সোশাল মিডিয়ায় ভাইরাল হতে আজকাল কত লোক যে কত কিছুই করছে, তা বলে শেষ করা যাবে না। আর, তার জন্য 'রিল' তৈরি করে তা সোশাল মিডিয়ায় পোস্ট করে ভিউ, কমেন্ট, লাইক পাওয়া এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় ও সহজ একটি উপায়।
অনেকেই রিল তৈরি করার জন্য নানা ধরনের ইতিবাচক ও সৃজনশীল কন্টেন্ট তৈরি করেন। কিন্তু, অনেকে আবার রিল তৈরি করার নামে এমন সব উদ্ভট কার্যকলাপ করেন, যা মাঝেমধ্যে শালীনতার মাত্রাটুকুও ছাড়িয়ে যায় বলে অভিযোগ।
তেমনই এক ঘটনা ঘটল হরিয়ানার একটি বাজার এলাকায়। সেখানে এক যুবককে দেখা গেল, রিল তৈরি করার জন্য মহিলাদের অন্তর্বাস (ব্রা) পরে রাস্তায় বেরিয়েছেন তিনি!
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই যুবক মহিলাদের মতো পোশাক পরে ভরা বাজারের মাঝে দাঁড়িয়ে নানারকম অঙ্গভঙ্গি করছিলেন! মহিলাদের অন্তর্বাস পরে মহিলাদের মতো করেই নাচার চেষ্টা করছিলেন তিনি!
এই দৃশ্য দেখে ক্ষেপে যান স্থানীয় দোকানদাররা। তাঁদের অভিযোগ, ওই যুবক যে আচরণ করছিলেন, তা অত্যন্ত অশ্লীল ও অবমাননাকর ছিল। ঘটনাটি ঘটে পানিপথের ইনসার বাজারে।
এরপর স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের একাংশ ওই যুবককে থামান এবং তাঁকে ধাক্কা মারতে মারতে রাস্তার মাঝখান থেকে একধারে নিয়ে যান। তাঁদের বক্তব্য ছিল, বাজারে সেই সময় অনেক মহিলা ছিলেন। বিকিকিনিতে ব্যস্ত ওই মহিলারা ব্রা পরিহিত ওই যুবককে দেখে রীতিমতো অস্বস্তিতে পড়ে যান।
স্থানীয়দের দাবি, প্রথমে ওই যুবককে ভিডিয়ো করতে বারণ করা হয় এবং মহিলাদের অন্তর্বাস খুলে ফেলতে বলা হয়। কিন্তু, তিনি তাতে আপত্তি জানান ও তর্ক শুরু করেন। এর ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ও তার জেরেই একটা সময় ধাক্কাধাক্কি শুরু হয়।
ঘটনার যে ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, মহিলাদের অন্তর্বাস পরা ওই যুবকের বাঁ হাতে একটি শার্ট ধরা রয়েছে এবং তিনি এক ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন। ওই ব্যক্তি তাঁকে থাপ্পড় মারতে মারতে ভিড়ের মাঝখান দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছেন!
সোশাল মিডিয়ায় এই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তা দেখে নানা মানুষ নানা মতামত দিয়েছেন। অধিকাংশ নেট ইউজারই এই আচরণে বিরক্ত। তাঁরা বলছেন, প্রচারে আসার জন্য যেভাবে কিছু লোক যা ইচ্ছা হচ্ছে, তাই করে যাচ্ছে, তা অত্যন্ত উদ্বেগের।
অনেকেই এই ঘটনা নিয়ে যেমন ব্যঙ্গ করেছেন, তেমন অনেকেই আবার কঠোর সমালোচনাও করেছেন।