাত বের করে সিংহের মাথায় হাত দিলেন এক ব্যক্তি। উলটো দিকের গাড়িতে বসে থাকা একজন আবার সেই মুহূর্তের আবার ভিডিয়ো করেছেন। সম্ভবত তিনিই যে ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) করেন, সেই ভিডিয়োটি সম্প্রতি এক মহিলা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আর সেটি ভাইরাল হয়ে গিয়েছে। মহিলার দাবি, কেনিয়ার জঙ্গলে সাফারিতে গিয়ে ভারতীয় পর্যটকরা সেই কাণ্ড ঘটিয়েছেন। অনেকেই তাঁকে সমর্থন করেছেন। কেউ-কেউ আবার বলেছেন যে মহিলা অহেতুক বাড়াবাড়ি করছেন। যদিও ওই ব্যক্তি আদৌও ভারতীয় কিনা, তা স্পষ্ট নয়।
ওই মহিলা কী বলেছেন?
সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে ওই মহিলা বলেছেন, ‘এই আহাম্মককে দেখুন। যিনি সত্যি-সত্যিই সিংহকে ছুঁয়ে দিলেন। তিনি যে গাড়িতে আছেন, সেটির উলটো দিকের একটি গাড়িতে বসে তাঁর নির্বোধ বন্ধু আবার সেটার ভিডিয়ো করছেন। আর জঘন্য কাজটার পরে আবার থাম্বস আপ দেখাচ্ছেন।’ সেইসঙ্গে তিনি দাবি তুলেছেন, যে ব্যক্তি সেই কাজ করেছেন, তাতে তাঁর পাসপোর্ট বাতিল করে দেওয়া হোক।
মহিলা অভিযোগ করেন যে বিদেশে গিয়ে ভারতীয় পর্যটকরা হামেশাই করেন। ভুলে যান যে তাঁরা ১৪০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন। এরকম অসভ্য আচরণ করে আদতে দেশের নাম খারাপ করছেন তাঁরা। সেইসঙ্গে তিনি দাবি করেছেন, কেনিয়ায় জঙ্গল সাফারিতে গিয়ে হামেশাই ভারতীয় পর্যটকদের এরকম কাজ করতে দেখা যাচ্ছে। সাফারির মধ্যে জিপ থেকে নেমে রিল বানাচ্ছেন। জিপের মাথায় উঠে যাচ্ছেন। চারিদিকে নোংরা ফেলছেন বলে অভিযোগ করেছেন ওই মহিলা।
আর মহিলার পোস্ট করা সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এক নেটিজেন বলেন, ‘জঘন্য ব্যাপার এটা। অপর একজন বলেন, 'নিশ্চিতভাবে এটা জঘন্য আচরণ। ওঁরা যেরকম আচরণ করেছেন, সেটার স্বপক্ষে কোনও যুক্তিই নেই। কিন্তু যে পর্যটন সংস্থা ওঁদের নিয়ে গিয়েছিল, তারা কীভাবে সিংহকে সাফারি গাড়ির অত কাছে আসতে দিল? ওই পর্যটন সংস্থার লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত।’
যদিও অপর এক নেটিজেন বলেন, ‘আপনি কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা নিয়ে বলছেন। আমি তিনদিনের জন্য মাসাইমারায় গিয়েছিলেন। আমি এরকম কিছু দেখিনি। এটা ঠিক যে একটা বাজে মাছ পুকুরের সব মাছদের নষ্ট করে দেয়।’ একইসুরে অপর একজন বলেন, ‘আপনি বাড়াবাড়ি করছেন।’