বাংলা নিউজ > ঘরে বাইরে > Manish Sisodia's Computer Seized by CBI: 'তল্লাশি চালানো হয়নি', মণীশ সিসোদিয়ার অফিস থেকে কম্পিউটার বাজেয়াপ্ত করল CBI

Manish Sisodia's Computer Seized by CBI: 'তল্লাশি চালানো হয়নি', মণীশ সিসোদিয়ার অফিস থেকে কম্পিউটার বাজেয়াপ্ত করল CBI

মণীশ সিসোদিয়ার অফিস থেকে কম্পিউটার বাজেয়াপ্ত করল CBI (ছবি - এএনআই) (Shrikant Singh)

আদমি পার্টির তরফে টুইট করে লেখা হয়, 'অভিযান যদি নাই চালানো হয়ে থাকে, তাহলে কি উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার অফিসে চা-নাস্তার জন্য গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা? অভিযানে কী পাওয়া গিয়েছে তার জবাব দিতে হবে সিবিআইকে।'

শনিবার দীর্ঘক্ষণ 'তল্লাশি' চালিয়ে মণীশ সিসোদিয়ার অফিস থেকে একটি কম্পিউটার বাজেয়াপ্ত করেছে সিবিআই। গতকাল দুপুর নাগাদ সিবিআই-এর একটি তদন্তকারী দল দিল্লির সচিবালয়ে উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার অফিসে হানা দেয়। জানা গিয়েছে, দিল্লির আবগারি নীতি মামলার তদন্তেই এই 'তল্লাশি অভিযান' চালানো হয়। তদন্তকারীদের দাবি, বাজেয়াপ্ত কম্পিউটার থেকে আবগারি দুর্নীতির সাথে সম্পর্কিত বেশ কিছু রেকর্ড হাতে আসার পরে। এদিকে দিল্লি সরকারের তরফে দাবি করা হয়, সিবিআই তল্লাশি চালাচ্ছিল। তবে সিসোদিয়ার অফিসে কোনও তল্লাশি চালানো হয়নি বলে জানান সিবিআই তদন্তকারীরা। (আরও পড়ুন: শীঘ্রই করোনার XBB.1.5 রূপ আতঙ্ক ছড়াতে শুরু করবে ইউরোপে, দাবি স্বাস্থ্য সংস্থার)

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিবিআই-এর এক কর্তা হিন্দুস্তান টাইমসকে বলেন, 'কোনও অভিযান চালানো হয়নি। কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। কোনও সমন জারি করা হয়নি। আমরা তদন্তের অংশ হিসাবে মণীশ সিসোদিয়ার অফিস থেকে শুধু একটি কম্পিউটার নিয়ে গিয়েছি।' এদিকে সিসোদিয়া টুইটে দাবি করেছিলেন যে এর আগেও তদন্তকারী সংস্থাটি অভিযানের সময় তাঁর বিরুদ্ধে কিছু খুঁজে পায়নি এবং এবারও তাই হবে। কারণ তিনি কোনও ভুল করেননি। টুইট বার্তায় আম আদমি পার্টি নেতা বলেন, 'সিবিআই আজ আবার আমার অফিসে পৌঁছেছে। তাদের স্বাগত জানাই। তারা আমার বাড়িতেও অভিযান চালিয়েছিল এর আগে। লকারেও তল্লাশি চালিয়েছিল, আমার গ্রামেও খোঁজ খবর নেয়। তখন কিছুই পাওয়া যায়নি। এবং আজও কিছুই পাওয়া যাবে না। কারণ আমি কোনও অন্যায় করিনি। দিল্লির সন্তানদের শিক্ষার জন্য সততার সঙ্গে কাজ করেছি আমি।'

এদিকে সিবিআই-এর 'অভিযান না' দাবির প্রেক্ষিতে আম আদমি পার্টির তরফে টুইট করে লেখা হয়, 'অভিযান যদি নাই চালানো হয়ে থাকে, তাহলে কি উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার অফিসে চা-নাস্তার জন্য গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা? অভিযানে কী পাওয়া গিয়েছে তার জবাব দিতে হবে সিবিআইকে।' সিবিআই-এর তরফে দাবি করা হয়, তদন্তকারীরা আবগারি নীতি সংক্রান্ত কিছু নথি সংগ্রহ করতে গিয়েছিলেন। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ তুলেছেন, বহু মাস ধরেই চেষ্টা করে, তদন্ত করেও মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে কিছু খুঁজে পাওয়া যায়নি।

এর আগে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা সিসোদিয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের সুপারিশ করেছিলেন। মুখ্য সচিবের প্রতিবেদনের প্রেক্ষিতেই এই সুপারিশ করেন ভিকে সাক্সেনা। দিল্লির মুখ্য সচিবের রিপোর্টে আবগারি নীতিতে উপমুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এই আবহে সিসোদিয়ার বিরুদ্ধে মামলা রুজু হয়। সিসোদিয়ার পাশাপাশি দিল্লির তৎকালীন আবগারি কমিশনার আরভ গোপী কৃষ্ণের বাড়িতেও অভিযান চালিয়েছিল সিবিআই। উল্লেখ্য, আবগারি দপ্তর সিসোদিয়ার অধীনে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

ঘরে বাইরে খবর

Latest News

'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো ‘ক্রু’ সিনেমায় ক্যামিয়ো রোলে দেখা যাবে তৈমুর-জেহকে? BTS ভিডিয়ো ঘিরে তুমুল হইচই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.