দিল্লির আবগারী দুর্নীতি মামলায় সদ্য সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। এই নির্দেশের হাত ধরে ১৭ মাস পর জেল থেকে তিনি রেহাই পেলেন। জামিনে মুক্তি পেয়েই আম আদমি পার্টির কর্মীদের উদ্দেশে তিনি পার্টি হেডকোয়ার্টারে বক্তব্য রাখেন। সেখানেই নিজের বক্তব্যে তিনি বিজেপির বিরুদ্ধে সরব হন।
বিজেপিকে নিশানা করে মণীশ সিসোদিয়া বলেন, কোনও পার্টি বা ব্যক্তি সংবিধানের উপর নয়। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সাফ বলেন,'এই স্বৈরাচারকে প্রতিহত করতে হবে… যা শুধু নেতাদেরই বন্দি করে না, সাধারণ নাগরিকদেরও যন্ত্রণা দেয়।' সিসোদিয়া বলেন, তাঁর চিন্তা, তাঁর জামিন প্রাপ্তি নয়। বরং, সেই সমস্ত সাধারণ মানুষের কষ্ট তাঁকে যন্ত্রণা দিচ্ছে, যাঁরা দাবি করছেন তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে, বিজেপিকে আর্থিকভাবে সমর্থন না করার জন্য। মণীশ সিসোদিয়ার জামিনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কোর্টের রায়ে, মণীশ সিসোদিয়ার দ্রুত ট্রায়ালের পক্ষে বার্তা দেওয়া হয়। এছাড়াও এদিনের ভাষণে মণীশ সিসোদিয়া আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিষয়েও কথা বলেন। তিনি বলেন অরবিন্দ কেজরিওয়াল ‘সততার প্রতীক।’ মণীশ সিসোদিয়া বলেন, ‘এই স্বৈরাচারের বিরুদ্ধে বিরোধী নেতারা ঐক্যবদ্ধ হলে ২৪ ঘণ্টার মধ্যে কেজরিওয়াল মুক্তি পাবেন।’ তিনি অঙ্গীকারবদ্ধ যে, তার জামিন মঞ্জুর করার জন্য সুপ্রিম কোর্টের রায় স্বৈরাচারের বিরুদ্ধে জয়লাভ করার জন্য সংবিধানের ক্ষমতার উদাহরণ দেয়।
( INS Tabar-এর রাজকীয় এন্ট্রি লন্ডনে! টাওয়ার ব্রিজ ঘিরে নজরকাড়া দৃশ্য)
সিসোদিয়া উল্লেখ করেছেন যে সময়োপযোগী রায়ের প্রত্যাশাপূরণে ১৭ মাস সময় লেগেছে। তাঁর জেলে কাটানোর সময় ঘিরে এই মন্তব্য করেন মণীশ সিসোদিয়া। মণীশ সিসোদিয়া বলেন, ‘সবের শেষে সত্যিটা জিতেছে।’ এছাড়াও ভিনেশ ফোগট ইস্যুতেও সরব হয়েছেন মণীশ সিসোদিয়া। উল্লেখ্য,প্যারিস অলিম্পিক্সে সদ্য ওজনকে ঘিরে কুস্তিগীর ভিনেশ ফোগট বিতর্কে পড়েন। সিসোদিয়ার দাবি, ভিনেশ ফোগটকে নিয়ে বিজেপি উদাসীন।