বাংলা নিউজ > ঘরে বাইরে > Mann Ki Baat@100: ১০০তম মন কি বাত কনক্লেভে প্রসব যন্ত্রণা আমন্ত্রিত যুবতীর, হলেন পুত্র সন্তানের মা

Mann Ki Baat@100: ১০০তম মন কি বাত কনক্লেভে প্রসব যন্ত্রণা আমন্ত্রিত যুবতীর, হলেন পুত্র সন্তানের মা

মন কি বাত কনক্লেভে প্রসব যন্ত্রণা আমন্ত্রিত যুবতীর, হলেন পুত্র সন্তানের মা

'মন কি বাত' অনুষ্ঠানের ১০০তম পর্ব উপলক্ষে দিল্লিতে আয়োজন করা হয়েছিল এক বিশেষ কনক্লেভের। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল অনেক সাধারণ নাগরিককে। তাঁদেরই মধ্যে একজন ছিলেন পুনম দেবী। আজ এক পুত্র সন্তানের মা হলেন তিনি।

'মন কি বাত' অনুষ্ঠানের ১০০তম পর্ব উপলক্ষে দিল্লিতে আয়োজন করা হয়েছিল এক বিশেষ কনক্লেভের। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল অনেক সাধারণ নাগরিককে। তাঁদেরই মধ্যে একজন ছিলেন পুনম দেবী। গর্ভবতী অবস্থাতেই তিনি যোগ দিয়েছিলেন অনুষ্ঠানে। তবে অনুষ্ঠান চলাকালীন আচমকাই প্রসব যন্ত্রণা অনুভব করেন পুনম দেবী। এরপরই তাঁকে তড়ঘড়ি দিল্লির ডঃ রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি।

উল্লেখ্য, পুনম দেবী উত্তরপ্রদেশের লখিমপুর খেরির বাসিন্দা। কলা গাছের ডালপালা থেকে বিভিন্ন পণ্য তৈরি করে থাকেন তিনি। তিনি একটি স্ব-সহায়ক গোষ্ঠীর সাথে যুক্ত। এর জন্যই তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল ১০০তম মন কি বাতের কনক্লেভে। সমাজের বিভিন্ন শ্রেণির মোট ১০০ জনকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। এদিকে এমন এক দিনে পুনম দেবী পুত্র সন্তানের জন্ম দেওয়ায় আপ্লুত তাঁর পরিবার। পুনম দেবীর স্বামী প্রমোদ কুমার এই বিষয়ে হিন্দুস্তান টাইমসকে বলেছেন, 'মন কি বাতের এই পর্বটি সবসময় আমাদের জন্য বিশেষ এবং স্মরণীয় হয়ে থাকবে। পরিবারের সবাই অত্যন্ত আনন্দিত। এটি একটি নরমাল ডেলিভারি ছিল, তাই মা ও শিশু সুস্থ রয়েছে।'

এদিকে সারাদিনব্যাপী মন কি বাত কনক্লেভের সূচনা করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রেলমন্ত্রী অশ্বানি বৈষ্ণব এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুররাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। উল্লেখ্য, আগামিকাল ৩০ এপ্রিল সম্প্রচারিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মন কি বাত' অনুষ্ঠানের ১০০তম পর্বের। পর্বকে স্মরণীয় করে রাখতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই আবহে বাংলা থেকেও বহু জন ডাক পেয়েছেন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে। শিশু রোগ বিশেষজ্ঞ অভয় গুপ্ত, ডায়েটিশিয়ান স্বপন বন্দ্যোপাধ্যায়, সরোদ বাদক অতীশ মুখোপাধ্যায়, ব্যবসায়ী মহেন্দ্র কুমার দাগা, অভিনেত্রী অপর্ণা দাস, পুরুলিয়ার সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রীপতি টুডু, বৈদিক গণিতের পণ্ডিত গৌরব টেকরিয়াল সহ অনেকেই আমন্ত্রিত এই অনুষ্ঠানে। বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিশিষ্ট জনের উল্লেখ করেছিলেন নিজের মন কি বাতের বক্তব্যে।

বন্ধ করুন