লোকসভা নির্বাচনের মরশুমে এবার বড় অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী। রাত পোহালেই পঞ্চম দফার ভোটগ্রহণ–পর্ব শুরু হয়ে যাবে। সুতরাং এখন টানটান প্রস্তুতি চলছে সর্বত্র। তীব্র গরমের মধ্যেই চলছে লোকসভা নির্বাচন। এই আবহে বাংলাদেশ থেকে ইলিশ আসার পর ভারতে এবার আসতে চলেছে শেখ হাসিনার দেশ থেকে আম। এই বছর ওপার বাংলা থেকে আরও বেশি আম রফতানি করার চেষ্টা করা হচ্ছে বলে জানান বাংলাদেশের কৃষিমন্ত্রী ড. আবদুস শহীদ। তিনি জানান, নানা দেশ বাংলাদেশের আম নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। যে দেশগুলি এই আগ্রহ দেখিয়েছে সেগুলির মধ্যে আছে ভারতও।
পদ্মাপারের দেশ থেকে এপারে ইলিশ মাছ এলে বঙ্গবাসী অত্যন্ত খুশি হয়। সেখানে এবার আমও আসতে চলেছে বিপুল পরিমাণে। বাংলাদেশের কৃষিমন্ত্রী জানান, আম নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে রাশিয়া, বেলারুশ, চিন, জাপান এবং ভারত। সুতরাং গরমে লোকসভা নির্বাচনের মধ্যেই আম খেয়ে শরীরটা ঠাণ্ডা করতে পারবেন বাংলার মানুষজন। বাংলাদেশ থেকে বেশি পরিমাণ আম রফতানি করার চেষ্টা করা হচ্ছে বলে জানান কৃষিমন্ত্রী। বাংলাদেশ জুড়ে চাহিদা থাকে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের আমের। তাই রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে আম গ্রেডিং শেড এবং ট্রিটমেন্ট প্লান্ট করা হচ্ছে।
আরও পড়ুন: ‘কাজ নেই তো, তাই পয়সা কামাতে এসেছে’, নাম না করে হিরণকে বিঁধলেন অভিষেক
বাংলাদেশের কৃষকদের বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। যাতে বেশি করে আমের ফলন ঘটাতে পারে। সেটা এবার সম্ভব হয়েছে। তাই আম আসবে ভারত–সহ নানা দেশে। এই বিষয়ে বাংলাদেশের কৃষিমন্ত্রী ড. আবদুস শহীদ বলেন, ‘জাপানে আম রফতানি করার জন্য ঢাকায় ভেপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট করা হচ্ছে। রাজশাহী এবং চাপাঁইনবাবগঞ্জে দুটি প্ল্যান্ট গড়ে তোলা হচ্ছে। শীঘ্রই চিনের একটি প্রতিনিধি দল আম দেখার জন্য রাজশাহীতে আসবে।’ এই আমের ফলন, সংরক্ষণ এবং রফতানি নিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেছেন কৃষিমন্ত্রী।
তবে এবার গরমের জন্য বাংলাদেশের আমের ব্যাপক ক্ষতি হয়েছে। তার জেরে এবার রাজশাহীতে আমের ফলন কম হয়েছে। এমনকী আমের দাম বাড়তে পরে বলে আশঙ্কা করা হচ্ছে। এই বিষয়ে বাংলাদেশের কৃষিমন্ত্রী বক্তব্য, ‘আমের চাহিদা এবং সরবরাহের মধ্যে যেন খুব বেশি পার্থক্য না হয় সেটা খেয়াল রাখতে হবে। আমাদের লক্ষ্য হল কৃষক যেন সঠিক দাম পান। আর সাধারণ মানুষও যেন ন্যায্য দামে আম কিনতে পারেন। তাই আমরা কোনওমতেই সিন্ডিকেট হতে দেব না।’