বাংলা নিউজ > ঘরে বাইরে > Manipur CM Delhi Visit: তড়িঘড়ি বিমানে দিল্লি পৌঁছলেন মণিপুরের মুখ্যমন্ত্রী, পিছন-পিছন এলেন আর কারা?

Manipur CM Delhi Visit: তড়িঘড়ি বিমানে দিল্লি পৌঁছলেন মণিপুরের মুখ্যমন্ত্রী, পিছন-পিছন এলেন আর কারা?

মণিুপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন শাহ। (File Photo - PTI)

সূত্র মারফত নিশ্চিত খবর পাওয়া গিয়েছে, বিজেপি বিধায়ক টিএইচ রাধেশ্যাম এবং ক্যাবিনেট মন্ত্রী ওয়াই ক্ষেমচাঁদ সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কার্যালয়ে পৌঁছে গিয়েছেন। সেখানে তাঁরা একটি বৈঠকের অপেক্ষায় রয়েছেন।

বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছে, মণিপুরের প্রধান শাসকদল বিজেপির অন্দরে নাকি সবকিছু ঠিকঠাক নেই। তার কারণ, দলেরই কিছু বিধায়ক নাকি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে নিয়ে খুশি নন। সেই জল্পনার মধ্যেই বুধবার রাজধানী দিল্লি পৌঁছে গেলেন বীরেন। পিছন-পিছন গেলেন রাজ্যের মন্ত্রীরা এবং আরও কয়েকজন বিধায়ক।

নির্ভরযোগ্য সূত্র মারফত জানা গিয়েছে, রাজধানী যেতে বুধবার দুপুর ২টো নাগাদ ইন্ডিগোর একটি (সরাসরি) উড়ান ধরেন মণিপুরের মুখ্যমন্ত্রী। তাঁর বিমান উড়ান শুরু করার কিছুক্ষণ পরই দিল্লির উদ্দেশে রওনা দেয় আরও একটি চাটার্ড বিমান। সেই বিমানে সওয়ার ছিলেন সাতজন বিধায়ক এবং চারজন বিজেপি নেতা।

সূত্র মারফত আরও জানা গিয়েছে, এদিন যাঁরা দিল্লি রওনা দিয়েছিলেন, সেই যাত্রীদের তালিকায় ছিলেন মণিপুরের তিনজন ক্যাবিনেট মন্ত্রী। এঁরা হলেন - টিএইচ বিশ্বজিৎ সিং, কোনথুজাম গোবিন্দদাস এবং এল সুসিন্দ্র মেইতেই।

এছাড়াও, যাত্রী তালিকায় থাকা আরও চার বিধায়ক হলেন - খোংবান্তাবাম ইবোমচা সিং, সপম কুঞ্জকিশোর সিং, করণ শ্যাম সিং এবং এস প্রেমচন্দ্র।

দিল্লি সফরের এই পর্বের সঙ্গে নাম জড়িয়েছে আরও চারজনের। তাঁরা হলেন - রবার্টসন আসেম, গাসেপম রামচন্দ্র, এসএইচ দোনিল শর্মা এবং এ মুনিন্দরজিৎ সিং।

ইতিমধ্যে সূত্র মারফত নিশ্চিত খবর পাওয়া গিয়েছে, বিজেপি বিধায়ক টিএইচ রাধেশ্যাম এবং ক্যাবিনেট মন্ত্রী ওয়াই ক্ষেমচাঁদ সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কার্যালয়ে পৌঁছে গিয়েছেন। সেখানে তাঁরা একটি বৈঠকের অপেক্ষায় রয়েছেন।

উল্লেখ্য, রাধেশ্যাম এবং ক্ষেমচাঁদ গত কয়েক দিন ধরেই দিল্লিতে রয়েছেন। কারণ, এই দুই বিজেপি বিধায়ককে অমিত শাহ স্বয়ং ডেকে পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।

সূত্রের দাবি, মণিপুরের জাতি দাঙ্গার ফলে বিজেপি বিধায়কদের কী কী সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে, এবং তাঁদের কী কী অভিযোগ রয়েছে, সেই বিষয়গুলি নিয়েই শাহের সঙ্গে কথা বলতে পারেন ক্ষেমচাঁদ। খুব সম্ভবত তাঁদের মধ্যে বৃহস্পতিবার একটি বৈঠক হতে পারে।

এদিকে, মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লাও দিল্লি রওনা দিয়েছেন। যদিও তাঁর এই সফরের কারণ নিশ্চিতভাবে জানা যায়নি।

অন্যদিকে, বুধবার মণিপুর কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি কে দেবব্রত সিং দাবি করেন, বিজেপির একাধিক বিধায়ক নাকি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বিপক্ষে চলে গিয়েছেন।

দেবব্রত বলেন, 'এটা কোনও গুজব বা রটনা নয়। সত্যিই এমনটা হয়েছে।' তাঁর আরও দাবি, আগামী বিধানসভা নির্বাচনের আগেই যাতে বিক্ষুব্ধদের বুঝিয়ে সুজিয়ে শান্ত করা যায়, স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই চেষ্টা করছেন। যাতে বিজেপি নেতৃ্ত্বাধীন সরকার রাজ্যে টিকে থাকতে পারে।

পরবর্তী খবর

Latest News

সাইকেলে করে স্ত্রীর কাটা মুণ্ডু নিয়ে থানায় হাজির স্বামী দিল্লিতে ঊষা ভান্স, সূচিতে না থাকলেও অন্ধ্রের পৈতৃক গ্রাম অপেক্ষায় বসে তাঁর ৯০ বছরের পুরোনো মন্দিরে বুলডোজার! মুম্বইয়ে বিশাল মৌন মিছিল জৈন ধর্মালম্বীদের ‘মুসলিম কমিশনার!’ SC-র পর এবার প্রাক্তন CEC-কে নিয়ে বিতর্কিত মন্তব্য নিশিকান্তর ইডেনে হর্ষ ও ডুলকে নো-এন্ট্রি! পিচ বিতর্কে নতুন মোড়, BCCI-কে CAB-র চিঠি ঝাড়খণ্ডে কর্ণি সেনার রাজ্য সভাপতিকে খুন, দুপুর থেকে রাত পর্যন্ত মাঠে পড়ে দেহ আইআইটি খড়্গপুরে উদ্ধার পড়ুয়ার দেহ, নেপথ্যে কি র‌্যাগিং?‌ তদন্ত শুরু TMC-র লোকেরাই তো লাল ঝান্ডা লাগায়! মমতার দলের সঙ্গে বামেদের রসায়ন বোঝালেন দিলীপ একে পর এক হিট কৌশানীর! ‘আমাকে সিরিয়াস চরিত্রে কোনও পরিচালক ভাবেনি…', আক্ষেপ বনির রোহিত শেট্টির অ্যাকশন থ্রিলারে যিশু? গুঞ্জন উসকে দিল অভিনেতার পোস্ট, ব্যাপার কী?

Latest nation and world News in Bangla

সাইকেলে করে স্ত্রীর কাটা মুণ্ডু নিয়ে থানায় হাজির স্বামী দিল্লিতে ঊষা ভান্স, সূচিতে না থাকলেও অন্ধ্রের পৈতৃক গ্রাম অপেক্ষায় বসে তাঁর ৯০ বছরের পুরোনো মন্দিরে বুলডোজার! মুম্বইয়ে বিশাল মৌন মিছিল জৈন ধর্মালম্বীদের ‘মুসলিম কমিশনার!’ SC-র পর এবার প্রাক্তন CEC-কে নিয়ে বিতর্কিত মন্তব্য নিশিকান্তর ঝাড়খণ্ডে কর্ণি সেনার রাজ্য সভাপতিকে খুন, দুপুর থেকে রাত পর্যন্ত মাঠে পড়ে দেহ ভারতীয় পোশাকে ‘মামাবাড়িতে’ ঊষার ৩ সন্তান, জেডি ভান্সদের স্বাগত জানালেন বৈষ্ণব পাকিস্তানি হিন্দু মন্ত্রী খেয়াল দাসের ওপর হামলা,সেন প্রধানের বিদ্বেষ ছড়ানোর ফল? তলোয়ার হাতে ভারতে আসার বিমানে উঠল জেডি ভান্সের সন্তানরা, দেখুন কিউট ভিডিয়ো বাংলাদেশি হিন্দু নেতা নাকি খুন হননি, দাবি পুলিশের, তাহলে কীভাবে মারা গেলেন ভবেশ? 'ট্রান্সরা আইনত মহিলা নন!' সুপ্রিম রায়ের বিরোধিতায় উত্তাল লন্ডন

IPL 2025 News in Bangla

ইডেনে হর্ষ ও ডুলকে নো-এন্ট্রি! পিচ বিতর্কে নতুন মোড়, BCCI-কে CAB-র চিঠি গিলের GT-র বিরুদ্ধে হারলে কি KKR-এর IPL 2025 Playoff-এর রাস্তা বন্ধ হয়ে যাবে? ম্যাচ দেখে চলে যান এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে, রাত ১২টায় চলবে বিশেষ ট্রেন! ধোনি কি আম্পায়ারের সিদ্ধান্তে খুশি ছিলেন না? ম্যাচ শেষে কেন এমনটা করলেন মাহি? ভিডিয়ো: তোর কোচকেও আমি চিনি… ব্রারকে কি পঞ্জাবি ভাষায় ধমক দিলেন বিরাট কোহলি? সেমিফাইনালের আগেই ওখান থেকেও ওকে ব্যান করা হয়… রায়ডুকে রোস্ট করলেন ধাওয়ান রিঙ্কু-বেঙ্কটেশের চোট? GT-র বিরুদ্ধে নামার আগে চাপে KKR! সম্ভাব্য একাদশ কী হবে? IPL 2025-এর পরেও কি ধোনি অবসর নেবেন না? MI-এর বিপক্ষে হারের পর দিলেন বড় ইঙ্গিত মাঠের মধ্যেই RCB অধিনায়কের উপর বাজে ভাবে চোটপাট কোহলির,এমন কী করলেন রজত?- ভিডিয়ো নিজের উপর বিশ্বাস হারালে চাপ বাড়ে… রান পেয়েই নিজের ফর্ম নিয়ে মুখ খুললেন রোহিত

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.