বাংলা নিউজ > ঘরে বাইরে > Maoist Encounter: ছত্তিশগড়ে এনকাউন্টার, নিকেশ চার মাওবাদী, উদ্ধার পিস্তল, আইইডি

Maoist Encounter: ছত্তিশগড়ে এনকাউন্টার, নিকেশ চার মাওবাদী, উদ্ধার পিস্তল, আইইডি

 নিরাপত্তাবাহিনী। ছবিটি প্রতীকী সৌজন্যে পিটিআই।

সকাল ১১টা নাগাদ জাংলা থানার অন্তর্গত একটি জঙ্গলে জেলা রিজার্ভ গার্ড ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের একটি দল নকশাল বিরোধী অভিযানে নামে। 

এস করিমুদ্দিন ও ঋতেশ মিশ্র

মঙ্গলবার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে চারজন মাওবাদী নিহত হয়েছেন। ছত্তিশগড় পুলিশ এই দাবি করেছে। 

জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) পৃথক দল নকশাল বিরোধী অভিযানে বের হয়েছিল। সকাল ১১টা নাগাদ জাংলা থানা সীমানার অন্তর্গত একটি জঙ্গলে এনকাউন্টার শুরু হয়, এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

ডিআরজির একটি টহলদারি দল ছোটে তুঙ্গালি জঙ্গলের কাছে টহল দেওয়ার সময় গুলি বিনিময় শুরু হয়।

জঙ্গল থেকে চারজনের দেহ উদ্ধার করা হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে। ঘটনাস্থল থেকে পিস্তল, আইইডি ও অন্যান্য মাওবাদী সামগ্রীও উদ্ধার করা হয়েছে।

ডেপুটি ইনসপেক্টর জেনারেল অফ পুলিশ( দক্ষিণ বস্তার) কমললোচন কাশ্যপ জানিয়েছেন, ছোটে টুংলি এলাকায় ডিআরজির টিম যাচ্ছিল। তখনই গুলি বিনিময় হয়। জঙ্গল থেকে চারজনের দেহ উদ্ধার করা হয়েছে। 

নিরাপত্তা বাহিনী এখনও জঙ্গলে রয়েছে, তাই আরও বিশদ বিবরণের অপেক্ষায় রয়েছে,  জানিয়েছেন তিনি। 

দেশের বিভিন্ন প্রান্তে ধাপে ধাপে মাওবাদীদের দাপট আগের তুলনায় অনেকটাই কমেছে। এবার ছত্তিশগড়ে বিরাট পদক্ষেপ নিল নিরাপত্তারক্ষীরা। 

এদিকে এর আগে হিন্দুস্তান টাইমস বাংলা সহ অন্যান্য সংবাদ মাধ্য়মের প্রতিবেদন অনুসারে ছত্তিশগড়ে মাও মোকাবিলার নানা দিক উঠে আসে।

 ছত্তিশগড়ে ক্ষমতায় এসেছে বিজেপি। এরপরই দেখা যায় ছত্তিশগড়ে মাওবাদীদের সমস্ত চিহ্ন মুছে ফেলার কাজ শুরু হয়ে যায়। গত ৩১ ডিসেম্বরের প্রতিবেদন অনুসারে জানা যায়,  ওড়িশা থেকে ছত্তিশগড়ে বিএসএফের বাহিনীকে পাঠানো হচ্ছে। প্রায় ৩০০০ বিএসএফ যাবে ছত্তিশগড়ে। সেই সঙ্গেই আইটিবিপির সমান সংখ্য়ক ইউনিট যাবে ছত্তিশগড়ে। লক্ষ্য একটাই, এলাকা থেকে মাওবাদীদের নাম নিশানা মুছে ফেলা।

এদিকে এর আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, দেশ থেকে অতিবাম শক্তিকে মুছে ফেলা হবে। ঝাড়খণ্ডের হাজারিবাগে বিএসএফের রেজিং ডে-তে তিনি একথা জানয়েছিলেন। বিএসএফ , সিআরপিএফ ও আইটিবিপি এনিয়ে প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানিয়েছিলেন।

লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছিল, বিএসএফকে বলা হয়েছে, ৬টি নতুন কোম্পানি অপারেটিং বেস করা হবে নারায়ণপুর জেলায়। বিএসএফ সোর্স জানিয়েছে পিটিআইকে।

ইন্দো তিব্বতীয় বর্ডার পুলিশ ছত্তিশগড়ের একাধিক পয়েন্টে মোতায়েন করা আছে। নারায়ণপুর জেলায় প্রায় ৪০০০ বর্গ কিমি এলাকায় জঙ্গল রয়েছে। সেখানে নকশালদের শক্ত ঘাঁটি। সেখানে অভিযান চালানোর ব্যাপারে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এবার বড় সাফল্য পেল সুরক্ষাবাহিনী। 

  

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের মহাষষ্ঠী কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল বৃষ্টি থেকে রেহাই নেই ষষ্ঠীতেও, ৯ জেলায় কিছুটা বেশি বর্ষণ, পুজোর মধ্যেই কমবে? 'ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে', 'পরজীবী' কংগ্রেসকে তুলোধোনা মোদীর ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.