জ্যোতিষশাস্ত্রমতে পূর্ণিমার যেমন গুরুত্ব রয়েছে, তেমনই হিন্দুশাস্ত্রমতেও পূর্ণিমার বিস্তর গুরুত্ব রয়েছে। এদিকে, ২০২৪ সালের শেষ পূর্ণিমা তিথি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর কতক্ষণ এই তিথি থাকবে? তার হদিশ দিচ্ছে পঞ্জিকামত।
পঞ্জিকামতে দেখে নিন, আজ,শনিবার থেকে শুরু হওয়া পূর্ণিমা তিথি কতক্ষণ থাকবে। দেখে নেওয়া যাক সেই তিথি। অগ্রহায়ণ মাস, ভারতের বহু প্রান্তে মার্গশীর্ষ মাস হিসাবে পরিচিত। এই মা সের পূর্ণিমা তিথির দিকে অনেকেই তাকিয়ে থাকেন। এই পূর্ণিমা তিথিতে অনেকেই মা লক্ষ্মীর বিশেষ আরাধনা করে থাকেন। কেউবা আবার শ্রীবিষ্ণু ও সত্য়নারায়ণেরও পুজো করেন। দেখা যাক, এই মার্গশীর্ষ মাসের পূর্ণিমা কবে শুরু হবে, কত দিন পর্যন্ত চলবে?
কখন থেকে শুরু পূর্ণিমা? কতক্ষণ থাকবে?
পূর্ণিমা তিথি পড়ছে শনিবার বিকেলে। ১৪ ডিসেম্বর, ২০২৪ সালে শনিবার পূর্ণিমা তিথি শুরু হয়েছে বিকেল ৪.৫৮ মিনিট থেকে। আর সেই তিথি চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ রবিবার, ১৫ ডিসেম্বর পূর্ণিমা তিথি চলবে ২.৩১ মিনিট পর্যন্ত। উদয়তিথি অনুসারে ১৫ ডিসেম্বরই পূর্ণিমা পালিত হবে। এই পূর্ণিমা তিথিতে কোন কোন রাশির জাতক জাতিকারা লাকি হবেন? দেখে নিন।
পূর্ণিমায় লাকি রাশি কারা?
কর্কট
অপনার আত্মবিশ্বাস বাড়বে। ভাই বোনের সহযোগিতা পাবেন। বাড়ির সকলের সঙ্গে সময় কাটবে ভালো। স্বাস্থ্য ভালোর দিকে যাবে। আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। স্বাস্থ্য ভালো কাটবে আগের থেকে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে। কোনও সুখবর পেতে পারেন। কোনও আইনি মামলা থেকে মুক্তি পাবেন।
সিংহ
চাকরিরতদের প্রমোশনের সম্ভাবনা বাড়বে। মা বাবার সহযোগিতা পাবেন। কোথাও বেড়ানোর পরিকল্পনা হতে পারে। চাকরিরতরা প্রমোশন পেতে পারেন। নতুন দায়িত্ব আসতে পারে। ধন সম্পত্তি লাভের যোগ তৈরি হতে পারে। বিদেশ থেকে লোকজন ব্যবসার বিস্তার করতে পারে। বৈবাহিক জীবন সুখময় হতে পারে। যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁরা নতুন সুযোগ পেতে পারেন।
তুলা
অনেক খুশি নিয়ে আসবে মার্গশীর্ষ পূর্ণিমা। আপনার আত্মবিশ্বাস বাড়বে। নতুন যোজনা তৈরি হবে। আপনার সব যোজনা সফল হবে। স্বাস্থ্য ভালো হবে। এই সময়টি ব্যবসায়ী ও ব্যবসাদারদের জন্য খুবই ভালো। পার্টনারের সঙ্গে রোম্যান্টিক সময় কাটাতে পারবেন। কেরিয়ারে নতুন সময় কাটাতে পারবেন।
কুম্ভ
মার্গশীর্ষ পূর্ণিমা, কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য খুবই লাভদায়ী। এই সময় আপনার জন্য খুবই সৌভাগ্য নিয়ে আসবে। আমদানির নতুন নতুন রাস্তা তৈরি হবে। কেরিয়ারে আসবে ইতবাচক ফলাফল। চাকরি যাঁরা খুঁজছেন, তাঁরা পাবেন সাফল্য। ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে কোনও বড় ডিল আপনি হাতের মুঠোয় পাবেন। প্রতিযোগিতা পরীক্ষায় পাবেন বিপুল সাফল্য।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )