বছরের শুরুটা খুব একটা ভালো হল না প্রাক্তন সেনাকর্মীদের। জানুয়ারি মাসের পেনশনের সঙ্গে বেশ কয়েকজন প্রাক্তন সেনাকর্মীদের অ্যাকাউন্টে ঢুকল না মহার্ঘ্য ভাতার টাকা। শুধু তাই নয়, ডিএ কেন দেওয়া হয়নি, তা নিয়ে সেনাকর্মীদের কোনও যুক্তিও দেওয়া হয়নি সরকারের তরফে।
কেন্দ্রীয় সরকারের প্রাক্তন কর্মচারীরা তাদের পেনশনের ৩১ শতাংশ সমতুল্য ডিএ পাওয়ার অধিকারী। তবে কেন জানুয়ারিতে সেনাকর্মীদের অ্যাকাউন্টে ৩১ শতাংশ ডিএ ক্রেডিট হয়নি। এই ত্রুটির অর্থ হল যদি কোনও অবসরপ্রাপ্ত কর্নেল যদি এমাসে ডিএ না পেয়ে থাকেন তাহলে তিনি প্রাপ্য অর্থের চেয়ে ৩১ হাজার টাকা কম পেয়েছেন এমাসে। অপরদিকে কোনও প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেলদ নিজের প্রাপ্য থেকে প্রায় ৩৭ হাজার টাকা কম পেয়েছেন এই মাসে।
উল্লেখ্য, অনলাইনে পেনশন দেওয়ার সিস্টেম চালু হওয়ার পরেই প্রাক্তন সেনারা এই সমস্যার সম্মুখীন হলেন। জানা গিয়েছে, এলাহাবাদ-ভিত্তিক প্রিন্সিপাল কন্ট্রোলার অফ ডিফেন্স অ্যাকাউন্টস অনলাইনে পেনশন দেওয়ার বিষয়টির তদারকির দায়িত্বে রয়েছে। নতুন এই পেনশন সিস্টেমটির নাম স্পর্শ (SPARSH) বা সিস্টেম ফর পেনশন অ্যাডমিনস্ট্রেশন। জানা গিয়েছে এই সিস্টেমে ধাপে ধাপে প্রাক্তন সেনাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আবহে ডিএ থেকে ব্রাত্য হলেন প্রাক্তন সেনাকর্মীদের একাংশ। জানা গিয়েছে, ২০১৬ সালের পর অবসর নেওয়া সেনা কর্মীরা এই সমস্যার সম্মুখীন হয়েছেন।
হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারি মাসে মোট ১ লক্ষ ২৮ হাজার ১১৪ জন পেনশনভোগী প্রাক্তন সেনাকর্মী বিভিন্ন ব্যাঙ্ক থেকে SPARSH-এ স্থানান্তরিত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৫৮ জন পেনশনভোগীকে পেনশনের সাথে মহার্ঘ্য ভাতা দেওয়া হয়নি এবারে।