ছত্তিশগড়ে বস্তারের বীজাপুর জেলায় এক খ্রীষ্টান যাজককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে মাওবাদীদের বিরুদ্ধে। কিন্তু খ্রীষ্টান যাজকের বিরুদ্ধে কেন এত আক্রোশ হয়েছিল মাওবাদীদের?
সূত্রের খবর, তাকে পুলিশের ইনফর্মার হিসাবে সন্দেহ করত মাওবাদীরা। তারা সন্দেহ করত ওই যাজকের মাধ্যমে তাদের গতিবিধি, কার্যকলাপ পুলিশের কাছে পৌঁছে যায়। এর জেরেই তাকে চরম শাস্তি দিল মাওবাদীরা। এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকটি মাওবাদী পোস্টার পেয়েছে। গোটা ঘটনায় বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। বস্তার রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ সুন্দেরাজ পি জানিয়েছেন, অঙ্গমপল্লিগুড়া গ্রামের বাসিন্দা ইয়াল্লাম শঙ্করকে নৃশংসভাবে খুন করেছে মাওবাদীরা জঙ্গিরা। এমনটাই অভিযোগ মিলেছে। তিনি জানিয়েছেন ওই ব্যক্তিকে ঘর থেকে টেনে বের করা হয়েছিল। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে খুন করে মাওবাদীরা।
পুলিশ জানিয়েছে, ঘটনাচক্রে ওই ব্যক্তি খ্রীষ্টান ধর্মযাজক হিসাবে কাজ করতেন। ঘটনাস্থল থেকে পোস্টার পাওয়া গিয়েছে। সেখানে সিপিআই(মাওবাদী) গ্রুপ ঘটনার দায় স্বীকার করেছে। ওই ব্যক্তি পুলিশের ইনফর্মার হিসাবে কাজ করতেন বলে মাওবাদীদের তরফে অভিযোগ তোলা হয়েছে। তবে এই খুনের পেছনে বাস্তবে ঠিক কী কারণ রয়েছে তা তদন্তের পরেই সামনে আসবে।