বাংলা নিউজ > ঘরে বাইরে > Mandous Cyclone: মান্দোস ঘূর্ণিঝড়ের নামটা কারা দিল? কীভাবে নামকরণ হয় ঝড়ের?

Mandous Cyclone: মান্দোস ঘূর্ণিঝড়ের নামটা কারা দিল? কীভাবে নামকরণ হয় ঝড়ের?

আছড়ে পড়তে পারে মান্দোস (AFP)

ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশাল কমিশন ফর এশিয়া প্যাসিফিক প্যানেলের অংশীভূত এই দেশ। এই সদস্যভুক্ত দেশগুলির দেওয়া নাম পরপর দেওয়া হয়।

নিশা আনন্দ

আছড়ে পড়তে পারে মান্দোস। ঘূর্ণিঝড় মান্দোস দিয়ে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পণ্ডিচেরিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় মান্দোস দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর দিয়ে পশ্চিম-উত্তর পশ্চিমের দিকে এগিয়ে আসছে। আগামী দুদিন এই রিজিয়নে থাকা একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার চেন্নাইতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

মান্দোস নামকরণটা কীভাবে হল?

সংযুক্ত আরব আমিরশাহির প্রস্তাব অনুসারেই মান্দোসের নামকরণ। আরবিকে মান্দোস শব্দের অর্থ সম্পদের ঝাঁপি। ২০২০ সালের এপ্রিল মাসে ভারতীয় আবহাওয়া দফতর ১৬৯টি নাম শেয়ার করেছিল। তার মধ্যে ১৩টি নাম ছিল যেগুলি নানা দেশ প্রস্তাব করেছিল। বিভিন্ন ঘূর্ণিঝড়ের পর্যায়ক্রমে নাম সেই তালিকা থেকেই দেওয়া হয়।

এই সদস্য দেশগুলি মূলত আন্তর্জাতিক আবহাওয়া দফতরের অংশ। তারা ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশাল কমিশন ফর এশিয়া প্যাসিফিক প্যানেলের অংশীভূত এই দেশ। এই সদস্যভুক্ত দেশগুলির দেওয়া নাম পরপর দেওয়া হয়। সংযুক্ত আরব আমিরশাহির পরে ইয়েমেনের দেওয়া নাম ব্যবহার করা হবে। সেই প্রস্তাবিত নামটি হবে মোচা। যেটি মোখা নামেও পরিচিত।

 

এরপর যখন আসবে ভারতের পালা তখন সাইক্লোনের নাম হবে তেজ। ভারতের পাশাপাশি বাংলাদেশ, ইরান, মালদ্বীপ, পাকিস্তান, মায়ানমার, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আবর আমিরশাহি, ইয়েমেন এই সদস্যভুক্ত দেশ।

তাদের দেওয়া নামই যুক্ত হয় ঘূর্ণিঝড়ের সঙ্গে। এভাবেই প্রতিটি ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়ে থাকে। আগাম তার তালিকাও তৈরি রাখা হয়েছে।

 

বন্ধ করুন