WhatsApp বিশ্বজুড়ে সবচেয়ে বহুল ব্যবহৃত মেসেজিং অ্যাপ্লিকেশন। মেসেজ, ছবি এবং ডকুমেন্ট পাঠানো থেকে শুরু করে মিউজিক বা ভয়েস রেকর্ডিং-ও, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সহজেই পাঠানো যায়। অডিয়ো এবং ভিডিয়ো কলও করা যায়। সময়ের সঙ্গে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে স্ক্যামারদের প্রকোপ। সম্প্রতি এমনই একজন হোয়াটসঅ্যাপ স্ক্যামারের পাল্লায় পড়েন বেঙ্গালুরুর এক ব্যক্তি। কিন্তু মজার বিষয় হল, সেই প্রতারকের সঙ্গে কথোপকথনেই জীবন এবং অর্থের বিষয়ে একটি 'মূল্যবান শিক্ষা' পেলেন ওই ব্যক্তি। আরও পড়ুন: VIDEO: চাকরিজীবনের শেষ দিনে স্নিফার কুকুরদের সংবর্ধনা দিল CISF, চোখের জলে বিদায়
টুইটার ব্যবহারকারী মহেশ নিজের সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বলেছেন, 'আজ একজন হোয়াটসঅ্যাপ স্ক্যামার আমাকে একটি মূল্যবান শিক্ষা দিলেন।' মহেশ স্ক্যামারের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশটও শেয়ার করেছেন। সেই স্ক্যামার প্রথমে মহেশকে কিছু সময় দেওয়ার অনুরোধ করে। এরপর তাদের 'কোম্পানি' এবং কাজ নিয়ে আলোচনা করতে শুরু করে দেয়। এদিকে উত্তরে, মহেশ উল্টো কথা বলতে থাকেন। তিনি জানান, কাজ নয়, তিনি বন্ধু চান। এমন বন্ধু, যারা 'দুমুখো' নয়। এদিকে কথা লাইনে ফিরিয়ে আনতে সেই প্রতারক লেখেন, ‘বন্ধু বানানো ভাল, কিন্তু টাকা কামানোটা আরও ভাল ব্যাপার। জীবন শুধুমাত্র প্রেম এবং বন্ধুত্বের সম্পর্ক দিয়ে চলে না। এই পৃথিবীতে আপনার নিজের বেঁচে থাকার কথাটাও বিবেচনা করুন।’
এরপরেই মজার ভঙ্গিতে বিগলিত আচরণ করেন মহেশ। তিনি লেখেন, 'আমাকে কেউ কখনও এভাবে বোঝায়নি। আপনার টাকা কামানোর পদ্ধতিটি বলুন।'
পোস্টটি টুইটারে বেশ ভাইরাল হয়েছে। অনেকেই কমেন্টে লিখেছেন, 'এই লোকটা আমি যেসব মানুষের আশেপাশে রোজ থাকি, তাদের তুলনায় অন্তত অনেক বেশি সত্।' একজন আবার মজা করে লিখেছেন, 'প্রতারক থেকে হঠাত্ দার্শনিকে রূপান্তর!'
আপনি কি ওই প্রতারকের সঙ্গে একমত? আপনারও কি মনে হয় যে ব্যক্তিগত সম্পর্কের চেয়েও টাকাই জীবনে বেশি গুরুত্বপূর্ণ? আরও পড়ুন: HDFC Bank Officer Abuses Employees: ‘আমায় ** ভেবেছিস? জোকার **’, সহকর্মীদের গালির video ছড়াতেই বরখাস্ত ব্যাঙ্ককর্তা
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup