বাংলা নিউজ > ঘরে বাইরে > Delhi chief minister: কেজরিওয়াল পত্নী কি দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন? জল্পনার অবসান ঘটালেন সিসোদিয়া

Delhi chief minister: কেজরিওয়াল পত্নী কি দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন? জল্পনার অবসান ঘটালেন সিসোদিয়া

কেজরিওয়াল পত্নী কি দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন? জল্পনার অবসান ঘটালেন সিসোদিয়া (AAP-X)

কেজরিওয়ালের গ্রেফতারের পরে সুনিতা তাঁর এবং দলের মধ্যে সেতু হিসাবে কাজ করেছিলেন। দিল্লি, গুজরাট এবং হরিয়ানায় লোকসভা নির্বাচনের জন্য আপের প্রচারেও সুনিতা কেজরিওয়াল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মার্চে রামলীলা ময়দানে বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের সমাবেশে ভাষণ দিয়েছিলেন সুনিতা কেজরিওয়াল।

আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ থেকে জেলবন্দি রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যদিও লোকসভা নির্বাচনের আগে কিছু সময়ের জন্য জামিন পেয়েছিলেন। তবে আপাতত তিহাড়েই রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রীর গ্রেফতারের পরেই আম আদমি পার্টির হাল ধরতে রাজনীতির ময়দানে পা রেখেছিলেন তাঁর স্ত্রী সুনিতা কেজরিওয়াল। এই অবস্থায় সুনিতা দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন বলে জোর জল্পনা শুরু হয়েছিল রাজনীতিতে। সেই জল্পনার অবসান ঘটালেন আম আদমি পার্টির প্রবীণ নেতা মণীশ সিসোদিয়া।  

আরও পড়ুন: ‘কেজরিওয়াল ২৪ ঘণ্টার মধ্যে জেল থেকে ছাড়া পেতে পারেন যদি…’ সরব মণীশ সিসোদিয়া

কেজরিওয়ালের গ্রেফতারের পরে সুনিতা তাঁর এবং দলের মধ্যে সেতু হিসাবে কাজ করেছিলেন। দিল্লি, গুজরাট এবং হরিয়ানায় লোকসভা নির্বাচনের জন্য আপের প্রচারেও সুনিতা কেজরিওয়াল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মার্চে রামলীলা ময়দানে বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের সমাবেশে ভাষণ দিয়েছিলেন সুনিতা কেজরিওয়াল। এছাড়াও একাধিক নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন। সেই সময় বিজেপি নেতা অনুরাগ ঠাকুর দাবি করেছিলেন, ‘লালুপ্রসাদ যাদব যখন পশুখাদ্য কেলেঙ্কারিতে ধরা পড়েছিলেন, তখন তাঁর স্ত্রী রাবড়ি দেবী নানা রকম ঘোষণা করতেন। তার পর তিনি হলেন বিহারের মুখ্যমন্ত্রী হন।’ উল্লেখ্য, ১৯৯৭ সালে পশুখাদ্য দুর্নীতি মামলায় জেলে যেতে হয় লালুকে। আদালতে আত্মসমর্পণ করার আগে স্ত্রী রাবড়ি দেবীকে বিহারের মুখ্যমন্ত্রী করে দিয়েছিলেন তিনি। দিল্লির ক্ষেত্রেও তেমনটাই হতে চলেছে বলে জল্পনা উসকে দিয়েছিলেন অনুরাগ। তারপরেই এ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল রাজনীতিতে।পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে সেই জল্পনাকে উড়িয়ে দিয়েছেন সিসোদিয়া। 

প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় গত বছরের ২৬ ফেব্রুয়ারি সিসোদিয়াকেও গ্রেফতার করা হয়েছিল। গত সপ্তাহে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে তিহাড় জেল থেকে বেরিয়ে আসেন তিনি। প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী বলেন, ‘আম আদমি পার্টির নেতা হিসাবে জেলে থাকাকালীনও আমি জানতাম যে দল কীভাবে কাজ করছে। কেজরিওয়ালের গ্রেফতারের পরে আসলে কী ঘটতে চলেছে। টিভি দেখে মনে হয়েছিল যে পুরো দল শেষ হয়ে গিয়েছে। সুনিতা কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হতে চলেছেন এবং কেবল তাঁর শপথ বাকি রয়েছে।’ সুনিতার প্রশংসা করে তিনি বলেন, ‘ও একজন সুশিক্ষিত, সুদর্শনা এবং অভিজ্ঞ মহিলা। সঙ্কটের সময়ে দলের তাঁকে প্রয়োজন ছিল।’

সুনিতা কেজরিওয়ালের ভবিষ্যত রাজনৈতিক ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সিসোদিয়া বলেন, ‘আমি মনে করি অরবিন্দ জেল থেকে বেরিয়ে আসার পরে সুনিতার রাজনৈতিক ভূমিকা শেষ হতে পারে। এর চেয়ে বেশি কিছু আছে বলে আমার মনে হয় না।’

পরবর্তী খবর

Latest News

Hrithik-Saba: হৃতিকের পাশে দাঁড়িয়ে গণেশ বিসর্জনের সময় আরতি করলেন সাবা! কপাল খারাপ কাকে বলে…নিজের দোষেই রানআউট যশ দুবে! উপস্থিত বুদ্ধি দেখালেন মুলানি… টলিউডেও সন্দীপ ঘোষের মতো অপরাধীরা ঘুরছে…! ধরনা মঞ্চ থেকে সুর চড়ালেন দেবলীনা এবারের ভাদ্র পূর্ণিমায় চন্দ্রগ্রহণ! দেখে নিন তিথি, সময়কাল রোজ সকাল ৫টায় চা নিয়ে আসেন ডাক্তারের ধর্নাস্থলে, চিনে নিন কেষ্টপুরের দাদা-বউদিকে 'ম্যাডাম' মমতার ডাকে সাড়া, শনির পর আজও কালীঘাটে বৈঠকে যাচ্ছেন জুনিয়র ডাক্তররা মার্সিডিজ-BMWর রেষারিষি! দুই গাড়ির ধাক্কা Wagon R-এ, দুর্ঘটনা মুম্বইতে সুপ্রিম কোর্টে দায়ের হল মামলা, ঝুলে গেল উচ্চ প্রাথমিকে ১৪ হাজার নিয়োগ প্রক্রিয়া যে রাহুল গান্ধীর জিভ কেটে নিতে পারবে তাকেই ১১ লাখ দেব, ঘোষণা বিধায়কের পাক বংশদ্ভূত নেট বোলারে মুগ্ধ রোহিত! স্লোয়ার বলের খুটিনাটি জানতে চান বুমরাহও!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.