বাংলা নিউজ > ঘরে বাইরে > এয়ার ইন্ডিয়ার বিমানে সিগারেট খেয়ে জেলে গেলেন যাত্রী, বললেন, জরিমানা দেব না…

এয়ার ইন্ডিয়ার বিমানে সিগারেট খেয়ে জেলে গেলেন যাত্রী, বললেন, জরিমানা দেব না…

এয়ার ইন্ডিয়ার বিমান প্রতীকী ছবি (ANI Photo) (ANI)

ইন্ডিগোর ফ্লাইটে এক তরুণী গত ৫ মার্চ রাতে টয়লেটে ধূমপান করছিলেন। বিষয়টি জানাজানি হয়ে যায়। ওই মহিলার নাম প্রিয়াঙ্কা চক্রবর্তী।তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। এদিকে ফ্লাইটটি ল্যান্ড করার পরেই তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে অথরিটির হাতে তুলে দেওয়া হয়েছিল।

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ধূমপান করেছিলেন এক যাত্রী। রত্নাকর দ্বিবেদী নামে ওই যাত্রীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছিল আদালত। কিন্তু তিনি জরিমানা দিতে চাননি। এর সঙ্গেই তিনি জানিয়ে দেন তিনি জেলে যাওয়ার জন্য় তৈরি। এরপরই আদালত তাকে জেলে পাঠিয়েছে। সেকশন ৩৩৬ অনুসারে তাকে অভিযুক্ত করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার লন্ডন-মুম্বই ফ্লাইটের শৌচাগারে তিনি ধূমপান করেছিলেন বলে অভিযোগ। এরপর তিনি অভব্য ব্য়বহারও করেছিলেন বলে অভিযোগ। তাকে জরিমানা করে আদালত। কিন্তু সেই জরিমানা দিতেও অস্বীকার করলেন তিনি। 

এর সঙ্গেই তিনি আদালতে জানান, অনলাইনের মাধ্যমে তিনি জানতে পেরেছেন ৩৩৬ ধারা অনুসারে তার ২৫০ টাকা জরিমানা হওয়ার কথা। সেটা তিনি মিটিয়ে দিতে তৈরি। কিন্তু এত টাকা জরিমানা তিনি দেবেন না। 

এরপরই আন্ধেরি  মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট তাকে ১৩ মার্চ জেলে পাঠিয়েছে। 

এদিকে এয়ার ইন্ডিয়ার তরফে আগেই জানানো হয়েছিল ফ্লাইটের শৌচাগারে ওই যাত্রীকে ধূমপান করতে দেখা গিয়েছিল। ধরা পড়ার পরেও তিনি মেজাজ দেখাচ্ছিলেন। বার বার তাকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি শোনেননি। 

এদিকে মুম্বই পুলিশ সূত্রে খবর, ওই যাত্রী বিমানে নানাভাবে ডিসটার্ব করা শুরু করেছিলেন। এর জেরে সমস্যা তৈরি হচ্ছিল। এমনকী পাইলটের কোনও বারণ তিনি শুনতে চাননি। কোনওভাবেই তিনি শান্ত হতে চাননি। তবে এবার তিনি জরিমানাও দিতে চাননি। 

এদিকে এবারই প্রথম নয়। এর আগেও বিভিন্ন বিমানে সিগারেট খেয়ে নিয়ম ভঙ্গ করেছেন অনেকে। তবে এটা অত্যন্ত ঝুঁকির বলেই মনে করা হয়। ইন্ডিগোর ফ্লাইটে এক তরুণী গত ৫ মার্চ রাতে টয়লেটে ধূমপান করছিলেন। বিষয়টি জানাজানি হয়ে যায়। ওই মহিলার নাম প্রিয়াঙ্কা চক্রবর্তী।তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। এদিকে ফ্লাইটটি ল্যান্ড করার পরেই তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে অথরিটির হাতে তুলে দেওয়া হয়েছিল। তবে পরে তিনি জামিনে ছাড়া পান।

এদিকে টয়লেট থেকে সিগারেটের টুকরোটাও পাওয়া গিয়েছিল। কেবিন ক্রু দ্রুত গিয়ে তাতে জল ঢেলে নিভিয়ে দেন। কিন্তু কীভাবে ব্যাপারটি জানাজানি হল। সূত্রের খবর বাথরুমের দরজা বন্ধ ছিল। আচমকাই সিগারেটের গন্ধ পান এক কেবিন ক্রু। তিনি এরপর বাথরুমের দরজা খোলার জন্য় অনুরোধ করেন। তারপর তিনি দ্রুত দরজা জোর করে খুলতে বাধ্য হন। এরপর দেখা যায় ওই মহিলা ধূমপান করছেন। 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

ষষ্ঠীর সাজে ঝলমলে কাজল, গল্প জুড়লেন বোনের সঙ্গে ২৭ মিটার দৌড়ে উলটো হাতে অবিশ্বাস্য ক্যাচ হার্দিকের! কোলে তুলে নিলেন ফিল্ডিং কোচ তুলে তুলে ছয়! নীতীশের ব্যাটিং তাণ্ডবে কচুকাটা বাংলাদেশ…ঢুকলেন বিরাট-যুবির ক্লাবে ২ দিন নয় একদিনেই এবারের কন্যাপুজো, তারিখ নিয়ে আছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক সময় দুর্গাপুজোর সপ্তমীতে রাজ্যে আসছেন জেপি নড্ডা, একগুচ্ছ কর্মসূচি নিয়েই বঙ্গ সফর ষষ্ঠীর দিন মা দুর্গার সামনে খোশগল্পে মাতলেন কাজল-রানি, সাজে কে কাকে টেক্কা দিল? AFC-র দ্বিচারিতা! ইরান থেকে ম্যাচ সড়ছে ফিফা বিশ্বকাপের! অথচ শাস্তি মোহনবাগানকে… দেবী দুর্গার সামনে ‘জাস্টিস’ চাওয়ায় ৯ জনকে তুলে নিয়ে গেল পুলিশ! উত্তাল লালবাজার ‘‌কলঙ্কিতদের কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাতে হবে’‌, মুখ্যসচিবকে চিঠি ডাক্তারদের ‘হাইকোর্ট আমার পক্ষে রায় দিয়েছে…’, শামির বিরুদ্ধে ফের ফোঁস 'স্ত্রী' হাসিনের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.