বাংলা নিউজ > ঘরে বাইরে > Manipur landslide: ভূমিধসে মণিপুরে মৃতের সংখ্যা বেড়ে ২০, জারি উদ্ধার কাজ

Manipur landslide: ভূমিধসে মণিপুরে মৃতের সংখ্যা বেড়ে ২০, জারি উদ্ধার কাজ

ভূমিধসে বিধ্বস্ত মণিপুর।

ভূমিধসের ধ্বংসাবশেষ প্রাথমিকভাবে ইজেই নদীকে অবরুদ্ধ করতে পারে বলে আশঙ্কা ছিল। তবে আপাতত ধ্বংসাবশেষ সরিয়ে ফেলার কাজ করা হচ্ছে। উল্লেখ্য, জলস্তর হ্রাস পেয়েছে আপাতত।

শোভাপতি স্যামম

মণিপুরের নোনি জেলার একটি রেলওয়ে নির্মাণস্থলে বিশাল ভূমিধসে মৃতের সংখ্যা শুক্রবার বেড়ে ২০ হয়েছে। শুক্রবার উদ্ধার কাজের দ্বিতীয় দফায় ধ্বংসস্তূপ থেকে আরও ১২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, কর্মকর্তারা জানিয়েছেন।

প্রসঙ্গত, বুধবার মধ্যরাতে রাজ্যের রাজধানী থেকে প্রায় ৭৫ কিলোমিটার পশ্চিমে মারাংচিং পার্টে ঘটনাটি ঘটেছে। রেলওয়ে নির্মাণ শিবিরের কাছে একটি পাহাড়ের বড় অংশ ভেঙে যাওয়া ভূমিধসটি ঘটে। ভূমিধসের ধ্বংসাবশেষ প্রাথমিকভাবে ইজেই নদীকে অবরুদ্ধ করতে পারে বলে আশঙ্কা ছিল। তবে আপাতত ধ্বংসাবশেষ সরিয়ে ফেলার কাজ করা হচ্ছে। তবে আশঙ্কার মেঘ ক্রমেই চড়ছে। উল্লেখ্য, জলস্তর হ্রাস পেয়েছে আপাতত। তার কারণ আটটি দল মিলে সেই ধ্বংসাবশেষ খনন করে সরিয়ে দিয়েছে নদীর গতিপথ থেকে। ফলে জল জমার জায়গা আর নেই। চিন,পাকিস্তানকে ভয় ধরিয়ে DRDO মানব-বিহীন ফাইটার এয়ারক্রাফ্টের সফল প্রথম উড়ান

জানা গিয়েছে, যে জায়গায় এই ধ্বংসাবশেষ হয়েছে সেটি ১ কিলোমিটার পর্যন্ত এলাকা। উল্লেখ্য, মার্চিং পার্টের আশপাশের বহু এলাকার মানুষ এই ভূমিধসের জেরে নিখোঁজ। সকলেই আপনজনের খোঁজ করতে এই এলাকায় আসছেন। নিখোঁজদের মধ্যে ২৯ বছরের কাবামগাই নামের যুবক ও দেড় বছরের এক ছোট্ট মেয়ে রয়েছে। আপাতত আশা নিখোঁজদের অক্ষতভাবে ফিরিয়ে আনা। সদ্য মণিপুরের মুখ্যমন্ত্রী বীরন সিং এলাকা পরিদর্শনে যান। গোটা পরিস্থিতির পর্যালোচনাও করেন।

বন্ধ করুন