বাংলা নিউজ > ঘরে বাইরে > Mann Ki Baat 100th Episode: ‘নিছক একটা শো নয়, মন কি বাত আমার কাছে আধ্যাত্মিক যাত্রা’, শততম পর্বে বললেন মোদী

Mann Ki Baat 100th Episode: ‘নিছক একটা শো নয়, মন কি বাত আমার কাছে আধ্যাত্মিক যাত্রা’, শততম পর্বে বললেন মোদী

আজ সম্প্রচারিত হল মন কি বাত অনুষ্ঠানের ১০০তম পর্ব (PMO India Twitter)

আজ সম্প্রচারিত হল মন কি বাত অনুষ্ঠানের ১০০তম পর্ব। ২০১৪ সালের ৩ অক্টোবর শুরু হয়েছিল এই অনুষ্ঠান। এরপর থেকে প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে নিজের মনের কথা তুলে ধরতে শুরু করেন এই অনুষ্ঠানের মাধ্যমে। এই আবহে ১০০তম পর্বে কী বললেন তিনি?

আজ সম্প্রচারিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের ১০০তম পর্ব। দেশ জুড়ে বহু জায়গায় এই অনুষ্ঠানটি দেখানো হয় এবং শোনানো হয়। বিদেশেও বহু জায়গায় এই অনুষ্ঠান সম্প্রচারিত হয়। নজিরবিহীন ভাবে আজ রাষ্ট্রসংঘের সদর দফতরে এই অনুষ্ঠান শোনানো হয়। এদিকে মোদীর মন কি বাতের ১০০তম পর্ব নিউইয়র্কে বসাবসরত ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে শোনেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। দেশেও কয়েক লাখ জায়গায় মন কি বাত অনুষ্ঠান শোনানোর উদ্যোগ নিয়েছিল কেন্দ্রের শাসক দল বিজেপি। এই আবহে আবেগঘন মোদী আজ বলেন, 'মন কি বাত অনুষ্ঠানের প্রতিটি পর্বই আমার মনে বিশেষ স্থান করে নিয়েছে।'

মোদী এদিন নিজের অনুষ্ঠানের শুরুতেই বলেন, 'আমি বিশ্বাস করতে পারছি না যে মন কি বাত শুরু হওয়ার পর এত বছর কেটে গিয়েছে। এই অনুষ্ঠানের প্রতিটি পর্বই আমার মনে বিশেষ স্থান করে নিয়েছে। ২০১৪ সালের অক্টোবরের ৩ তারিখ বিজয়া দশমীর দিন আমরা একসাথে মন কি বাত শুরু করি। আজ আমি মন কি বাতের ১০০তম পর্বে সমস্ত নাগরিককে অভিনন্দন জানাতে চাই। এই শো আমাদের নাগরিকদের প্রতিফলন। এখানে আমরা ইতিবাচক থাকার চেষ্টা করি।' আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'মন কি বাত এমন একটি উৎসবে পরিণত হয়েছে যা ভারতের ইতিবাচক মনোভাব এবং দেশের জনগণকে উদযাপন করে। মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য সমাধানসূত্রে পরিণত হয়েছে মন কি বাত। এটা নিছক কোনও অনুষ্ঠান নয়, আমার কাছে এটা বিশ্বাস এবং আধ্যাত্মিক যাত্রা।'

প্রধানমন্ত্রী এদিন দাবি করেন, ‘মন কি বাত’ থেকে একাধিক জন আন্দোলনের জন্ম নিয়েছে। তিনি বলেন, 'স্বচ্ছ ভারত, আজাদি কা অমৃত মহোৎসবের মতো উদ্যোগ জন আন্দোলনে পরিণত হয়েছে মনি কি বাত অনুষ্ঠানের থেকেই।' প্রধানমন্ত্রী আজ আরও বলেন, 'মন কি বাত সংক্রান্ত হাজার হাজার চিঠি পেয়েছি, লাখো মেসেজ পেয়েছি। আমি এই চিঠি এবং বার্তার বিষয়বস্তুর মধ্যে যাওয়ার চেষ্টা করেছি। অনেক পর্বেই আপনাদের চিঠি পড়তে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছি। আবেগে ভেসে গিয়েছি, তারপর নিজেকে আবার সামলে নিয়েছি।'

এদিকে মণিপুরের এক তরুণী পদ্মের ফাইবার থেকে কাপড় তৈরি করতেন। মন কি বাতের এক পর্বে তাঁর বিষয়ে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। আজ মন কি বাতে সেই তরুণীর সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। সেই মণিপুরী তরুণী জানান, তাঁর তৈরি কাপড়ের চাহিদা বেড়ে গিয়েছে। বর্তমানে তিনি ৩০ জনকে নিয়োগ করেছেন এই কাজ করার জন্য। ভবিষ্যতে তাঁর লক্ষ্য, ১০০ মহিলাকে নিয়োগ করা এবং আমেরিকায় এই কাপড় রফতানি করা। জবাবে মোদী বলেন, 'ভোকাল ফর লোকাল থেকে এখন লোকাল ফর গ্লোবালে পরিণত হয়েছে এই ব্যবসা।' এদিকে আজ জম্মু ও কাশ্মীরের পেনসিল ও স্লেট প্রস্তুতকারক এক ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ব্যবসায়ী জানান, এখন তাঁর অধীনে ২০০ জন কর্মী কাজ করেন। যা শুনে 'মেক ইন ইন্ডিয়া' মন্ত্রের উল্লেখ করেন মোদী। এদিকে আজকের অনুষ্ঠানে ‘মেয়ের সাথে সেলফি’ প্রচারাভিযানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরিয়ানার যে ব্যক্তি এই প্রচাল চালু করেছিলেন, তাঁর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁর কথায় উঠে আসে 'বেটি পড়াও, বেটি বাঁচাও' স্লোগান।

 

বন্ধ করুন