বাংলা নিউজ > ঘরে বাইরে > Covid-19 মাস্ক নিয়ে TikTok-এ ঠাট্টার ভিডিয়ো পোস্ট করার পরে সংক্রামিত যুবক

Covid-19 মাস্ক নিয়ে TikTok-এ ঠাট্টার ভিডিয়ো পোস্ট করার পরে সংক্রামিত যুবক

ভোপালে পুরসভার গাড়ি কীটনাশক ছড়াচ্ছে শনিবার। ছবি এএনআই-এর।

আইসোলেশন ওয়ার্ডে ভরতি করার পরেও মোবাইল ফোন থেকে নাগাড়ে অজস্র ভিডিয়ো পোস্ট করে চলেছেন ওই যুবক, অভিযোগ স্বাস্থ্যকর্তাদের।

করোনা সংক্রমণে মাস্ক ব্যবহার করা নিয়ে টিকটক ভিডিয়োয় ঠাট্টা করার পরে নিজেই Covid-19 আক্রান্ত হলেন মধ্য প্রদেশের ২৫ বছর বয়েসি যুবক।

রবিবার মধ্য প্রদেশের সাগর জেলার ওই বাসিন্দার নমুনায় করোনা সংক্রমণের প্রমাণ পাওয়া গিয়েছে।

হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভরতি করার পরেও মোবাইল ফোন থেকে নাগাড়ে অজস্র ভিডিয়ো পোস্ট করে চলেছেন ওই যুবক, অভিযোগ স্বাস্থ্যকর্তাদের। এই কারণে তাঁর কাছ থেকে মোবাইল ফোনটি কেড়ে নেওয়া হয়েছে।

তবে আপাতত স্থিতিশীল রয়েছেন ওই যুবক, জানিয়েছেন সাগরের সরকারি বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজের ডিন জি এস প্যাটেল।

এর আগে টিকটকে পোস্ট করা ভিডিয়োতে ওই যুবককে বাইকের উপরে মাস্ক না পরা অবস্থায় দেখা গিয়েছে। তাঁকে একজন মাস্ক ব্যবহার করতে বললে যুবক উত্তর দেন, ‘এই কাপড়ের টুকরোকে কেন ভরসা করব? ভরসা করতে হলে উপরওয়ালা ঈশ্বরের উপরেই রাখা ভালো.’

ভিডিয়োর পরবর্তী ভাগে দেখা যায়, জনপ্রিয় হিন্দি ছবির গানের সুরের আবহে বাতাসে কাপড়ের টুকরো ছুড়ে দিয়ে ঠাট্টা করছেন ওই যুবক।

মেডিক্যাল কলেজের ডিন জানিয়েছেন, গত শুক্রবার জ্বর ও শুকনো কাশি নিয়ে হাসপাতালে দেখাতে এলে ওই যুবকের নমুনা সংগ্রহ করা হয়। তাতে করোনাভাইরাসের উপস্থিতি মিললে তাঁকে আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয়।

অভিযোগ, ভরতি হওয়ার পরেও আইসোলেশন ওয়ার্ড থেকে একটি ভিডিয়ো টিকটকে পোস্ট করেন আক্রান্ত যুবক।

বন্ধ করুন