বাংলা নিউজ > ঘরে বাইরে > বান্দ্রার বিক্ষোভে বাংলার শ্রমিকরাও, লকডাউন বাড়ায় অনিশ্চয়তার উদ্বেগ

বান্দ্রার বিক্ষোভে বাংলার শ্রমিকরাও, লকডাউন বাড়ায় অনিশ্চয়তার উদ্বেগ

বান্দ্রা বাস স্ট্যান্ডে জড় হওয়া পরিযায়ী শ্রমিকরা। মঙ্গলবার, বিকেলে।

মঙ্গলবার বিকেলে বান্দ্রা স্টেশনের বিক্ষোভে শামিল বাংলারও বহু পরিযায়ী শ্রমিক।

লকডাউনের মেয়াদ বাড়িয়ে দেওয়ায় গভীর অনিশ্চয়তার মুখে ধৈর্যের বাঁধ ভাঙল শ্রমিকদের। মঙ্গলবার বিকেলে বান্দ্রা স্টেশনের বিক্ষোভে শামিল বাংলারও বহু পরিযায়ী শ্রমিক।

এ দিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণে আগামী ৩ মে পর্যন্ত লকডাউন জারি রাখার ঘোষণা করেন। এর পরেই মুম্বইয়ের আশ্রয়শিবিরে থাকা ভিনরাজ্যের শ্রমিকদের মধ্যে অসন্তোষ দানা বাঁধতে শুরু করে।

লকডাউন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে বিকেলে দলে দলে পরিযায়ী শ্রমিক এসে পৌঁছন বান্দ্রা ওয়েস্ট রেলস্টেশনে। প্রতিবাদী শ্রমিকরা দাবি করেন, নিজেদের রাজ্যে ফিরতে তাঁদের জন্য অবিলম্বে ট্রেন চলাচল শুরু করতে হবে।

স্টেশন চত্বরে তাঁদের ঢুকতে বাধা দেয় পুলিশ। বিক্ষুব্ধরা তখন এসে জড়ো হন সংলগ্ন বান্দ্রা বাস স্ট্যান্ডে। প্রায় হাজার তিনেক পরিযায়ী শ্রমিককে সরাতে শেষে লাঠি চালাতে হয় পুলিশকে।

ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, এই ধরনের ঘটনা করোনার বিরুদ্ধে জাতীয় প্রতিরোধ দুর্বল করে দেওয়ার আশঙ্কা রয়েছে। এই বিষয়ে রাজ্য প্রশাসনকে কড়া পদক্ষেপ করার আবেদন জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে রাজ্য সরকারের প্রতি তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান অমিত শাহ।

করোনাভাইরাস সংক্রমণ রোধের উদ্দেশে গত মার্চ মাসের ২২ তারিখে প্রথম দফায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। ১৪ এপ্রিল তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এ দিন প্রধানমন্ত্রীর ঘোষণার জেরে ফের লকডাউনের মেয়াদ বাড়লে অনিশ্চয়তার মুখে পড়েন পরিযায়ী শ্রমিকরা।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে… কোমরে বাংলায় লেখা বেল্ট, হাতে দুর্গার এমব্রয়ডারি! সপ্তমীতে নজর কাড়লেন শ্রেয়া আলিপুর চিড়িয়াখানায় নতুন আকর্ষণ দক্ষিণ আমেরিকার আলপাকা, উদ্ধার করেছিল BSF অনশনকারীদের দেখতে এলেন রাজ্যের চার চিকিৎসক, দু'জনকে হাসপাতালে ভর্তির পরামর্শ T20 বিশ্বকাপে বাংলাদেশকে উড়িয়ে ১ নম্বরে উইন্ডিজ! ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে বড় ধাক্কা! বর্ডার গাভাসকর সিরিজের প্রথম ম্যাচে ব্যক্তিগত কারণে অনিশ্চিত রোহিত! বর্ডার গাভাসকর ট্রফির আগে দুঃসংবাদ অজিদের! গ্রিনের সার্জারি নিয়ে জল্পনা তুঙ্গে… নবরাত্রির মহাষ্টমীতে হয় মহাগৌরীর আরাধনা, জেনে নিন এই দিনের বিশেষ নৈবেদ্য

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.