বাংলা নিউজ > ঘরে বাইরে > Manish Sisodia: 'আমি একলা ছিলাম না…' ১৭ মাস পরে জেল থেকে মুক্ত মণীশ সিসোদিয়া, কী বললেন?

Manish Sisodia: 'আমি একলা ছিলাম না…' ১৭ মাস পরে জেল থেকে মুক্ত মণীশ সিসোদিয়া, কী বললেন?

'আমি একলা ছিলাম না…' ১৭ মাস পরে জেল থেকে মুক্ত মণীশ সিসোদিয়া, কী বললেন? (Photo by Sanchit Khanna / Hindustan Times) (Hindustan Times)

মেরুন রঙের শার্ট পরা মণীশ সিসোদিয়া জেল থেকে বেরোনোর সময় দলীয় কর্মী ও নেতাদের শুভেচ্ছা জানান।

দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারিতে অভিযুক্ত দুর্নীতি ও আর্থিক তছরুপের মামলায় অবশেষে জামি পেলেন মণীশ সিসোদিয়া। সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শুক্রবার তিহার জেল থেকে মুক্তি পেলেন বর্ষীয়ান আপ নেতা মণীশ সিসোদিয়া। দীর্ঘ ১৭ মাস জেল হেফাজতে থাকার পর তিনি মুক্তি পেলেন।

সিসোদিয়াকে স্বাগত জানাতে তিহার জেলের বাইরে জড়ো হন আপ নেতা ও দলীয় কর্মীরা।

মুক্তির পর সমর্থক ও সংবাদমাধ্যমের উদ্দেশে সিসোদিয়া ডঃ বি আর আম্বেদকরের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 'সকালে এই আদেশ আসার পর থেকে আমার ত্বকের প্রতিটি ইঞ্চি বাবাসাহেবের কাছে ঋণী বোধ করছে। বাবাসাহেবের এই ঋণ আমি কী ভাবে শোধ করব বুঝতে পারছি না।

গত ১৭ মাস ধরে আমি একা জেলে ছিলাম না, কিন্তু দিল্লির প্রতিটি বাসিন্দা এবং স্কুলের বাচ্চারা আবেগের বশে আমার সঙ্গে ছিল। আমি সুপ্রিম কোর্টকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। সংবিধানের ক্ষমতা ব্যবহার করে স্বৈরাচারের মুখে চপেটাঘাত করেছে।

সিসোদিয়া বলেন, এটি প্রত্যেকের জন্য একটি আবেগঘন মুহূর্ত এবং আশা করেন যে সংবিধান ও গণতন্ত্রের শক্তি দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের মুক্তির পথ প্রশস্ত করবে।

কেজরিওয়ালের প্রাক্তন ডেপুটি প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি তাঁকে জেল থেকে বেরিয়ে আসতে সাহায্য করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

সিসোদিয়াকে অভ্যর্থনা জানাতে তিহারের বাইরে উপস্থিত ছিলেন আপ নেতা সঞ্জয় সিং, অতিশী এবং সৌরভ ভরদ্বাজ।

সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মামলায় মণীশ সিসোদিয়াকে ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে নিয়মিত জামিন দিল সুপ্রিম কোর্ট। আদালত উল্লেখ করেছে যে সিসোদিয়া ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে হেফাজতে ছিলেন এবং বিচার এখনও শুরু হয়নি, যার ফলে তিনি দ্রুত বিচারের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।

বেঞ্চ বলেছে যে এই পর্যায়ে তাকে জামিন প্রত্যাখ্যান করা ন্যায়বিচারের পরিহাস হবে এবং ‘জামিন একটি নিয়ম, এবং কারাগার একটি ব্যতিক্রম’ এই আইনি নীতিটি পুনরায় নিশ্চিত করেছে।

গত বছর মার্চ মাসে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। এদিন তিহার জেলের বাইরে উঠল ভারত মাতা কী জয় স্লোগান। বার বার সংবিধান প্রণেতা বিআর আম্বেদকরের কথা স্মরণ করেন তিনি। তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। 

পরবর্তী খবর

Latest News

অতি ভারী বৃষ্টি ৯ জেলায়, শনিতে বইবে ঝোড়ো হাওয়াও, বিশ্বকর্মা পুজোয় এরকমই হবে? বৃষ্টিস্নাত দিল্লিতে যেন দীপাবলি! ‘হিরোর’ বরণ পেয়ে কেজরি বললেন ‘জেলের গরাদও….’ ১৭টি ছক্কা, ৫টি চার! মাত্র ৩৩ বলে সেঞ্চুরির গণ্ডি টপকে তাণ্ডব আইপিএল তারকার পুজোর গান গেয়ে ট্রোলড বাবুল!‘আমরা সফট টার্গেট বলেই…’, ফুঁসে উঠলেন তৃণমূলের বাবুল CPM বিধায়কদের সঙ্গে বৈঠক, বিয়েবাড়ির ভেজ কাউন্টার- একাকী মমতার ছবিতে মিমের বন্যা আগামী পাঁচ বছরের মধ্যে বৃষ্টিপাত ও আবহাওয়া নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা ভারতের ১৯৮৪তে ছিনতাই হওয়া বিমানে ছিলেন বাবা, সেদিনের চমকে দেওয়া ঘটনা সামনে আনলে জয়শঙ্কর বেস কিচেন পালটেগেল ক্লাউড কিচেনে, মুম্বই থেকে পরিবর্তন শুরু ভারতীয় রেলে বেঁচে আছেন লাদেন পুত্র, সলতে পাকাচ্ছেন বাবার সংগঠনে, নিরাপত্তায় ৪৫০ যোদ্ধা বিশ্বব্যাপী ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করবে স্যামসাং, প্রভাব পড়বে ভারতেও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.