মহিলা সম্মান যোজনার জন্য ফর্মে সই করানোর নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে। এমনই গুরুতর অভিযোগ তুললেন অভিনেতা তথা বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। তাঁর অভিযোগ, মহিলা সম্মান যোজনার জন্য যে ফর্মগুলি স্বাক্ষর করা হচ্ছে সে বিষয়ে বিভাগের তরফে কোনওরকম বিজ্ঞপ্তিও জারি করা হয়নি। ফর্মে সই করার পরেই অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা খোয়া গিয়েছে।
আরও পড়ুন: গোপনে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিচ্ছে BJP, গুরুতর অভিযোগ কেজরিওয়ালের
আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের আগে বিজেপি এবং আপ একে অপরের বিরুদ্ধে অভিযোগ পালটা অভিযোগ করেছে। এরই মধ্যে আপের তরফে মহিলা সম্মান যোজনায় নাম নথিভুক্ত জন্য মহিলাদের ব্যক্তিগত বিবরণ সংগ্রহ করা হচ্ছে। ইতিমধ্যেই এবিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তারই মধ্যে, এই অভিযোগ করেছেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। রবিবার
মহাকৌশল ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে জবলপুরে পৌঁছান মনোজ তিওয়ারি। সেখানে সাংবাদিকদের তিনি বলেন- ১০ বছর দিল্লিতে থাকার পরও আপ কোনও মহিলাকে সম্মান দেয়নি। এক বছর আগেও বলা হয়েছিল নারীদের সম্মান দেওয়া হবে, কিন্তু, তাও দেওয়া হয়নি। এখন মহিলাদের এই যোজনার জন্য ফর্ম দেওয়া হচ্ছে। কিন্তু, বিভাগের তরফে কোনওরকম বিজ্ঞপ্তি জারি করা হয়নি।
মনোজ তিওয়ারি বলেছেন, এই ফর্মে সই করার পরেই অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে। এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি দিল্লি বিধানসভার বিরোধীদলীয় নেতা বিজেন্দ্র গুপ্তও একই ধরনের অভিযোগ তুলেছিলেন। তিনি দাবি করেছিলেন, যে এই স্কিমের জন্য নথিভুক্ত হওয়া অনেক লোক অর্থ হারিয়েছেন। কারণ তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যক্তিগত তথ্য দিয়েছিলেন সেখানে।
সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, দিল্লি পুলিশ এই ঘটনার তদন্তের জন্য ১৫টি দল গঠন করেছে। এই তদন্তকারী দল মহিলাদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা শিবিরগুলিকে চিহ্নিত করবে। কারা কারা এই তথ্য সংগ্রহ করেছিল তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা। দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা তদন্তের নির্দেশ দেওয়ার পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগ, যারা মহিলাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছিলেন তারা আপের সদস্য। উল্লেখ্য, এদিনই বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকা ভোটারদের নাম নথিভুক্ত করার অভিযোগ তুলেছিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আর এবার আপের বিরুদ্ধে এই অভিযোগ তুললেন বিজেপি সাংসদ।