সুস্থ অবস্থায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বাড়ি ফিরতে পারায় এইমসের চিকিৎসক, নার্স ও কর্মীদের ধন্যবাদ দিলেন তাঁর স্ত্রী গুরসরন কউর। উল্লেখ্য, ১৮ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
সোমবার স্বামীর সুস্থ হয়ে ওঠা নিয়ে বিবৃতি দেন গুরসরন। এদিন বিবৃতি দিয়ে গুরসরন জানান, ‘আমি সকল শুভানুধ্যায়ীদের জানাতে চাই যে ডক্টর মনমোহন সিং ডেঙ্গুর জ্বর থেকে সেরে উঠেছেন ও তিনি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের ধন্যবাদ। যে সমস্ত শুভানুধ্যায়ীরা তাঁর আরোগ্য কামনা করেছেন, তাঁদেরকেও ধন্যবাদ।’
উল্লেখ্য, এর আগে এপ্রিলে যখন করোনায় আক্রান্ত হয়েছিলেন, তখন এই এইমস হাসপাতালেই ভরতি হয়েছিলেন মনমোহন সিং। তখন চিকিৎসকদের সর্বক্ষণের পর্যবেক্ষণে ও চিকিৎসায় তিনি সেরে উঠেছিলেন। পাশাপাশি ২০০৯ সালে যখন তাঁর বাইপাস সার্জারি হয়েছিল, তখনও এই এইমস হাসপাতালেই হয়েছিল। তখনও সুস্থ অবস্থায় বাড়িতে ফেরেন। তবে করোনা পরিস্থিতিতে যেভাবে চিকিৎসকরা প্রাক্তন প্রধানমন্ত্রীকে সুস্থ করে তুলেছেন, তা দেখেই আপ্লুত মনমোহন সিংয়ের পরিবারের সদস্যরা।