বাংলাদেশে আসন্ন চার ধরনের টাকার নোট থেকে যে মুজিবর রহমানের ছবি বাদ যাচ্ছে, তা আগেই উঠে এসেছিল। এবার শিক্ষাক্ষেত্র! সেখান থেকেও কার্যত মুজিবর ও তাঁর পরিবারের সঙ্গে সম্পর্কিত নানান রকমের অধ্যায় বাদ যাচ্ছে বাংলাদেশের প্রাথমিক শিক্ষার বই থেকে।
বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যবইতে আসছে বিস্তর রদবদল। জুলাই বিপ্লবের পর শেখ হাসিনা দেশ ছাড়তেই বাংলা ও ইংরেজি বই থেকে সাতটি গদ্য ও পদ্য বাদ দেওয়া হচ্ছে। বাংলাদেশের প্রাথমিক শিক্ষার বইতে যুক্ত হচ্ছে ৮ টি গদ্য আর ৮টি পদ্য। এদিকে মুজিবরের জীবনী, তাঁকে নিয়ে লেখা একটি পদ্য, তিনটি গদ্য সব বাদ যাচ্ছে। তৃতীয় শ্রেণির একটি বই থেকে মুজিবরহ রহমানের জীবনী বাদ যাচ্ছে। সেখান বাংলাদেশের জাতীয় স্তরের ৪ নেতার জীবনী যোগ করা হচ্ছে। মুজিবর রহমানের ছোট ছেলে শেখ রাসেলকে নিয়ে একটি ইংরেজি গদ্যও সেখানের পাঠ্যসূচিতে ছিল। তাও এখন বাদের পাতায়। বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বা এনসিটিবির সূত্রে একথা জানা গিয়েছে।
‘একুশে টিভি’র রিপোর্টে জানা গিয়েছে, প্রথম শ্রেণির বাংলা বই ‘মুক্তিযুদ্ধ ও বিজয়’ অধ্যায়ের নাম পাল্টে এখন হচ্ছে,' আমাদের মুক্তিযুদ্ধ'। সেই লেখায় প্রথমেই ছিল শেখ মুজিবর রহমানের ছবি। সেটি বাদ দিয়ে মুক্তিযুদ্ধ চলাকালীন দৃশ্যের একটি ছবি দেওয়া হয়েছে। এই অধ্যায়টি মুজিবরের ৭ মার্চের ভাষণ দিয়ে শুরু হয়, সেটিকে ছেঁটে ফেলে এবার এই অধ্যায় ২৫ মার্চের ভাষণ দিয়ে শুরু করা হচ্ছে। ওই একই রিপোর্টে দাবি করা হয়েছে যে , দ্বিতীয় শ্রেণির পাঠ্যবইতে থাকা শেখ মুজিবর রহমানের জীবনী নিয়ে লেখা ‘সোনার ছেলে’ লেখাটি বাদ যাচ্ছে। সেখানে আসছে কাজি নজরুল ইসলামের ওপর লেখা 'দুখু মিয়ার জীবন' লেখাটি। এছাড়াও ‘পহেলা বৈশাখ' শীর্ষক গদ্যের নাম পাল্টে রাখা হচ্ছে, ‘নববর্ষ’। মুজিবর রহমানকে নিয়ে লেখা ‘সেই সাহসী ছেলে’ ও বাদ যাচ্ছে। এছাড়াও নির্মলেন্দু গুণের লেখা 'মুজিব মানে মুক্তি' কবিতাটিও বাংলাদেশে প্রাথমিকের পাঠ্যসূচি থেকে বাদ যাচ্ছে। যোগ হচ্ছে ‘টুনুর কথা’ ও রজনীকান্ত সেনের কবিতা ‘স্বাধীনতার সুখ’।
উল্লেখ্য, চলতি বছরেই বাংলাদেশে হয়েছে রাজনৈতিক পালা পরিবর্তন। জন-গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের তখত ছেড়ে ভারতে চলে আসেন মুজিবর কন্যা তথা বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আসে, অন্তর্বর্তী সরকার। নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস এই সরকারের প্রধান উপদেষ্টা। তাঁর আমলেই বাংলাদেশের শিক্ষায় পাঠ্যবইতে আসছে এই নতুন রদবদল।