শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে লোকসভায়, যে ৫১৯ জন ভারতীয়কে আমেরিকা থেকে প্রত্যার্পণ করা হয়েছে। তাঁরা অনুমোদনহীনভাবে সেখানে থাকছিলেন। তৃণমূল এমপি মালা রায়ের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন আজাদ জানান লিখিতভাবে, যে মার্কিন সরকারের তথ্য় অনুসারে সব মিলিয়ে ৫১৯জন ভারতীয় নাগরিক ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের অক্টোবর মাসের মধ্যে ফেরত পাঠানো হয়েছে। বাণিজ্যিক ও চার্টার্ড ফ্লাইটে তাঁদের প্রত্যর্পণ করা হয়।
প্রশ্ন করা হয়েছিল তাঁদের কী কারণে ভারতের হাতে তুলে দেওয়া হল? কতজনকে প্রত্যর্পণ করা হল?
বিদেশপ্রতিমন্ত্রী বলেন, মার্কিন ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট অনুসারে যে ভারতীয়দের প্রত্যর্পন করা হয়েছে তাঁদের আমেরিকা থাকার অনুমোদন ছিল না। নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তাঁদের থাকার অনুমোদন ছিল না। তবে কেন তাদের অনুমোদনহীন বলা হল তা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি ।
এদিকে অনেকেই নানা কারণে আমেরিকায় যান। কেউ পড়াশোনা করতে, কেউ আবার সেখানে ব্যবসার কারণে যান। কিন্তু স্বাভাবিকভাবেই তাঁদের নির্দিষ্ট জায়গা থেকেই অনুমোদন নিতে হয়। তবে এবার যথার্থ অনুমোদন না থাকার জন্য সেখান থেকে ফেরত পাঠানো হয়েছে তাঁদের।