দিল্লির প্রাক্তন উপ মুখ্য়মন্ত্রী মণীশ সিসোদিয়া । তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। এবার তাঁর সিবিআই হেফাজতের সময়সীমা বৃদ্ধি করা হল।
আদালত সিবিআইকে জানিয়েছে, জামিনের আবেদন নিয়ে জবাব দিতে। এদিকে ফের ১০ মার্চ মণীশ সিসোদিয়া জামিনের আবেদনের শুনানি হবে। মণীশ সিসোদিয়া স্ত্রী কিছুটা অসুস্থ বলে আদালতে জানিয়েছেন আইনজীবীরা।
দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার সিবিআই হেফাজত ৬ মার্চ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আবগারি সংক্রান্ত কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। সিবিআই আরও তিনদিনের হেফাজতের আবেদন করেছিল। তবে আদালত মাত্র দুদিনের হেফাজতের অনুমতি দিয়েছে। আগামী ১০ মার্চ ফের শিসোদিয়ামণীশ সিসোদিয়ার জামিনের আবেদন করা যাবে।
মণীশ সিসোদিয়ার আইনজীবী দয়ান কৃষ্ণন জানিয়েছেন, এই রিমান্ড বৃদ্ধি করার কোনও যুক্তি ছিল না। যতদিন না তিনি স্বীকার করছেন না ততদিন আমরা অপেক্ষা করব এটা কোনও গ্রাউন্ড হতে পারে না। এজেন্সির অদক্ষতা কোনও রিমান্ডের গ্রাউন্ড হতে পারে না। আজ আপনাদের শুধু একটাই বলার ছিল তিনি সহযোগিতা করছেন না। তবে মণীশ সিসোদিয়ার আইনজীবী এই রিমান্ডের বিরোধিতা করেছিলেন। তিনি জামিনের আবেদনও করেছিলেন।
এদিকে সিবিআইয়ের পক্ষ থেকে দাবি করা হয়, যে নথিগুলি পাওয়া যাচ্ছে না সেগুলি উদ্ধারের জন্য চেষ্টা করা হবে। সেকারণেই রিমান্ডের আবেদন করা হয়েছিল। এর সঙ্গেই তাঁর আইনজীবীরা জানিয়েছেন, মণীশ সিসোদিয়ার স্ত্রী অত্যন্ত অসুস্থ।
মণীশ সিসোদিয়ার আইনজীবী জানিয়েছেন, রিমান্ড একটি ব্যতিক্রমী ঘটনা। আপনাদের ১৫ দিন দরকার মানে এটা নয় যে কোর্ট আপনাকে ১৫দিন দেবে। আদালতকে এই বিষয়টি দেখতে হবে। এই রিমান্ডের কারণটা কী?
এদিকে গত রবিবারমণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হয়েছিল। প্রায় ৮.৫ ঘণ্টা তাকে জেরা করা হয়। আবগারি কেলেঙ্কারির অভিযোগে তিনি অভিযুক্ত। সোমবার মণীশ সিসোদিয়া পাঁচদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সেই সিবিআই হেফাজতের শেষ দিন ছিল। তবে সেই সিবিআই হেফাজতের দিন শেষ হয়ে গিয়েছে শনিবার।
আপ নেতাকে এভাবে সিবিআই গ্রেফতার করাকে কেন্দ্র করে নানা শোরগোল পড়ে। আপের সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার যে নির্দেশ দিচ্ছে সেই অনুসারেই চলছে সিবিআই। আসনে মণীশ সিসোদিয়াকে সমস্যায় ফেলার জন্য় এসব করা হচ্ছে।
তবে এবার মণীশ সিসোদিয়ার সিবিআই হেফাজতকে আরও কিছুটা বাড়িয়ে দেওয়া হল আদালতের তরফে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup